টুকরো খবর |
গয়না চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা |
দিনেদুপুরে বিগ্রহের গয়না চুরির অভিযোগে এলাকার এক যুবককে গ্রেফতার করল শ্যামপুকুর থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম দীপু দাস।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকাল পৌনে এগারোটা নাগাদ শোভাবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠার ঠাকুর ঘর থেকে বিগ্রহের সোনা ও রূপোর কয়েক ভরি গয়না চুরি যায়। তদন্তে নেমে পুলিশ ওই দিন রাতে দীপুকে গ্রেফতার করে। বেশ কিছু গয়না উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাস্তা থেকে কোনও ভাবে ছাদে উঠে চিলেকোঠার ওই মন্দিরে ঢোকে। এলাকারই একটি ফুটপাথে থাকে ওই যুবক।
|
দু’টি দুর্ঘটনা, মৃত এক পুলিশকর্মী-সহ দু’জন |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। বুধবার, দমদম স্টেশনে। মৃতের নাম বাবুলাল সর্দার (৪২)। তিনি কলকাতা পুলিশের সপ্তম সশস্ত্র ব্যাটেলিয়নে এএসআই ছিলেন। রেল পুলিশ জানায়, বাবুলাল ছুটিতে বহরমপুরে বাড়িতে যাচ্ছিলেন। রেল পুলিশের অনুমান, লাইন পার হতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। এ দিনই রাজারহাট থানার চাঁদপুর-চাঁপাগাছিতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল আহাদ আলি মোল্লা (৫২) নামে এক ঠিকা শ্রমিকের। পুলিশ জানায়, এ দিন সাইকেলে বাড়ি যাওয়ার সময়ে একটি ট্রাক আহাদকে ধাক্কা মারে। প্রতিবাদে পথ অবরোধও হয়।
|
প্রতারণার অভিযোগে গ্রেফতার |
প্রতারণার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা দফতর। ধৃতের নাম প্রমোদ মহাজন। পুলিশ জানায়, গত ডিসেম্বরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে ২৭ লক্ষ ৬০ হাজার টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে একটি চক্রের হদিস পায় পুলিশ। সেই সূত্রেই মূল চক্রী প্রমোদকে ধরা হয়। অভিযোগ, জাল নথির মাধ্যমে একাধিক গাড়ি কেনার জন্য ঋণ নেওয়া হয়। ধৃতকে বুধবার বিধাননগর এসিজেএম আদালত ৭ দিনের পুলিশি হেফাজত দেয়।
|
জাল পাসপোর্ট, গ্রেফতার এক |
জাল পাসপোর্ট-সহ বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ধৃতের নাম মহম্মদ আয়ুব (২৬)। বাড়ি মায়ানমারে। পুলিশ জানায়, এ দিন সকালে আয়ুব যে পাসপোর্ট নিয়ে কলকাতায় নামেন, সেখানে তাঁর ছবি থাকলেও নাম ছিল অজিত সিকদার নামে এক ব্যক্তির। সেখানে ঠিকানা ছিল উত্তর ২৪ পরগনা। আয়ুব জানিয়েছেন, বুধবারেই তাঁর সৌদি আরব যাওয়ার কথা ছিল। এখন তিনি বিমানবন্দর পুলিশের হেফাজতে।
|
বিচারের দাবিতে |
আমরি-কাণ্ডে অভিযুক্তদের সঠিক বিচারের দাবিতে বুধবার দুপুরে আলিপুর আদালতে জমায়েত হলেন মৃতদের নিকটাত্মীয়েরা। অভিযুক্তেরা যাতে বিচার-প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে না পারে, তার দিকে নজর রাখতে সরকারি আইনজীবীদের কাছে এ দিন আর্জিও জানানো হয়। দরকারে তাঁরাও সাক্ষ্য দিতে প্রস্তুত, এমনটাও জানিয়ে দিয়েছেন আমরি-কাণ্ডে মৃতদের পরিজনেরা। |
|