দুর্ঘটনায় মৃত্যু মায়ের, বেঁচে গেল গর্ভস্থ শিশু
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
হাসপাতালে যাওয়ার সময় একটি পথ দুর্ঘটনায় মা বাবা দু’জনে মারা গেলেও অলৌকিক ভাবে বেঁচে গেল গর্ভস্থ শিশুটি। ভাবলে অবাক লাগলেও এটাই সত্যি। রবিবার মধ্য রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে নিউ ইয়র্কের বাসিন্দা রাইজি গ্লাউবারের। কোনও ঝুঁকি না নিয়েই রাইজির স্বামী নাথান রাতেই তাঁকে লং আইল্যান্ড কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। একটি ট্যাক্সি ভাড়া করেন নাথান। তার পরই রাত ১২টা ১০ মিনিটে ব্রুকলিন অঞ্চলে রাইজি এবং নাথানদের ট্যাক্সিকে সজোরে ধাক্কা মারে একটি বি এম ডব্লিউ গাড়ি। দুর্ঘটনার পর রাইজির পরিবারের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র সোফিয়া ট্যাসি ম্যাসন এমনটাই জানিয়েছেন। দুর্ঘটনার পর পরই রাইজি, নাথান এবং তাঁদের ট্যাক্সির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই রাইজি এবং নাথানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু রাইজি অন্তঃসত্ত্বা থাকায় গভর্স্থ শিশুটিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয় তাঁর। এবং সুস্থ অবস্থায় জন্ম নেয় রাইজির ছেলে। ট্যাক্সিচালক এখন স্থিতিশীল। তাঁদের শেষকৃত্যের সময় হাজির হন নিউ ইয়র্কের বহু বাসিন্দাও। বি এম ডব্লিউ গাড়িতে চালক ছাড়াও আরও এক জন ছিলেন। তাঁরা পালিয়ে যান। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে। রাইজি ও নাথানের মৃত্যুর পর তাঁদের সদ্যোজাতের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীরা। তবে তার দায়িত্ব নিতে আত্মীয়দের অনেকে এগিয়ে এসেছেন।
|
দুর্ঘটনায় মৃত ১৫
সংবাদসংস্থা • কাঠমাণ্ডু |
বিয়েবাড়ির বাস পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ খাদে পড়ে মৃত্যু হল ১৫ জনের। গুরুতর জখম হয়েছেন ২৫ জন। নেপালের চিদাপানির পাল্পা গ্রামের ঘটনা। |