সাঁতার থেকে সাময়িক বিরতি নিয়ে এ বার সাইক্লিংয়ের বিশ্ব মঞ্চে প্রতিবন্ধী সাঁতারু প্রশান্ত কর্মকার। সাইক্লিংয়েও চ্যাম্পিয়নের মতো ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। মঙ্গলবার থেকে দিল্লিতে এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। মোট আটশো প্রতিযোগী ছাড়াও প্রতিবন্ধীদের হয়ে ভারত-সহ চারটি দেশ অংশগ্রহণ করছে। ভারতীয় দলে রয়েছেন দু’টি এশিয়ান গেমস ও দিল্লির কমনওয়েলথ পদক জয়ী প্রশান্ত। অল্পের জন্য লন্ডন অলিম্পিকে যেতে পারেননি। তবে রিও সাইক্লিংয়ে ভাল পারফর্ম করে ভুল শোধরাতে চান তিনি। এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপে পদক জেতার সম্ভাবনা প্রবল প্রশান্তর। “২০১৪ পর্যন্ত সাঁতার চালিয়ে যাব। কিন্তু চোখ থাকছে রিও অলিম্পিকে পদকের উপর,” বলছেন প্রশান্ত।
|
আইপিএল সিক্সে কলকাতা নাইট রাইডার্সের বোলিং মেন্টর করা হল ব্রেট লি-কে। কেকেআরের বোলিং পরামর্শদাতা ওয়াসিম আক্রম আসন্ন আইপিএলে দায়িত্ব নিতে না চাওয়ায় তাঁর জায়গায় প্লেয়ার কাম মেন্টর হলেন লি। “আমরা খুব ভাগ্যবান যে ব্রেটের মতো বোলিং মেন্টর পেতে চলেছি,” বলেছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। লি বলছেন, “কেকেআরে গত তিন বছরের অভিজ্ঞতা খুব ভাল। এ বার দায়িত্ব বাড়ায় গর্ব বোধ করছি।”
|
দেওধরে লক্ষ্মী নেই, ঋদ্ধি আছেন |
পেশিতে টানের জন্য অন্তত ছয় থেকে আট দিন বিশ্রাম নিতে হবে বলে দেওধর ট্রফি থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীরতন শুক্ল। এ দিনই পূর্বাঞ্চলীয় নির্বাচকদের ইমেলে সে কথা জানিয়ে দেন। “বিজয় হাজারে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে পেশিতে টান নিয়েই খেলেছিলাম। এখন কয়েক দিন বিশ্রাম না নিলে সইদ মুস্তাক আলি খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে,” বলছেন লক্ষ্মী। দেওধরে পূর্বাঞ্চল অধিনায়ক হলেন ঋদ্ধিমান সাহা। স্কোয়াডে আছেন সামি আহমেদ ও ইরেশ সাক্সেনাও।
|
ক্রিকেটে পাঁচ বছর পর ভারত-পাক সিরিজ গত ডিসেম্বরে হওয়ার পর এ বার হকিতে ভারত-পাক সিরিজ শুরু হতে চলেছে। সাত বছর পর। সেটাও ক্রিকেটের মতোই ভারতের মাটিতে। ৫-১৫ এপ্রিলের মধ্যে রাঁচি, লখনউ, দিল্লি, মোহালি ও জলন্ধরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাঁচটি হকি ম্যাচ খেলবে। ভারতীয় হকি দল পাক সফরে যাবে ২৩ এপ্রিল। এবং লাহৌর, ফয়জলাবাদ, করাচি, শিয়ালকোট ও পেশোয়ারে পাঁচটি ম্যাচ খেলবে।
|
কোকা কোলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট কাপ শুরু ১১ মার্চ। ভারতের মোট ১০টি রাজ্যের প্রায় এগারো হাজার ক্রিকেটার অংশ নেবে আন্তঃস্কুল টুর্নামেন্টে। যাদের বয়স ১২-১৬ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাংলার চ্যাম্পিয়ন দল পরের পর্বে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে। চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা। রানার আপ টিম পাবে সত্তর হাজার টাকা। |