টুকরো খবর
সেডান, ছোট গাড়ির দাম কমাল টাটা মোটরস, বাড়ল এস ইউ ভি
ধুঁকতে থাকা গাড়ি শিল্পকে চাঙ্গা করার চেষ্টায় ছোট যাত্রী-গাড়ি এবং সেডানের দাম কমানোর কথা জানাল টাটা মোটরস। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ ধরনের গাড়িগুলির দাম ২৯ হাজার থেকে ৫০ হাজার টাকা কমিয়েছে তারা। তবে বাজেটে বড় গাড়ি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল (এসইউভি)-এর উপর উৎপাদন শুল্ক বাড়ার পর এ বার নিজেদের এই ধরনের গাড়ির দাম বাড়িয়েছে সংস্থা। টাটা মোটরসের এক আধিকারিক জানান, এসইউভি-র দাম ১১,০০০ টাকা পর্যন্ত বাড়ছে। তবে কারখানার দামের উপর শুল্ক (ফ্যাক্টরি গেট ট্যাক্স) বসিয়ে তা প্রায় ৩৫,০০০ টাকা বাড়তে চলেছে বলে তাঁর দাবি। এ দিকে, ভারতে কারখানা গড়তে চায় টাটা মোটরসের শাখা সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার। এ ক্ষেত্রে সব সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। সংস্থা সূত্রে খবর, জাগুয়ারের এক্সএফ ও ল্যান্ড রোভারের ফ্রিল্যান্ডার গাড়ি দু’টি তৈরির জন্যই এই কারখানা গড়ার লক্ষ্য তাদের। এখন ব্রিটেন থেকে ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ এনে ভারতে সেগুলি তৈরি করে সংস্থা। এখানে কারখানা থাকলে উন্নয়নশীল দেশের বাজার ধরতে সুবিধা হওয়ার সঙ্গে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করার খরচও কমবে। উল্লেখ্য, এ বার বাজেটে বিদেশি দামি গাড়ির উপর আমদানি শুল্ক ৭৫% থেকে বাড়িয়ে ১০০% করেছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

কেন্দ্রীয় বাজেট নিয়ে সম্প্রতি ইন্ডিয়ান চেম্বারের এক
আলোচনা- সভায় বণিকসভার ভাইস প্রেসিডেন্ট রূপেন রায়।

কলকাতা থেকে পর্যটক বাড়াতে চায় ফিলিপিন্স
পূর্ব ভারত তথা কলকাতা থেকে পর্যটক বাড়াতে উদ্যোগী ফিলিপিন্স। দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই দেশের পর্যটন উন্নয়ন নিগমের কর্ত্রী সুজান ডেলমুন্ডো সম্প্রতি প্রথম বার শহরে এসে জানান, ২০১২ সালে ভারত থেকে যে ৩৫ হাজার পর্যটক ফিলিপিন্সে বেড়াতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৫ শতাংশ পর্যটক ছিলেন পূর্ব ভারতের। সুজানের দাবি, “পর্যটকদের জন্য নিত্য নতুন আকর্ষণের ব্যবস্থা করেছি। কিন্তু, কলকাতা থেকে যত জন সিঙ্গাপুর-ব্যাঙ্কক-মালয়েশিয়ায় বেড়াতে যান, তত আমাদের দেশে যান না।” এ শহরের পর্যটকদের নিয়ে যেতে ফিলিপিন্স এয়ারলাইন্সকে সরাসরি কলকাতা-ম্যানিলা উড়ান চালানোর অনুরোধও করবেন সুজান। গত বছর বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁদের দেশে প্রায় ৪২ লক্ষ মানুষ বেড়াতে গিয়েছিলেন। বিদেশি পর্যটকদের খতিয়ানে ভারত ১৩ নম্বরে। প্রায় ১৭০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপিন্সের পর্যটন ব্যবসায়ী অর্জুন সরাফ ভারতীয় বংশোদ্ভূত। ২৩ বছর ধরে ম্যানিলায়। তাঁর হিসেবে, মাথা পিছু ৫০ হাজার টাকা খরচ করলে কলকাতা থেকে ফিলিপিন্সে গিয়ে তিন রাত-চার দিন ভাল হোটেলে থেকে-খেয়ে ঘুরে আসা যাবে। তবে, কলকাতা-ম্যানিলা উড়ান চালু হলে আরও কমবে খরচ।

শিল্পমন্ত্রীর অভিযোগ
হলদিয়া এবং আসানসোলে শিল্প তৈরি করতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না-পাওয়ায় রাজ্যে নতুন লগ্নি টানতে সমস্যা হচ্ছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাকরণে এই অভিযোগ জানান। তিনি বলেন, “এ নিয়ে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য কাগজপত্র চেয়েছেন।” পার্থবাবুর দাবি, ছাড়পত্র মিললেই লগ্নি আসবে হলদিয়ায়।

দাম বাড়ল ইস্পাতের
ইস্পাতের দাম বাড়াল সেল ও জিন্দল স্টিল। সেল চেয়ারম্যান সি এস বর্মা জানান, বিশ্ব বাজারের সঙ্গে তাল মেলাতে ও কাঁচা মালের দাম বাড়ায় মার্চের জন্য তাঁদের সমস্ত পণ্যের দাম বাড়ছে টন পিছু ৫০০ টাকা পর্যন্ত। মার্চে দাম ১,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানাল জিন্দল স্টিল-ও। দাম সংশোধন করার জন্যই এই সিদ্ধান্ত, দাবি তাদের।

দেশের বাজারে ব্ল্যাকবেরি ‘জেড-১০’। মুম্বইয়ে তারই প্রদর্শনে
অভিনেতা রণবীর কপূর এবং ভারতে সংস্থার এমডি সুনীল দত্ত। ছবি: পিটিআই



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.