নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইএফএ শিল্ড শুরুর আগে মাঝমাঠ আর রক্ষণ নিয়ে সমস্যায় জর্জরিত ছিল মোহনবাগান। শিল্ডের একটি ম্যাচ খেলার পরই বাগানের সমস্যার তালিকায় নতুন সংযোজন গোলকিপার!
শিল্ড শুরুর আগেই অরিন্দম ভট্টাচার্য বাঁ হাতের কড়ে আঙ্গুলে গুরুতর চোট পেয়েছিলেন। আর মঙ্গলবার শিল্ডের পুণেএফসি ম্যাচে ডান পায়ের হাঁটুতে আর বাঁ পায়ের থাইয়ে চোট পান দলের আরেক নির্ভরযোগ্য গোলকিপার শিল্টন পালও। বুধবার এক্স-রে করানোর পর অবশ্য জানা গেছে, তাঁর হাড়ে কোনও চিড় ধরেনি। তবে ডাক্তার সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন শিল্টনকে। সে জন্য শুক্রবার ভাইচুংয়ের ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে কোনওভাবেই খেলতে পারছেন না তিনি। মোহনবাগানের গোলকিপার নিজেও বলছেন, “যা চোট রয়েছে তাতে শুক্রবারের ম্যাচ খেলা সম্ভব নয়।” |
শিল্টনের জায়গায় বুধবার বিকেলে তড়িঘড়ি অরিন্দমকে কল্যাণী নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। যদিও বুধবার সকালে মোহনবাগান মাঠে সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। তবে অরিন্দমের আঙুলের ব্যথা এখনও রয়েছে। ডাক্তার তাঁকে ১০ দিনের বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু বাগানের গোলকিপার সমস্যার জন্য দশ দিনের আগেই অনুশীলনে নেমে পড়তে হয়েছে তাঁকে। মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা অবশ্য বলছেন, “শিল্টন অনিশ্চিত। অরিন্দম এ দিন দলে যোগ দিয়েছে। বৃহস্পতিবার অনুশীলনের পর সিদ্ধান্ত নেব।” দলের প্রধান দুজন গোলকিপারের চোটের কারণে রীতিমতো চাপে পড়ে গেছে সবুজ-মেরুন শিবির। এখন করিমের হাতে গোলকিপার বলতে রয়েছে সুদীপ্ত আর মিল্টন, যাঁরা এই মরসুমে একটি ম্যাচেও খেলেননি।
অরিন্দমের সঙ্গে এ দিন কল্যাণীতে দলে যোগ দিয়েছেন স্নেহাশিস। জাতীয় দল ফেরত নবি, জুয়েল, নির্মলদের যোগ দেওয়ার কথা শুক্রবার। |