শিশুকে যৌন হেনস্থা, প্রতিবেশী যুবক ধৃত |
সাড়ে চার বছরের একটি শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগে তার প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে চন্দননগরের কাঁটাপুকুর-মণ্ডলবাগান এলাকার বাসিন্দা সুবীর দাক্ষি নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে লজেন্স ও বেলুন দেওয়া অছিলায় গত ২৮ ফেব্রুয়ারি নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় সুবীর। সেখানেই সে শিশুটির যৌন হেনস্থা করে বলে পুলিশের কাছে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ১ মার্চ শিশুটি তার মায়ের সঙ্গে দমদমে মামারবাড়িতে চলে যায়। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজনকে ঘটনার কথা জানায়। মঙ্গলবার শিশুটিকে নিয়ে তার মা ফিরে আসেন। পাড়ার লোকজন বিষয়টি জানার পরে সুবীরকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। তার পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের কাছে ওই পাড়ার লোকজন দাবি করেছেন, সুবীর তার অপরাধ তাঁদের কাছে কবুল করেছেন। বুধবার সুবীরকে চন্দননগর আদালতের হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
শান্তি-শৃঙ্খলা নিয়ে বৈঠক |
আসন্ন পঞ্চায়েত ভোটে আরামবাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কর্তারা বৈঠকে বসলেন। মঙ্গলবার সকালে প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখেন হুগলির জেলাশাসক মনমিত নন্দ। এ দিনই বিকেলে হুগলি জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরীর নির্দেশে এবং আরামবাগের এসডিপিও-র ব্যবস্থাপনায় জেলার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা-সংক্রান্ত একটি বৈঠক হয়েছে আরামবাগের পৌরসভা প্রেক্ষাগৃহে। ওই বৈঠকে বাঁকুড়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ কর্তারাও ছিলেন।
|
ক’দিন আগেই উল্টোডাঙার ফ্লাইওভার ভেঙে পড়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বহু সেতুই রক্ষণাবেক্ষণের অভাবে যে কোনও ভেঙে পড়তে পারে। |