সহবাগ নিয়ে সিদ্ধান্ত নিক বোর্ড, চান দ্রাবিড় |
দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফরে কি বীরেন্দ্র সহবাগই ওপেন করবেন? যদি না হয়, তা হলে তাঁর উত্তরসূরি কিন্তু এখনই ঠিক করে ফেলতে হবে। এমনটাই মনে করছেন রাহুল দ্রাবিড়।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টের দল নির্বাচন। ২-০ এগিয়ে থাকায় যে দলে বিশেষ বদল হবে না বলেই ধরে নিচ্ছে ভারতীয় ক্রিকেটমহল। প্রথম দুটো টেস্ট বেশ সহজে জিতলেও চেন্নাই ও হায়দরাবাদ, দু’জায়গাতেই ব্যর্থ ভারতের ওপেনিং জুটি। দু’টেস্টের তিন ইনিংসে ওপেনিং জুটিতে এসেছে যথাক্রমে ১১, ১৬ এবং ১৭ রান। হায়দরাবাদে অন্যতম ওপেনার মুরলী বিজয় ১৬৭ করলেও তিন ইনিংসে সহবাগের গড় মাত্র ২৭। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাত ইনিংসে সহবাগের সংগ্রহ মোট ২৫৩ রান। যার মধ্যে আমদাবাদে এক ইনিংসেই এসেছিল ১১৭।
বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরের আগে কোনও টেস্ট খেলবে না ভারত। এই পরিস্থিতিতে দ্রাবিড় চান, যত তাড়াতাড়ি সম্ভব সহবাগকে নিয়ে সিদ্ধান্ত নিক ভারতীয় বোর্ড। “দক্ষিণ আফ্রিকায় বীরু ওপেন করবে কি না, সেই সিদ্ধান্তটা জাতীয় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে নিতে হবে। বীরু সেরা ফর্মে থাকলে যে কোনও দলের কাছে সম্পদ। কিন্তু ইদানীং ও ভাল খেলছে না। গত দু’তিন বছরে বিদেশ সফরেও খুব ভাল খেলেনি।” তা হলে? দ্রাবিড়ের দাওয়াই, “দক্ষিণ আফ্রিকায় যদি বীরুকে দিয়ে ওপেন করানোর কথাই ভাবা হয়, তা হলে চলতি অস্ট্রেলিয়া সিরিজেও বাকি দু’টো টেস্টে ওকে দিয়েই ওপেন করানো উচিত। যাতে ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগটা পায়।”
দরকারে সহবাগকে মিডল অর্ডারে খেলানো যায় বলেও মনে করছেন দ্রাবিড়। তবে সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় নতুন বলের সামনে ফেলার আগে সহবাগের বদলি ওপেনারকে ঘরোয়া পরিবেশে খেলিয়ে সড়গড় করিয়ে নেওয়া দরকার। “সহবাগকে মিডল অর্ডারে খেলানোটা যথেষ্ট বাস্তবসম্মত। ভবিষ্যতে তেন্ডুলকরের অনুপস্থিতিতে মিডল অর্ডারে বীরু ভাল অভিজ্ঞতা আনতে পারবে,” বলেছেন দ্রাবিড়। |