|
|
|
|
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ আমিনুলের মা-বাবার |
নিজস্ব সংবাদদাতা |
রাজভবনে গিয়ে বুধবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করলেন মির আমিনুল ইসলামের বাবা ইজহারুল ইসলাম এবং মা শাহনাজ ইজহার। রাজ্যপালের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে আগেই চিঠি দিয়েছিলেন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যপাল এ দিন বিকেল পাঁচটায় দেখা করার সময় দেন।
রাজ্যপালের সঙ্গে ১৫ মিনিট কথা বলার পরে আমিনুলের মা-বাবা জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের বক্তব্য শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এ দিকে রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল আমিনুলের পরিবারকে জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে তদন্তের ব্যাপারে জানতে চাইবেন তিনি। সেই সঙ্গে যাতে ঠিকমতো তদন্ত হয়, সে ব্যাপারটিও তিনি দেখবেন।
দুই নাবালিকাকে এলাকারই বাসিন্দা শাহজাদা ধর্ষণ করেছে এই অভিযোগ জানাতে ওই দুই নাবালিকার পরিবারকে নিয়ে কড়েয়া থানায় গিয়েছিলেন আমিনুল ইসলাম। কিন্তু থানা অভিযোগ না নিয়ে উল্টে আমিনুল এবং ওই দুই নাবালিকার পরিবারকে ভয় দেখায়। এমনকী, আমিনুল এবং তাঁর কয়েক জন বন্ধুর বিরুদ্ধে ডাকাতির অভিযোগও আনে অভিযুক্ত শাহজাদার পরিবার।
এই ঘটনার প্রতিবাদে আমিনুল গত ৩ ডিসেম্বর কড়েয়া থানার সামনে নিজের গায়ে আগুন দেন। তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১ জানুয়ারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
আমিনুল তাঁর সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন, মৃত্যুর পরে তাঁর বন্ধুরা শাহজাদা এবং তার ঘনিষ্ঠ কড়েয়া থানার পুলিশকর্মীদের শাস্তির দাবিতে যেন আওয়াজ তোলেন। এর পরেই আমিনুলের মৃত্যুর জন্য দায়ী দোষীদের শাস্তি চেয়ে আন্দোলনে নামেন তাঁর পরিবার, বন্ধু এবং প্রতিবেশীরা। |
|
|
|
|
|