টুকরো খবর |
জলাধার থেকে ঝাঁপ, উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ওভারহেড জলাধারে উঠে এক যুবক নিচে ঝাঁপ দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। সীমানা পাঁচিল বা সেগুলির নিরাপত্তা ব্যবস্থা না-থাকাতে জলাধারে সহজেই ওই যুবক উঠে গিয়েছে। সে কারণেই জলাধারগুলির নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে চান তাঁরা। জল সরবরাহ বিভাগের দায়িত্বে রয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। তিনি বলেন, “যে কর্মীরা জলাধারগুলিতে পাম্প মেশিন চালানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের দিয়েই ওই কাজ করানোর কথা ভাবা হয়েছে। ২৪ ঘন্টাই যাতে জলাধারগুলিতে পাহারা বা নিরাপত্তাকর্মী থাকেন তার ব্যবস্থা করা দরকার। না হলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” পুরসভা সূত্রেই জানা গিয়েছে, জন স্বাস্থ্য এবং কারিগরি দফতরের উদ্যোগে ঠিকাচুক্তিতে পাম্প চালকেরা কাজ করেন। স্থায়ী করণ-সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা অনেক সময় আন্দোলন করলে বিষটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় পুর কর্তৃপক্ষের কাছে। কেন না পানীয় জলের পরিষেবা এক বেলা বন্ধ হয়ে পড়লেই দুর্ভোগে পড়তে হবে বাসিন্দাদের। সে কারণে পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সে জন্য পুরসভার নিজস্ব কর্মীদের প্রতিটি জলাধারে ‘পাম্প অপারেটর’-দের সঙ্গে কাজ করতে বলা হয়েছে। আপদকালীন পরিস্থিতিতে সেনা জওয়ানদের সাহায্য যাতে পাওয়া যায় সে জন্য পাম্প চালানোর বিষয়ে তাদের নিয়ে একটি কর্মশালা করার প্রস্তাবও পুরসভার তরফে পাঠানো হয়েছে। পানীয় জল সরবরাহের পরিষেবা কর কাদের বকেয়া রয়েছে, কারা সংযোগ পেতে আবেদন করেছেন বিস্তারিত তথ্য পরিসংখ্যান রাখতে কম্পিউটার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে উদ্যোগী শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে আজ, মঙ্গলবার পুরসভার ১ এবং ৩ নম্বর বরোতে ওই ব্যবস্থা চালু হতে চলেছে।
|
স্বামীর মামলা, পাল্টা নালিশ বধূর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির বাঘা যতীন কলোনীর বাসিন্দা অনিমা সাহার বিরুদ্ধে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই কারণেই তিনি স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন বলে সন্দেহ মহিলা কমিশনের সদস্যার। রাজ্য মহিলা কমিশনের সদস্য তথা তৃণমূল নেত্রী জ্যোৎস্না অগ্রবাল-এর অভিযোগ, নিজেদের ‘কুর্কীতি’ ঢাকার জন্য তাঁরা পাল্টা এফআইআর করেন। এ ছাড়া তাদের আরও একটা উদ্দেশ্য রয়েছে বলে জ্যোৎস্না দেবীর অভিযোগ। তা হল, শাশুড়ি মুকুলরানী সাহার নামে থাকা বাড়িটি আত্মসাৎ করা। যদিও শ্যালিকার হয়ে কথা বলেছিলেন জামাইবাবু নরেন ঘোষ। মাত্র একদিন আগেই অনিমা সাহা ও তার বাপের বাড়ির সমস্ত লোকজন দাবি করেছিল অণিমার উপর বিয়ের পর থেকেই অত্যাচার করত তার স্বামী চিরঞ্জয় সাহা ও শাশুড়ি মুকুলরানী সাহা। তাকে সমর্থন করে পাড়ার লোকজনও। এদিন পাল্টা অভিযোগ তোলেন জ্যোৎস্নাদেবী। তাঁর অভিযোগ, অনিমার সঙ্গে ভক্তিনগরের ফাঁপড়ি এলাকার এক যুবক লিটন সরকারের সম্পর্ক রয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অনিমা ও তার পরিবারের লোকজন।
|
ভাইকে খুন
নিজস্ব সংবাদাতা • শামুকতলা |
ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসার জেরে ভাইকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করবার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। সোমবার সকালে ডুয়ার্সের শামুকতলার দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বিজয় কেরকাট্টা (৩০)। অভিযুক্তের নাম সঞ্জয় কেরকাট্টা। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ভাইকে খুন করার অভিযোগে সঞ্জয় কেরকাট্টা নামে এক যুবককে খোঁজা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দুই ভাই গ্রামের ছয় যুবক কেরলে কাজ করবার জন্য রওনা হয়। নিউ আলিপুরদুয়ার থেকে তাঁরা ট্রেন ধরেন। ট্রেনে ওঠার আগে সঞ্জয় প্রচন্ড নেশা করায় বিজয় কাউকে না জানিয়ে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে আসেন। এনজেপি স্টেশনে গিয়ে সঞ্জয় ও অন্য সঙ্গীরা দেখতে পায় বিজয় নেই। তাঁরা ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে বাড়ি ফিরে আসেন। বাড়িতে দুই ভাইয়ের গোলমাল শুরু হয়। সেই সময় সঞ্জয় লোহার রড দিয়ে বিজয়ের মাথায় আঘাত করে বলে অভিযোগ। এমন কী, বাড়ির লোকজনকে বিজয়কে হাসপাতালে নিয়ে যেতে সঞ্জয় বাধা দিয়েছে বলেও অভিযোগ। প্রতিবেশীরা এলে সঞ্জয় পালিয়ে যায়। |
