বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইসলামপুরে। রবিবার সকালে ইসলামপুর থানার মিলনপল্লি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ত্রিনাথ মল্লিক (৬০)। ওই এলাকায় তাঁর বাড়ি। সাইকেলে বাজারে যাওয়ার সময় একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকার বাসিন্দারা বাসটির পিছনে তাড়া করে বাসস্ট্যান্ড এলাকাতে বাসটিকে আগুন লাগিয়ে দেয়। এর পরে উত্তেজিত জনতা আরও দুটি বাসে আগুন লাগিয়ে দেন। আরও সাতটি বাসে ভাঙচুর চালানো হয়। যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়ে পুলিশ ও দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় জাতীয় সড়ক অবরোধ। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তবে কেউ আহত হননি। ইসলামপুরে এসডিপিও সুবিমল পাল বলেন, “ঘটনার পর বাস পুড়িয়ে দেওয়া, পুলিশকে ঢিল ছোঁড়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।” |
বাস পোড়ানো ও ভাঙচুর করার প্রতিবাদে ইসলামপুর মহকুমার সমস্ত বাস বন্ধের কথা জানিয়েছেন বাস মালিকের সংগঠন। উত্তর দিনাজপুর জেলার বাস ও মিনিবাস সংগঠনের সভাপতি অশোক চন্দ বলেন, “বাস মালিকেরা বিভিন্ন রুটে বাস না চালানোর সিন্ধান্ত নিয়েছে। আমরা পূর্ণ সমর্থন করছি। বাসের ক্ষতিপূরণের দাবিতে বাস বন্ধের ডাক দেওয়া হয়েছে।” এ দিকে, আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। তবে ইসলামপুরের সমস্ত রুটে বাস বন্ধের ফলে সমস্যায় পড়তে হতে পারে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও। পরিস্থিতি সামাল দিতে রাতে পুলিশ ও বাস মালিকদের নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত। তিনি বলেন, “বৈঠক ফলপ্রসূ না হলে সরকারি বাস যাতে ঠিকঠাক চলাচল করে সেইদিকে লক্ষ রাখা হবে।”
পুলিশ, বাসিন্দারা জানান, পেশায় কৃষক ত্রিনাথবাবু সাইকেলে বাজার যাচ্ছিলেন। ইসলামপুরগামী বাসটি তাঁকে ধাক্কা মারে। সাইকেলটি বাসের নিচের অংশ আটকে যায়। ত্রিনাথবাবু ছিটকে পড়ে মারা যান। বাসটিকে তাড়া করে একাংশ উত্তেজিত বাসিন্দা আগুন ধরায়। বাসটি জোরে চলছিল। ধূপগুড়ি-রায়গঞ্জ রুটের একটি সরকারি বাস এবং শিলিগুড়ি-মালদহ রুটের বাসে ভাঙচুর করে আগুন লাগানো হয়। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকা থেকে মৃতদেহ পুলিশ সরিয়ে দিলেও উত্তেজিত জনতা জাতীয় সড়ক জড়ো হতে থাকে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় পথ অবরোধ। অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে বাসিন্দাদের বচসা হয়। তার পরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। তাড়া করে ৮ জনকে পুলিশ ধরেছে। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসলামপুরের জাতীয় সড়ক সংকীর্ণ। ফুটপাত নেই। শহরে দুর্ঘটনা লেগেই থাকে। গত ফেব্রুয়ারি মাসে ইসলামপুর শহরের তিস্তামোড় এলাকাতে ট্রাক উল্টে মারা যায় এক যুবক। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক সংস্কারের প্রতিশ্রুতিতে সেবার অবরোধ উঠে। মহকুমা শাসক বলেন, “সংস্কারের বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে।” |