টুকরো খবর |
বীজ গ্রাম তৈরির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ফসলের উৎপাদন বাড়াতে আদর্শ বীজ গ্রাম তৈরির উদ্যোগ নিয়েছে জেলা কৃষি দফতর। বৃহস্পতিবার শান্তিপুরে বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কের নৃসিংহপুর শাখা ও কৃষি দফতরের যৌথ উদ্যোগে স্থানীয় হবিবপুর পঞ্চায়েতে এ ধরনের বীজ গ্রাম তৈরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৫০ জন কৃষককে নিয়ে এই বীজ গ্রাম তৈরি হচ্ছে। চাহিদা অনুযায়ী চাষিরা উন্নত প্রজাতির বীজ তৈরি করবেন। জেলার উপ কৃষি অধিকর্তা হরেন কুমার ঘোষ বলেন, “আমরা চাই চাষিরা নিজ হাতে উন্নত মানের বীজ তৈরি করুন। তাঁদের প্রযুক্তিগত সাহায্য করা হবে।” নাবার্ডের অতিরিক্ত জেলারেল ম্যানেজার চঞ্চল মিশ্র বলেন, “আর্থিক সহায়তার করার বিষয়টিও ভাবা হচ্ছে।”
|
মারধরের নালিশ বনকর্মীদের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বেথুয়াডহরি অভয়ারণ্যে বেড়াতে আসা একটি পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল বনকর্মীদের বিরুদ্ধে। বনকর্মীদের পাল্টা অভিযোগ, ঘুরতে আসা ওই দলটি তাঁদের উপর চড়াও হয়েছে। উভয়পক্ষই স্থানীয় নাকাশিপাড়া থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, রবিবার দুপুরে ধুবুলিয়ার প্রদীপ ভৌমিক সপরিবারে ফরেস্টে বেড়াতে আসেন। ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকলেও তাঁদের টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে প্রতিবাদ করতেই বনকর্মীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ। বন দফতরের কৃষ্ণনগর রেঞ্জ অফিসার অমলেন্দু রায় বলেন, “ঘটনার তদন্ত চলছে।” যদিও বনকর্মীদের দাবি, বিনা প্ররোচনায় তাঁদের পেটানো হয়েছে।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে কল্যাণীর-এ ব্লকের ১০ নম্বর এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
বাইকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল জরিনা বিবি (৭০) নামে এক প্রৌঢ়ার। বাড়ি রঘুনাথগঞ্জের তেঘরি এলাকায়। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই মহিলা পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তেঘরি বাজার এলাকায় এক মোটর বাইকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
|
গাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
নিয়ন্ত্রণ হারিয়ে পাট বোঝাই একটি লরি রাস্তার ধারের ট্রান্সফর্মারে ধাক্কা মারে। গাড়িটিতে আগুন ধরে যায়। সোমবার রাতে চাকদহের শিমুরালি চৌমাথা এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
|
মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ইটভাটা শ্রমিকের। নাম সুবীর দাস (৪২)। বাড়ি রঘুনাথগঞ্জের দফরপুর গ্রামে। পুলিশ জানায়, পাশের চরকা গ্রামের এক ইটভাটাতে কাজ করার সময় সোমবার সকালে মাটি ধসে পড়লে মৃত্যু হয় ওই শ্রমিকের।
|
ধৃত বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে। রবিবার বিকেলে শান্তিপুরের কাঁশারিপাড়া এলাকা থেকে পুলিশ বিকাশ বৈরাগ্য নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত বাংলাদেশের রাজোর থানার সিন্ধিয়া গ্রামের বাসিন্দা।
|
জাল নোট সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
জাল নোট সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আহাকাম শেখের বাড়ি হরিহরপাড়া বাজার এলাকায়। সোমবার পুলিশ বাজারে তাঁর মুদির দোকানে হানা দিলে বেশ কিছু জাল নোট মেলে।
|
মৃত লছিমন চালক
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
লরি ও লছিমনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে লছিমন চালকের। মৃতের নাম খুদু শেখ (২০)। রবিবার বিকেলে কালীগঞ্জের মাটিয়ারী এলাকার ঘটনা। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।
|
ঘরে আগুন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
ভস্মীভূত হয়ে গেল ১৩টি বাড়ি। শনিবার রাতে নওদার ঝাউবোনা এলাকায় ওই আগুন লাগে। রান্নাঘর থেকে আগুন ধরে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
উরসে সাহায্য চাইলেন ত্বহা, আশ্বাস মুখ্যমন্ত্রীর |
ধর্মতলায় সভা করে রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পিরজাদা ত্বহা সিদ্দিকী। সেই ত্বহাই ফুরফুরা শরিফের উরস সভায় সব রকম সরকারি সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন। আজ, মঙ্গলবার থেকে তিন দিন সভা চলবে। তহ্বা সোমবার জানান, ১১৯ বছর ধরে এই সভা হচ্ছে। প্রতি বারেই ২০-২৫ লক্ষ মানুষ যোগ দেন। তাঁদের খুব কষ্ট করে আসতে হয়। এ দিন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ত্বহা। ধর্মতলার সভার পরে মমতার সঙ্গে ত্বহার এ দিনের বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। ত্বহার কথায়, “ধর্মতলায় সে-দিন কী বলেছিলাম, তা নিয়ে কিছু বলতে আসিনি। আমি নীতি-আদর্শ নিয়ে চলি। সত্যি কথা আমাকে বলতেই হবে। তাই আপাতত এই বিষয়ে কিছু বলব না। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আমি খুশি।” তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য শুনে তখনই মন্ত্রী ফিরহাদ হাকিম, রচপাল সিংহ ও পার্থ চট্টোপাধ্যায়কে উরস সভায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সভায় আলো, জলেরও ব্যবস্থা করতে বলেছেন তিনি। যাতে পরিবহণের কোনও সমস্যা না-হয়, সেই জন্য ধর্মতলা ও বারাসত থেকে বিশেষ বাস চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। |
|