টুকরো খবর |
মাওবাদী এলাকায় উৎসব-পথেই সায় কেন্দ্রেরও
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের চরম আর্থিক সঙ্কটের মধ্যেও একের পর এক উৎসবের জন্য বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেও ভিন্ন সুর কেন্দ্রের। মাওবাদী অধ্যুষিত এলাকার মানুষকে পাশে পেতে উৎসবের পথই নিতে বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের দাওয়াই, মাওবাদী অধ্যুষিত এলাকায় পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে স্থানীয় যুবকদের নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। এলাকার নিরাপত্তা ছাড়াও ওই সব যুবকদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবেও অংশ নেওয়ারও ব্যবস্থা করতে হবে। এর জন্য কেন্দ্র ওই সংগঠনগুলিকে বছরে ১০ লক্ষ টাকা করে দেবে। সোমবার মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিশের ডিজি-দের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ বলেন, পুলিশি অভিযানের পাশাপাশি উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে মাওবাদী সমস্যা সমাধানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনুকরণযোগ্য কাজ করেছে। বৈঠকে অংশ নেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রক ভাবছে, কোণঠাসা মাওবাদীরা পাল্টা হামলার নয়া কৌশল নিচ্ছে। কিছু দিন আগে ঝাড়খণ্ডে নিহত জওয়ানের শরীরে বোমা ঢুকিয়ে রাখা তারই প্রমাণ। বৈঠকে ঠিক হয়, আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। মাওবাদীদের আত্মসমর্পণ নীতিতেও সামঞ্জস্য আনতে চাইছে কেন্দ্র। পুনর্বাসনের জন্য মাওবাদী সংগঠনের উপরতলার ক্যাডারদের আড়াই লক্ষ, নিচুতলার ক্যাডারদের দেড় লক্ষ টাকা দেওয়া হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য সকলেই মাসে ৩ হাজার টাকা পাবে। অস্ত্র জমার ক্ষেত্রে দেওয়া হবে ৫ থেকে ৩০ হাজার টাকা। এর বাইরে অবশ্য রাজ্য সরকারগুলি অতিরিক্ত অর্থ দিতে পারে। |
রিলায়্যান্সের দু’টি ব্লকে সামরিক নিষেধাজ্ঞা শিথিল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কৃষ্ণা গোদাবরী অববাহিকা অঞ্চল (কেজি বেসিন)-এ রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের ডি৬ গ্যাস ব্লক ও বঙ্গোপসাগরে এনইসি-২৫ ব্লক দু’টির উপর থেকে ‘নিষিদ্ধ’ (নো-গো) অঞ্চলের তকমা শিথিল করতে রাজি হল প্রতিরক্ষা মন্ত্রক। শর্তসাপেক্ষে ওই দু’টি ব্লকে তেল ও গ্যাস খননের কাজ চালানোর অনুমতি দিয়েছে তারা। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই পদক্ষেপ বেশ খানিকটা স্বস্তি দিয়েছে মুকেশ অম্বানীর সংস্থাটিকে। কেজি ডি-৬ ও উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলে (নর্থ ইস্ট কোস্ট) এনইসি-২৫ ব্লক দু’টি-সহ মোট সাতটি ব্লককে নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ওই মন্ত্রক। কারণ, ভৌগোলিক অবস্থানের বিচারে সেগুলির কোনওটি ভারতীয় নৌবাহিনীর ঘাঁটির মধ্যে ঢুকে পড়ছে, কোনওটি আবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বায়ুসেনার অনুশীলনের জন্য সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে যাচ্ছে। যেমন, কেজি ডি৬-এর মোট ৭,৬৪৫ বর্গ কিমির ৩০% নৌবাহিনীর এলাকায় বা এনইসি-২৫ ব্লকের বড় দু’টি অংশ চাঁদিপুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও বালেশ্বরে ভারতীয় বিমানবাহিনীর বায়ু থেকে বায়ু ফায়ারিং রেঞ্জ-এর মধ্যে পড়ছিল। এ বার শর্তসাপেক্ষে দু’টিতেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হল। |
জালন্ধরে দুর্ঘটনায় স্কুলবাস, মৃত ১৩
নিজস্ব সংবাদদাতা • জালন্ধর |
|
শেষ আদর: সন্তানের রক্তমাখা দেহের সামনে হাহাকার মায়ের। ছবি: এএফপি |
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্কুলব্যাগ, টিফিন বক্স, রং পেন্সিল। ...আর একপাশে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া একটা বিশাল লোহার পিণ্ড, আসলে যেটা একটা স্কুলবাস। একটু আগে এতে করেই স্কুল যাচ্ছিল ২৪ জন খুদে। ইঁটবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই স্কুলবাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। পড়ুয়াদের কারও বয়স আট থেকে দশের বেশি নয়। মারা গিয়েছেন বাসচালকও। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৫ জন মারা যায়। আরও তিন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটির চালক পলাতক। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। ওই অঞ্চলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তবে এ দিনের ঘটনা ভয়াবহতার সীমা ছাড়িয়েছে। আজ লোকসভায় স্পিকার মীরা কুমার এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। জালন্ধরের ডেপুটি কমিশনার শ্রুতি সিংহ ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে তারাই।
|