ফের ধৃত এক জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের এক কেএলও জঙ্গিকে ধরল পুলিশ। রবিবার রাতে খড়িবাড়ি থানার প্রসাদুজোত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সুন্দরলাল সিংহ। তাঁর বাড়ি প্রসাদুজোত এলাকা থেকে। সুন্দরলাল চতুর্থ ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত। ২০০৩ সালে ভুটানে ‘অপারেশন ফ্ল্যাশ আউট’-এর সময় সুন্দরকে গ্রেফতার করা হয়। ছয় বছর জেল খাটার পর ২০০৯ জেল থেকে ছাড়া পায়। এর পরে কাজের জন্য বেশ কিছুদিন নেপালে ছিল। পুলিশের দাবি, ফের সুন্দর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে সম্প্রতি শিলিগুড়ি মহকুমা থেকে ৫ জন কেএলও জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ।
|
অটো চালুর দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফুলেশ্বরী মোড় থেকে বিধান মার্কেট লাগোয়া এলাকা-সহ বিভিন্ন রুটে যাতায়াতের সুবিধার জন্য অটো চালুর দাবি জানাল ডিওয়াইএফ। সোমবার ওই দাবিতে তারা শিলিগুড়ি পুরসভার মেয়রকে স্মারকলিপি দেন। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “সমস্যার বিষয়টি পরিবহণ আধিকারিককে জানানো হবে।” ডিওয়াইএফের অভিযোগ, ফুলেশ্বরী মোড় থেকে বিভিন্ন এলাকায় অটো চলাচলের কথা। কিন্তু ‘রুট’ থাকলেও সেখান থেকে অটো চালানো হয় না। তাতে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। পাশাপাশি ফুলেশ্বরী নদী সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
|
জলাধার থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জলাধার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এনজেপি ফাঁড়ির শক্তিগড় এলাকায়। ওই যুবকের নাম সাগর মণ্ডল (৩০)। তাঁর বাড়ি অশোকনগরে। তিনি একটি ছোট গাড়ির চালক ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই দিন গাড়ি চালিয়ে শক্তিগড়ে মালিকের বাড়িতে ফেরেন। এর পরেই জলাধারের উপরে ওঠেন তিনি। সেখান থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের দাবি। এর পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করেছে পুলিশ। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, “জলাধারের চারপাশ ঘেরানো থাকলে যুবক সেখানে উঠতে পারতেন না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে ওই জলাধারের চারপাশ ঘেরাও করার আর্জি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন।”
|
দুই দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বাড়ির তালা ভেঙে ঘরে লুঠপাট চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। সোমবার বিকালে কামাখ্যাগুড়ি শিববাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জয়কিশোর দাস ও জামাল মিঁয়া। দুই জনের বাড়িই কোচবিহারের ভেটাগুড়িতে। শিববাড়ি এলাকার একটি ফাঁকা বাড়ির তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। বাসিন্দারা টের পেয়ে পুলিশে খরর দিলে কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি সনাতন সিংহ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে ধরে ফেলেন।
|
স্মারকলিপি |
স্কুল পড়ুয়াদের অনেকের বই না-পাওয়া, মিড ডে মিল চালু না-হওয়ার মতো বিভিন্ন সমস্যায় অভিযোগ তুলে স্মারকলিপি দিল বস্তি উন্নয়ন সমিতি। সোমবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষকে তাঁরা স্মারকলিপি দেন। কমিটির জেলা সম্পাদক আলি আকবর শেখের অভিযোগ, ভর্তিতে মোটা টাকা ‘ডোনেশন’ নেওয়া হচ্ছে। |
দেহ উদ্ধার |
এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কুমারগ্রামের খট্টিমারি বনবস্তি এলাকায় রবিবার দেহটি পাওয়া যায়। মৃতের নাম জয়সিং মোচারি (৫৭)। |
|