ডাচেসের মুখ ফস্কে বেরিয়ে আসা একটি ‘ড’! তাই নিয়েই আলোড়ন গোটা ব্রিটেনে!
এত দিনের জল্পনা-কল্পনার উত্তর কি তবে মিলল? ‘ড’ মানে ‘ডটার’ ছাড়া আর কী? ব্রিটিশ সংবাদমাধ্যম অন্তত ধরেই নিয়েছে, উইলিয়াম-কেটের ঘরে রাজকন্যাই আসতে চলেছে। ‘দ্য ডেলি মিরর’ তো বলেই দিয়েছে, ‘ইটস আ গার্ল’। ‘দ্য টাইমস’-এর প্রথম পাতাতেও প্রশ্ন, “তবে কি এত দিনের খেলা সাঙ্গ করে দিলেন কেট মিডলটন? অবসান সব গোপনীয়তার?”
এ দিন গ্রিমস্বিতে ডাচেস কেটকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন প্রায় দু’হাজার মানুষ। তাঁদের মধ্যেই ডায়ানা বার্টন নামে এক মহিলা একটি খেলনা টেডি উপহার দেন কেটকে। তাঁকে ধন্যবাদ জানিয়ে ডাচেস অফ কেমব্রিজ বলে ওঠেন, “আই উইল টেক ইট ফর মাই ড...।” তার পরেই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে কথাটা গিলে ফেলেন তিনি। |
গ্রিমস্বিতে শিশুদের সঙ্গে কেট মিডলটন। ছবি: এপি |
যাঁকে বলেছেন কথাটা, সেই ডায়ানা অবশ্য ডাচেসের সঙ্গে কথোপকথনের উত্তেজনায় প্রায় খেয়ালই করেননি আলোড়ন ছড়ানো সেই ‘ড’। কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকা স্থানীয় দোকানের কর্মী সান্দ্রা কুক শুনতে পেয়েছিলেন সেটা। পরে বিভিন্ন সংবাদমাধ্যমকে সান্দ্রা জোরের সঙ্গে জানিয়েছেন, তাঁর শুনতে কোনও ভুল হয়নি। ব্রিটেনের রাজবধূ ‘ড’-ই উচ্চারণ করেছেন।
কিছু দিন ধরেই প্রিন্স উইলিয়াম এবং কেটের অনাগত সন্তানকে নিয়ে গোটা দেশের জল্পনা ছিল তুঙ্গে। তবে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কেট খুব সচেতন ভাবে গোপন রেখেছিলেন সব কথাই। বুধবার তাঁর মুখ ফস্কে বেরিয়ে আসা একটা ‘ড’-ই নতুন করে আলোড়ন ছড়াল। পরে সাংবাদিকেরা যখন এ নিয়ে প্রশ্ন করলেন, তখন অবশ্য পুরোপুরি বিষয়টি অস্বীকারই করলেন কেট। বললেন, “এখনও আমরা এই ব্যাপারে কিছুই জানি না ছেলে আসছে, না মেয়ে।”
কেট স্বীকার না করলে কী হবে? ব্রিটেনের জনতা এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ পরিবারের নতুন সদস্যের। অনেকেই মনে করছেন, প্রয়াত যুবরানি ডায়ানার সৌন্দর্যই বুঝি এ বার ফুটে উঠবে তাঁর নাতনির চেহারায়। ঠাকুর্দা প্রিন্স চালর্স এবং বাবা প্রিন্স উইলিয়ামের পরেই ব্রিটেনের রাজ-সিংহাসনের উপরে অধিকারও থাকবে তারই। |