খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন বালক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রিষড়ার মৈত্রীপথে একটি রেশনের গুদামের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ বছর বারোর আহিয়া খান ও এক্রাম হোসেন এবং বছর দশেকের মহম্মদ আজাদ রাস্তার ধারে বালির উপরে খেলা করছিল। প্রত্যেকেই রিষড়া অঞ্জুমান স্কুলের ছাত্র। রাস্তার পাশে পড়ে থাকা একটি শিশি দেখে একজন বালক সেটি নাড়াচাড়া করার সময়ে সশব্দে শিশি ফেটে যায়। আহত হয় তিনজনই। তাঁদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |
আঘাত গুরুতর হওয়ায় আহিয়া খানকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানান, বোমার আঘাতে আহিয়ার হাতে পায়ে আঘাত লেগেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ডান হাত। এসডিপিও শ্রীরামপুর রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “কে বা কারা বোমা রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই জায়গায় দুষ্কৃতীদের যাতায়াত রয়েছে। জুয়ার ঠেকও চলে। তারাই ওই বোমা রেখেছিল।
|
পাঁচলা মহাবিদ্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল বৃহস্পতিবার। উলুবেড়িয়ার রঘুদেবপুরে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হাওড়ার জেলাশাসক শান্তনু বসু। পাঁচলা আজিম মোয়াজ্জেম হাইস্কুলে ওই কলেজের পঠনপাঠন অবশ্য শুরু হয়ে গিয়েছে দু’বছর আগেই। জেলাশাসক জানান, ভবন তৈরির কাজ দ্রুত শুরু হবে। এ বাবদ তহবিলও নির্দিষ্ট করা হয়েছে। ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লক সাংসদ বরুণ মুখোপাধ্যায় তাঁর তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর। কলেজ তৈরির জন্য যে সাংগঠনিক কমিটি গড়া হয়েছে তার সম্পাদক তথা পাঁচলার প্রাক্তন বিধায়ক ডলি রায় বলেন, “এলাকাটি পিছিয়ে পড়া। এই সব এলাকার ছেলেমেয়েরা এই কলেজে উচ্চশিক্ষা নিতে পারবেন।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাজির ছিলেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক, জেলা সভাধিপতি মীনা ঘোষ মুখোপাধ্যায় প্রমুখ।
|
স্ত্রীকে অনিচ্ছাকৃত ভাবে খুনের দায়ে স্বামীকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল শ্রীরামপুর আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সোমবার রিষড়ার নতুন গ্রামের বাসিন্দা শিবু চৌধুরী নামে ওই যুবককে এই সাজা শোনান অতিরিক্ত জেলা ও দায়েরা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) আশিস কুমার হাজরা। সরকারি আইনজীবী মহম্মদ মুসা মল্লিক বলেন, “২০০৬ সালের ১১ জুন স্ত্রী সঙ্গীতা চৌধুরীকে কুপিয়ে খুন করে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা অস্ত্র-সহ ধরে ফেলে তাকে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।”
|
হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট ধসা শরিফের বাৎসরিক উরস উৎসব পালিত হল। রবিবার ও সোমবার দু’দিনের এই উৎসবে বহু ভক্তের সমাগম হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু ভক্ত উরসে যোগ দেন। |