সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে পদত্যাগ দাবি করে পঞ্চায়েতের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এসইউসিআই দলের সমর্থকেরা। বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর-২ ব্লকের নলগোড়া পঞ্চায়েতে এই নিয়ে চলে অবস্থান বিক্ষোভ। গণ্ডগোলের আশঙ্কায় ঘটনাস্থলে মোতায়েন ছিল কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। সন্ধ্যা অবধি ঘেরাও করে রাখা হয় প্রধানকে। অবশেষে বিডিও গিয়ে আশ্বাস দিলে ঘেরাওমুক্ত হন ওই প্রধান। |
পঞ্চায়েত বিভিন্ন এলাকা থেকে এদিন এসইউসিআই সমর্থকেরা মিছিল করে এসেছিলেন। মিছিলের নেতৃত্ব দেন এসইউসিআই দলের জেলা কমিটির সদস্য গোপাল হালদার। তিনি বলেন, “পঞ্চায়েত প্রধান পুকুর খনন, রাস্তা নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” দুর্নীতির বিষয়গুলি নিয়ে প্রধানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নলগোড়া পঞ্চায়েতের (সিপিএম) প্রধান কালিদাস মণ্ডল বলেন, “মিথ্যা অভিযোগ এনে আন্দোলন করছে। ওদের দাবি বিডিও জানতে চেয়েছিলেন। আমি তা বিস্তারিত জানিয়েছি।” এ বিষয়ে জয়নগর-২ ব্লকের বিডিও কমলেশ মণ্ডল বলেন, “ওই প্রধানের বিরুদ্ধে কয়েকটি প্রকল্পের বিষয়ে অভিযোগ এসেছে। এই বিষয়ে ওই প্রধানকে শো-কজ করা হয়েছে। জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” |