|
|
|
|
|
|
|
• স্পট এক্সচেঞ্জে লগ্নিতে আগ্রহী। বর্ধমানে কোথায় যোগাযোগ করব? ন্যাশনাল স্পট এক্সচেঞ্জের ঠিকানা ও ফোন নম্বর কী? ই-সিরিজের মাধ্যমে কি শুধুমাত্র সাতটি পণ্যই লেনদেন হয়?
সুমন সরকার, বর্ধমান
দুর্গাপুরে ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এনএসইএল)-এর বহু সাব-ব্রোকার আছেন। সিটি সেন্টারে রয়েছে ভিসিকে, এসএমসি, রেলিগেয়ার ইত্যাদি। এনএসইএল-এর প্রতিনিধির ফোন নম্বর: ৯০৫১৪৯৮৮১৩।
হ্যাঁ, বর্তমানে স্পট এক্সচেঞ্জের ই-সিরিজের মাধ্যমে শুধুমাত্র ৭টি পণ্যই লেনদেন করা হয়।
• নিউটাউন, অ্যাকশন এরিয়া ১-এ সরকারের কাছ থেকে প্লট পেয়েছি। যেটি স্বামী ও পুত্রের নামে রেজিস্ট্রি করা। এখনও বাড়ি তৈরি করা হয়নি। আমার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ছেলে দক্ষিণ ভারতে থাকে। আমি চাই আমার নামটিও সংযোজন করতে। কী ভাবে তা করা যাবে?
সাধনা মিত্র, পূর্বাচল
সাধারণ ভাবে সরাসরি ওই জমির দলিলে আপনার নাম সংযোজন করা সম্ভব নয়। তবে আপনার স্বামী বা পুত্র তাঁদের নামাঙ্কিত প্লট থেকে আপনাকে খানিকটা অংশ দান করলে আপনি ওই অংশের মালিক হবেন। ফলে তখন ওই জমিতে আপনার নামও সংযোজিত হবে।
|
(আইনি পরামর্শ
জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়) |
|
|
|
|
|