মার্কিন বিমানের যাত্রীরা এ বার থেকে ছোট ভাঁজ করা ছুরি এবং হকিস্টিক বা বেসবল খেলার ব্যাটের মতো সরঞ্জাম বহন করতে পারবেন। তবে সেই ছুরির ফলা ছয় সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না। ২৫ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। ৯/১১-র হামলার পর থেকে নিরাপত্তার কারণে ধারালো বস্তু বা খেলাধুলোর শক্ত সরঞ্জাম বহন করা নিষিদ্ধ করেছিল মার্কিন সরকারের পরিবহণ সুরক্ষা বিভাগ। এত দিনে শিথিল হল সেই নিষেধাজ্ঞা। তবে দাড়ি কাটার রেজর এবং বক্স কাটারের উপর নিষেধাজ্ঞা এখনও বহাল।
|
পারভেজ মুশারফের উপর হামলায় অভিযুক্ত দু’জনের মৃত্যুদণ্ড খারিজ করল পাকিস্তানের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির নেতৃত্বে তিন বিচারপতির এক বেঞ্চে ওই দু’জন অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। তবে তারা জেলে থাকবে। |