বনধে অচল বড়োভূমি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পৃথক বড়োরাজ্যের দাবিতে ডাকা ১০০ ঘণ্টার বনধের চতুর্থ দিনে বড়োভূমিতে ফের বিক্ষিপ্ত সংঘর্ষ হল। উদ্ধার হল একটি মৃতদেহ। পুলিশ জানায়, চার দিন ধরেই বনধের জেরে বড়োভূমির অন্তর্গত চিরাং, উদালগুড়ি, বাক্সা, কোকরাঝাড়ের জীবনযাত্রা থমকে রয়েছে। আজ সকালে কোকরাঝাড়ের গোসাইগাঁও শালজুরি থেকে জয়দীপ সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। কাঁদোনাপাড়ার বাসিন্দা জয়দীপবাবু কাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। মৃতদেহের গায়ে ধারাল অস্ত্রের আঘাত ছিল। অন্য দিকে, চিরাং জেলার বাসুগাঁওয়ে জেএসবি পার্কের সামনে বাইক আরোহী দুই যুবককে থামায় বনধ সমর্থকরা। আরোহীদের নামিয়ে বাইকটি পোড়ানো হয়। বাসুগাঁওয়েরই কাগরাবাড়িতে একটি পণ্যবাহী গাড়িতে আগুন লাগানো হয়। ৪ দিনে ৪টি গাড়ি ও বাইক পোড়ানো হল। |
পেট্রোল নিয়ে এক সুর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে শনিবার লোকসভায় বিরোধী রাজনীতির প্রতিযোগিতায় নামল তৃণমূল এবং সিপিএম। এ দিন অধিবেশন শুরুর পর দফায় দফায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রত্না দে নাগ, তাপস পাল, শতাব্দী রায়রা। রামচন্দ্র ডোমের নেতৃত্বে আসেন সিপিএম সাংসদরাও। পরে যোগ দেন সিপিআই, সমাজবাদী পার্টি, এআইডিএমকে সাংসদেরাও। তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, “আগে থেকেই ঠিক করে রেখেছিলাম প্রতিবাদ করব। পরে বাকিরাও যোগ দেয়।”
|
|
সরকার গঠনের জন্য রাজ্যপালের আমন্ত্রণপত্র। সোমবার ত্রিপুরায় বামফ্রন্ট পরিষদীয় দলের বৈঠকে
নেতা নির্বাচিত হন মানিক সরকার। এর পরে সন্ধ্যায় মানিকবাবু রাজ্যপাল ডি ওয়াই
পাটিলের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল মানিকবাবুর হাতে তুলে দেন সরকার গঠনের
আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী। |
|
ফয়সালা ঝুলেই
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
যৌন নির্যাতন নিয়ে কড়া আইন এনেছে কেন্দ্র। কিন্তু ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলার নিষ্পত্তির ক্ষেত্রে এখনও গতি আসেনি। সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টে এই ধরনের প্রায় ২৪ হাজার মামলা ঝুলে রয়েছে বলে শনিবার রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্র। ঝুলে থাকা মামলার সংখ্যা সব চেয়ে বেশি উত্তরপ্রদেশে। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে ২১টি হাইকোর্টকে ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির অনুরোধ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী অশ্বিনী কুমার। কলকাতা হাইকোর্টে এই ধরনের ২৭টি মামলা আছে বলে আইন মন্ত্রকের লিখিত জবাবে প্রকাশ। |
বাড়ছে মজুরি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গে একশো দিন কাজের প্রকল্পে ন্যূনতম মজুরি ফের বাড়াতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১৩৬ টাকা থেকে তা হবে ১৫১ টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ জানান, ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরির এই হার কার্যকর হবে। তাৎপর্যপূর্ণ হল, অধিকাংশ রাজ্যেই রাজ্যের ন্যূনতম কৃষি মজুরির থেকে একশো দিন কাজের প্রকল্পের মজুরি বেশি। কিন্তু পশ্চিমবঙ্গে কৃষি মজুরি দৈনিক ১৬৭ টাকা। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, বাম জমানা থেকে কেরল ও পশ্চিমবঙ্গে ভিত্তিহীন ভাবে কৃষিমজুরির হার বাড়িয়ে রাখার কারণেই এই পরিস্থিতি হয়েছে। তবে পশ্চিমবঙ্গে যে মজুরি স্থির হয়েছে তা অনেক রাজ্যের থেকে বেশি। পশ্চিমবঙ্গের থেকে বেশি হারে এই প্রকল্পে মজুরি দেওয়া হবে কেরল, অন্ধ্র, হরিয়ানা, কর্নাটকে। |
প্রিয়ঙ্কার অস্ত্রোপচার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সোমবার প্রিয়ঙ্কা বঢরার পিত্তথলিতে পাথরের জন্য অস্ত্রোপচার করা হল। সেই সময় হাসপাতালে প্রিয়ঙ্কার পাশে ছিলেন মা সনিয়া এবং ভাই রাহুল গাঁধীও। অস্ত্রোপচারের পরে রাহুল জানান, প্রিয়ঙ্কা এখন সুস্থ আছেন। |
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
অভিনেতা আয়ুষ্মান খুরানার বাড়ি থেকে তাঁর পরিচারকের দেহ উদ্ধার করল পুলিশ। গোরেগাঁওয়ের একটি বহুতলে থাকেন আয়ুষ্মান। গত মাস থেকেই তিনি মুম্বইয়ের বাইরে। তাঁর ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোনোয় পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। একটি ফ্যান থেকে ঝুলছিল পরিচারক রুদ্রপ্রসাদ কাফালের দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। |
অভিযুক্ত কর্তা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ উঠল স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার বিরুদ্ধে। গত মাসে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার হন সুমার খান নামের এক কম্পিউটার বিশেষজ্ঞ। সূত্রের খবর, তাঁর সঙ্গেই অভিযুক্ত ব্যক্তি জড়িত ছিলেন। |
|