খাস জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের জন্য নির্বাচিত খাস জমিতে অবৈধ নির্মাণ চলছে বলে অভিযোগ তুলল গোয়াই পঞ্চায়েত। কাটোয়া ১ ব্লকের ওই পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সুধীরকুমার চট্টোপাধ্যায় বুধবার কাটোয়ার মহকুমাশাসকের কাছে লিখিত ভাবে এই অভিযোগ করেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গোয়াই পঞ্চায়েতের সুড্ডো গ্রামে ২৭ একর খাস জমি রয়েছে। সেখানে ২০৫টি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে। আরও ৪০টি পরিবারকে পাট্টা দেওয়া হবে। ওই দমিতে আইটিআই তৈরির সম্ভাবনাও রয়েছে। পঞ্চায়েত প্রধান অভিযোগ করেন, “এ রকম অবস্থায় এক জন ব্যক্তিও খাস জমি দখল করে নিলে প্রচুর সমস্যা হবে।” মহকুমাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন মহকুমাশাসক অফিসে না থাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেশকুমার রানো কাটোয়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। |
গয়না কিনে দিয়ে সাহায্য পুলিশের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তিনকোনিয়া বাসস্ট্যন্ডে বসে মহিলাকে কাঁদতে দেখে খোঁজ নিয়েছিল পুলিশ। জানা যায়, মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে বেরিয়ে চুরি হয়ে গিয়েছে তাঁর টাকার ব্যাগ। তাই কান্নায় ভেঙে পড়েছেন কালীগ্রামের দিপালী ঘোষ। গত ৪ মার্চের এই ঘটনা জানতে পেরে পুলিশ খোঁজ নিয়ে জানে, দিপালীদেবীর মেয়ের বিয়ে ৭ মার্চ। ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই নাগরিক কমিটি ও বর্ধমান থানার পুলিশ সিদ্ধান্ত নেয়, গয়না কেনার ব্যাপারে সাহায্য করা হবে ওই মহিলাকে। খোয়া যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব না হলেও বর্ধমান থানা ও নাগরিক কমিটি বৈঠক করে ওই মহিলাকে ৬০ হাজার টাকা সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদা তুলে সেই টাকা জোগাড়ও হয়। গয়না কিনে তা পুলিশের হেফাজতে রেখে বাড়ি গিয়েছেন দিপালীদেবী। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “বৃহস্পতিবার সকালে বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় গয়না ও শড়ি-মিষ্টি নিয়ে ওই মহিলার বাড়ি যাবেন।” দিপালীদেবী বলছেন, “গয়না না পেলে মেয়ের বিয়ে আটকে যেত। আমি কৃতজ্ঞ।” |