• ‘নিক্কন বাঁকুড়া শিল্পী সংসদ’-র উদ্যোগে রবীন্দ্র ভবনে সম্প্রতি একটি নাচের অনুষ্ঠান হয়ে গেল। ৬০ জন শিল্পী নৃত্য পরিবেশন করেন।
•
আগামী সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে সম্প্রতি দু’দিনের একটি গান, নাচ ও নাটকের প্রতিযোগিতা হয়ে গেল। প্রায় ৬০০ জন এই প্রতিযোগিতায় যোগ দেন।
|
পুরুলিয়ার রাঁচি রোডে ছৌনাচ। |
•
রবিবার বিকেলে পুরুলিয়া শহরের রাঁচি রোডে একটি সংস্থার উদ্যোগে হয়ে গেল শিল্পী ধনঞ্জয় মাহাতো সম্প্রদায়ের ছৌনৃত্য।
•
সলিল চৌধুরী স্মরণে অনুষ্ঠান হয়ে গেল আদ্রা নর্থ ইনস্টিটিউট হলে। এই সঙ্গীত সন্ধ্যার আয়োজক ছিল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখা। সংস্থার সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গানে, কথায় শিল্পীকে শ্রদ্ধা জানান সংস্থার শিল্পীরা। তাঁর সংগীতের নানা দিক নিয়ে আলোচনাও হয়েছে।
|
বাঁকুড়ার রবীন্দ্রভবনে মঞ্চস্থ হয়েছে ‘বধ’ নাটক। |
ছবি: অভিজিৎ সিংহ ও সুজিত মাহাতো। |