টুকরো খবর
বাজেটে প্রস্তাব মেয়েদের ব্যাঙ্ক
২০১৩-’১৪ সালের বাজেটে এমনিতে তেমন পিলে চমকানো ঘোষণা নেই। শুধু একটি ক্ষেত্রেই অনেককে অবাক করে দিয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। ঘোষণা করেছেন, এ বার শুধুমাত্র মহিলাদের জন্যই পুরোদস্তুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খুলতে চায় দ্বিতীয় ইউপিএ সরকার।
এখন দেশের অনেক সরকারি-বেসরকারি ব্যাঙ্কেরই সর্বোচ্চ পদে আসীন রয়েছেন মহিলারা। কিন্তু শুধু মহিলাদের জন্য ব্যাঙ্ক? এই প্রস্তাব একেবারে নতুন। অর্থমন্ত্রী মনে করেন, মেয়েদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা এখনও পর্যাপ্ত নয়। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ।
অর্থমন্ত্রীর আশা, আগামী অক্টোবরের মধ্যেই এর জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে। চলতি বছরের মধ্যেই চালু হয়ে যাবে এই ব্যাঙ্ক। এ জন্য প্রাথমিক ভাবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি।



মেয়েদের জন্য প্রকল্প
এলাহাবাদ ব্যাঙ্কের মহিলা সঞ্চয় অ্যাকাউন্ট
মহিলাদের ব্যাঙ্ক সঞ্চয়ে উৎসাহিত করতে শুধুমাত্র তাঁদের জন্যই বিশেষ সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে এলাহাবাদ ব্যাঙ্ক। মাত্র এক টাকা দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা যাবে এবং ন্যূনতম ওই টাকা জমা রেখেই সেটি চালু রাখা যাবে।
পড়াশোনা সংক্রান্ত কাজে এটি থেকে ১,০০০ টাকার পর্যন্ত ড্রাফ্ট বা ব্যাঙ্কার্স চেক কাটলে, তার জন্য চার্জ লাগবে না। ন্যূনতম জমা ৫০০ টাকা হলেই চেক বই, এটিএম কার্ড পাওয়া যাবে।

জনশ্রী বিমা যোজনা
ভারতীয় জীবন বিমা নিগমের সঙ্গে যৌথ উদ্যোগে স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের জন্য ‘জনশ্রী বিমা যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেছে ইউনাইটেড ব্যাঙ্ক। স্বনির্ভর গোষ্ঠীভুক্ত ১৮ থেকে ৫৯ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে যোগ দিতে পারবেন। প্রিমিয়াম বছরে ২০০ টাকা। যার মধ্যে ১০০ টাকা বিমাকারীকে দিতে হবে আর বাকি ১০০ টাকা আসবে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা তহবিল থেকে। মৃত্যু ছাড়াও, দুর্ঘটনাজনিত কারণে শারীরিক ভাবে অক্ষম হলে আর্থিক সুরক্ষা মিলবে। এ ছাড়াও, বিমাকারীর দুই সন্তান যদি নবম থেকে দ্বাদশ শ্রেণির ভিতর পড়াশোনা করে, তা হলে দু’জনেই ‘শিক্ষা সহায়ক যোজনা’র আওতায় বছরে ১২০০ টাকার বৃত্তি পাবে।

মহিলা উদ্যমী যোজনা
শুধুমাত্র মহিলা উদ্যোগপতিদের ঋণ দিতে ইতিমধ্যেই প্রকল্প চালু করেছে ইউনাইটেড ব্যাঙ্ক। তাঁত শিল্প, কুটির শিল্প, কাঠের কাজ ছাড়াও, নানা হস্তশিল্পের সঙ্গে যুক্ত মহিলারা আবেদন করতে পারবেন। নতুন কারখানা তৈরি, তার যন্ত্রপাতি কেনা, বিউটি পার্লার, পোশাক তৈরির ব্যবসা চালানো ইত্যাদির জন্য ঋণ দেওয়া হয়। গাড়ি সারাই কেন্দ্র, সাইবার কাফে, ফোটোকপির দোকান ইত্যাদি চালু করতে চাইলেও আবেদন করা যায়।
সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণের পুরোটাই দেবে ব্যাঙ্ক। আর ২৫ হাজার থেকে ৫ লক্ষ টাকার ঋণে মোট চাহিদার ৯০% এবং তার বেশি ঋণের ক্ষেত্রে ৮৫% পর্যন্ত দেওয়া হবে। সরকারি ‘রুরাল সেল্ফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ ও অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া মহিলারা অগ্রাধিকার পাবেন।
সব ঋণই কেন্দ্র ও সিডবি-র ছোট ও মাঝারি শিল্পের ঋণ গ্যারান্টি প্রকল্পে নথিভুক্ত হবে। এই বিশেষ প্রকল্পে ২ লক্ষ টাকার কম ঋণে দিতে হবে না প্রসেসিং ফি-ও। তার বেশি হলে সাধারণ চার্জের অর্ধেক ফি দিতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.