উপ্পলে পঞ্চম দিনেও ব্যাট করলেন মাইকেল ক্লার্করা। তবে তা ছিল অনুশীলন মাত্র। যে পিচে ভারতীয় স্পিনারদের হাতে বিধ্বস্ত হতে হয়েছিল তাঁদের, সেই পিচেই চলল অস্ট্রেলীয়দের অনুশীলন। দ্বিতীয় টেস্টে স্পিন সামলাতে গিয়ে হিমশিম খেয়েছিলেন ক্লার্করা। তাই স্বাভাবিক ভাবেই এ দিন তাঁদের অনুশীলনের মেন্যুতে মূল ডিশ ছিল স্পিনারদের খেলা। অধিনায়ক ক্লার্ক সবচেয়ে বেশি সময় কাটালেন অনুশীলনে। মিচেল জনসনের বলে আহত হলেও চালিয়ে গেলেন ব্যাটিং। দলের প্রত্যেকের সঙ্গে কথাও বললেন। “ক্লার্ক সমস্ত ব্যাটসম্যানের সঙ্গে কথা বলল। ও বলল পার্টনারশিপ তৈরি করার কথা। আর যখন মাইকেল কথা বলে, অন্যদের শুনতে হয়। আমাদের লক্ষ্য হল যখন আমাদের তরুণ ক্রিকেটাররা পরে আবার ভারতে খেলতে আসবে, তখন তারা যাতে আরও ভাল প্লেয়ার হয়ে ফিরতে পারে,” বলছেন অস্ট্রেলীয় কোচ মিকি আর্থার। তিনি আরও বললেন, “এটা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মতো। অস্ট্রেলিয়ায় পিচ পরের দিকে স্লো হয়ে যায়। কিন্তু ভারতের পিচে সম্পূর্ণ উল্টোটা হয়। স্লো থেকে শুরু হয়ে চতুর্থ এবং পঞ্চম দিনে সব কিছু তাড়াতাড়ি হতে থাকে। এই ব্যাপারে ক্রিকেটারদের আরও সচেতন করে এটা সামলানোর উপায় বার করতে চাই।” পঞ্চম দিনের টেস্ট উইকেটে প্র্যাক্টিস করার কারণ হিসেবে মিকির ব্যাখ্যা, “ছেলেরা যত সুযোগ পাবে পঞ্চম দিনের ট্র্যাকে প্র্যাক্টিস করার, তত বেশি শিখবে। আমরা চাই ব্যাটসম্যানরা আরও ভাল করে স্পিন খেলুক। ভারত যেমন অস্ট্রেলিয়ায় এলে আমরা তাদের ওয়াকা নিয়ে যাই।” অন্য দিকে ম্যাচ-স্ট্রিপে স্পিনারদের বলে অনুশীলন করলেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। কিন্তু ‘হায়দরাবাদ হরর’ তাঁরা কাটিয়ে উঠতে পারবেন কি না, তা সময়ই বলবে। |
চার দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার আত্মসমর্পণ বেশ হতাশাজনক। এত সহজে যে ভারত দ্বিতীয় টেস্ট জিতে নেবে, ভাবিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে আমার সম্পর্ক তো কম দিনের নয়। সেই অভিজ্ঞতা থেকে ওদের সম্পর্কে আমার অন্য ধারণা ছিল অদম্য লড়াকু মনোভাবের জন্য অস্ট্রেলিয়া বিপজ্জনক দল। তারা যে এই ভাবে দু’ইনিংসেই গুটিয়ে গেল, তাতে অবাক হওয়া ছাড়া উপায় নেই। হায়দরাবাদে টস ছাড়া সব কিছুই ভারতের পক্ষে গেল। টস জেতাটা অবশ্য অস্ট্রেলিয়ার বিন্দুমাত্র কাজে লাগল না। তার জন্য ওদের কতগুলো সিদ্ধান্তই দায়ী। লিয়ঁকে ড্রেসিংরুমে রেখে দেওয়ার কোনও যুক্তি খুঁজে পেলাম না। লিয়ঁ গত দু’বছর অস্ট্রেলিয়ার পিচেই যা ভেল্কি দেখিয়েছে, তার পর ভারতের মাটিতে তো ওর আরওই ভয়ঙ্কর হওয়ার কথা। কিন্তু সেই সুযোগই লিয়ঁকে দেওয়া হল না। ওদের টপ অর্ডার ব্যাটসম্যানদের উইকেটের অবস্থা ও বাউন্স বুঝে নিয়ে সেই অনুযায়ী শট বাছাই করা সচেতনতা দরকার। সেটাও করতে পারল কই? মাইকেল ক্লার্কের চার নম্বরে ব্যাট করতে নামা উচিত। যেখানে ভারতীয় স্পিনের বিরুদ্ধে প্রথম চার ব্যাটসম্যানই মুখ থুবড়ে পড়ছে, সেখানে ক্লার্ক কেন এত চাপ নিয়ে পরের দিকে নামছে, কে জানে। শুনলাম পরের দু’টেস্টে ব্যাটিং অর্ডারে ও উপরে উঠতে চায়। কিন্তু দেরি হয়ে গিয়েছে। ধোনিকে অভিনন্দন সবচেয়ে সফল ভারতীয় টেস্ট অধিনায়কের জায়গাটা অর্জন করার জন্য। তবে সামনে আরও দুটো টেস্ট। এই সাফল্যে যেন ভেসে যেও না।
|
আইপিএল সিক্সের সময় প্রায় একই সঙ্গে জিম্বাবোয়ে সফর পড়ে যাওয়ায় এ বারের আইপিএলে অনিশ্চিত দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ১৩ এপ্রিল থেকে ১২ মে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। আইপিএল সিক্স চলবে ৩ এপ্রিল থেকে ২৬ মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পেলে কলকাতা নাইট রাইডার্স এবং পুণে ওয়ারিয়র্সের হয়ে খেলতে পারবেন না সাকিব ও তামিম। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশের বোর্ড। বোর্ড সূত্রের খবর, ছাড়পত্র পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই সাকিবদের।
|
সারা বিশ্বের চোখ যখন ছিল রিয়াল-ম্যাঞ্চেস্টার ম্যাচে, তখন চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ৩-০ হারাল শাখতার ডোনেস্ক-কে। দু’পর্ব মিলিয়ে জার্মান ক্লাবটি ৫-২ জিতে কোয়ার্টার ফাইনালে গেল। ফিরতি ম্যাচে ডর্টমুন্ডের গোল করেন ফেলিপে সান্তানা, জাকুব ব্লাকিজাউস্কি এবং মারিও গোটজে। |