সাপ্রিসার খেসারত: জিতলে ফেরত অর্ধেক টাকা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্বকাপার সমৃদ্ধ যে দল আনার প্রতিশ্রুতি দিয়ে আইএফএ’র সঙ্গে চুক্তি করেছিল কোস্টারিকার দল সাপ্রিসা, সেই দল এখনও এসে পৌঁছায়নি। সে জন্য প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষতিপূরণ হিসেবে চ্যাম্পিয়ন হলে আইএফএ-কে পুরস্কার মূল্যের ৫০ শতাংশ দিয়ে যাবে বলে নতুন করে চুক্তি করেছে কার্লোস হার্নান্ডেজের দেশের ক্লাব!
১১৭ বারের আইএফএ শিল্ডের ইতিহাসে এ রকম ঘটনা সত্যিই অভিনব। কোনও বিদেশি দল টুর্নামেন্ট খেলতে এসে প্রতিশ্রুতি রাখতে না পেরে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছে বা পুরস্কার মূল্যের অর্ধেকটা আয়োজকদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এ রকমটা বিশ্বের ফুটবল ইতিহাস ঘাঁটলেও খুঁজে পাওয়া কঠিন। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য ৫০ শতাংশ পুরস্কার মূল্য দিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিলেও কারণ দেখাচ্ছেন অন্য। তাঁর দাবি, “কোস্টারিকার দলটার সঙ্গে যখন যোগাযোগ হয়, তখন দেখি ওদের ভারতে নিয়ে আসার খরচ অত্যাধিক বেশি। আমরা তাই পিছিয়ে আসি। কিন্তু সাপ্রেসার তরফ থেকে বলা হয়, বিদেশের মাঠে অভিজ্ঞতা আর প্রচারের জন্যই ওরা দল পাঠাতে চায়। সে জন্য চুক্তি অনুসারে ওরা ওদের প্রাইজ মানির ৫০ শতাংশ আমাদের দিয়ে যাবে।”
এখন প্রশ্ন উঠে গিয়েছে আদৌ কি আর ওয়াল্টার বা বাকি ফুটবলাররা ভারতে আসবেন? সাপ্রিসার গোলকিপার ফোস্ত গঞ্জালে এ দিন বললেন, “শনিবার সকালে ওয়াল্টারের আসার কথা আছে বলে জানি। বাকিদেরটা বলতে পারব না।” আইএফএ সচিব এ দিকে বলছেন, “৯ মার্চ বাকি যে তিনজন ফুটবলারের আসার কথা ছিল তাঁরা চলে আসবেন।”
সাম্প্রতিক কালে আইএফএ শিল্ড খেলতে আসা বিদেশি দলগুলো চূড়ান্ত হতাশ করেছে। আজ বৃহস্পতিবার পুণে এফসি’র বিরুদ্ধে শিল্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে সাপ্রিসা। তাদের দ্বিতীয় সারির দল কেমন খেলে, সেটাই এখন দেখার। |