বিয়েতে ‘না’ কি সনিয়াকে বার্তা
প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিনয়ী জবাব নয়। রাজনীতির অলিন্দে আর সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে, বিয়ে-শাদি নিয়ে রাহুলের মন্তব্য!
গত কাল রাহুল বলেছিলেন, “আমি যদি বিয়ে করি আর আমার যদি সন্তান হয়, তা হলে দলের মঙ্গলের জন্য আর চিন্তা করতে পারব না। তখন ভাবব যে, আমার সন্তান যেন আমার জায়গাটা পায়। তাই বিয়ে করার কোনও ইচ্ছা আমার নেই।”
এমন কথা শুনে রীতিমতো হতবাক এমনকী বিরোধী শিবিরও। রাহুল-মোদীর সম্ভাব্য দ্বৈরথের প্রসঙ্গ চাপা পড়ে গিয়েছে বিবাহ-সংক্রান্ত এই মন্তব্যের ঠেলায়। অরুণ জেটলি ঘরোয়া আড্ডায় বিস্ময় প্রকাশ করে বলছেন, “বিয়ে তো আমিও করেছি। সন্তানও রয়েছে। তাই বলে কি রাজনীতি করার অধিকার আমার নেই?” দলের সাংবাদিক সম্মেলনেও বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হোসেন বলেন, “দেশের সেবা করার সঙ্গে বিয়ের কী সম্পর্ক? সীমান্তে যে জওয়ানরা দেশকে রক্ষা করেন, তাঁরাও কি বিয়ে করেন না?”
যে সংসদের সেন্ট্রাল হলে গত কাল রাহুল বিয়ে সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন, আজ সেখানে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই বিষয়টাই। বিরোধী দলের এক সাংসদের মন্তব্য, “রাহুল কি তাঁর মা সনিয়ার গাঁধীর উদ্দেশে বার্তা দিলেন? কোন মা চাইবেন, তাঁর ছেলে বিয়ে না করে থাকুক?” এর পাশাপাশি যে জল্পনা নতুন করে ঘনিয়ে উঠেছে, সেটা হল রাহুল যাঁকে বিয়ে করবেন বলে পছন্দ করেছিলেন, সনিয়া সেটি খারিজ করে দিয়েছেন! সে কারণেই হয়তো রাহুল বিয়ে না করার কথা বলছেন। এক সময় কলম্বিয়ার মেয়ে, স্পেনের নাগরিক ভেরোনিক কারতেল্লির সঙ্গে রাহুলের নাম জড়িয়েছিল। দু’জনকে একসঙ্গে দেখাও গিয়েছে বেশ কয়েক বার। আফগান রাজবংশের এক বান্ধবীর কথাও সংবাদমাধ্যমে ছড়িয়েছিল। কিন্তু গাঁধী পরিবারের মুখ থেকে নিশ্চিত করে কিছু শোনা যায়নি। এখন কেউ কেউ ক্লিফ রিচার্ডের ‘ব্যাচেলর বয়’ গানটির কথা মনে করিয়ে দিয়ে বলছেন, “মনে হচ্ছে রাহুল গাঁধীর জন্য এই গানটাই প্রযোজ্য।”
অন্য এক সাংসদের কথায়, রাহুলের কথা থেকে কংগ্রেসের পরিবারতন্ত্রের দিকটাই ফুটে বেরিয়েছে। তাঁর মতে, সন্তান হলে যে পরিবারতন্ত্রই ফুলেফেঁপে উঠবে, সেই আশঙ্কাই প্রকট করেছেন রাহুল। কারণ, “কংগ্রেসে যোগ্য-অযোগ্যর কোনও ভেদাভেদ নেই। গাঁধী পরিবারই শেষ কথা।” রাহুল নিজে যতই বিনয়ী হোন না কেন, দল কিন্তু তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। প্রধানমন্ত্রিত্বের প্রশ্নে গত কাল রাহুলের কৌশলী জবাবের পর আজ কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুলই যোগ্যতম।
বিজেপির এক শীর্ষ নেতা তাই রসিকতার ছলে বলছেন, “কংগ্রেসের সংস্কৃতিতে গাঁধী পরিবারের বাইরে কিছু নেই। আর বিজেপিতেও যদি নরেন্দ্র মোদী দলের মুখ হন, তাহলে পরের লোকসভা নির্বাচনটি দুই অবিবাহিতের লড়াই হবে। সেদিনও বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে মোদী বলেছেন, তিনি অবিবাহিত বলে পারিবারিক সম্পর্কগুলি ভালো বোঝেন না!”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.