|
|
|
|
বক্তৃতা বাতিল নিয়ে মোদীর সহমর্মী তারুর |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আবার সেই শশী তারুর। বেফাঁস মন্তব্য আর বিতর্কের জেরে এক বার বিদেশ প্রতিমন্ত্রীর গদি খুইয়েছিলেন। মন্ত্রিত্বের দ্বিতীয় দফাতেও কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন বর্তমান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী। মার্কিন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা বাতিলের
ঘটনায় তিনি পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর। আজ তারুর বলেন, “এক বার আমন্ত্রণ জানানোর পর আমেরিকার বিশ্ববিদ্যালয়ের তা বাতিল করা উচিত ছিল না।”
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলে ভারত-কেন্দ্রিক একটি বার্ষিক অধিবেশনে বক্তৃতা দেওয়ার কথা ছিল মোদীর। কিন্তু অধিকাংশ ছাত্র-অধ্যাপকের আপত্তিতে তা বাতিল করে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এই ঘটনাকে অস্ত্র করে কংগ্রেস ফের গোধরা-প্রসঙ্গ টেনে এনে মোদীকে সাম্প্রদায়িকতা প্রশ্নে আক্রমণ করতে শুরু করেছে। অস্বস্তি কাটাতে মোদীর প্রভাবে শিবসেনা নেতা সুরেশ প্রভু তাঁর হোয়ার্টন সফর বাতিল করে দিয়েছেন। শিল্পপতি গৌতম আদানিও ওই বক্তৃতাসভা স্পনসর করা থেকে পিছিয়ে এসেছেন। মোদী নিজেও বক্তৃতা বাতিলের ধাক্কা কাটাতে মরিয়া। এই অবস্থায় তারুরের অপ্রত্যাশিত সমর্থন পেলেন তিনি।
তারুর বলেন, “এক বার আমন্ত্রণের পর ছাত্রছাত্রীদের তাঁর কথা শোনা উচিত ছিল।” যদিও তারুর এ কথাও বলতে ভোলেননি, “মোদীর সঙ্গে আমার মতের ফারাক রয়েছে। তবে পড়ুয়ারা তাঁর কথা শুনে তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারতেন।” |
|
তারুরের এই মন্তব্যে উজ্জীবিত মোদী শিবির। অবশ্য ক্ষত মোকাবিলায় তড়িঘড়ি বিজেপির উদ্যোগে শিকাগো, নিউ জার্সি-সহ আমেরিকার তিন-চারটি শহরে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে মোদীর একটি বক্তৃতার আয়োজন করে ফেলা হয়েছে। এই বক্তৃতা হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। হোয়ার্টনের প্রতিবাদীরা গুজরাত দাঙ্গার সময়ে মোদীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। অথচ সম্প্রতি ইওরোপীয় ইউনিয়ন মোদীকে বয়কটের অবস্থান থেকে সরে আসার পর আজ জার্মানির রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার গুজরাতে মানবাধিকারের সঙ্গে মোদীর ভাবমূর্তির বিষয়টি যুক্ত না করার পক্ষেই সওয়াল করেছেন। এতেও কিছুটা অক্সিজেন পেয়েছেন মোদী। তবুও বিশেষ গুরুত্ব পাচ্ছে তারুরের মন্তব্য। অথচ হিমাচলে ভোট প্রচারের সময় তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে ‘পঞ্চাশ কোটি টাকার বান্ধবী’ বলে কটাক্ষ করেছিলেন মোদী। তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। শশী-সুনন্দা দু’জনেই মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান। কিন্তু হোয়ার্টন-বিতর্কে তারুরের বক্তব্য একেবারে লুফে নিয়েছে বিজেপি। মোদী-ঘনিষ্ঠ নেতা বলবীর পুঞ্জ বলেন, “শশী তারুরের যুক্তি ঠিক। এক বার আমন্ত্রণ করে তা বাতিল করার কোনও অর্থ নেই। এটি আদৌ শোভনীয় নয়।” |
|
|
|
|
|