টুকরো খবর
দ্বন্দ্বে অপসারিত ফব’র সভাপতি
ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতির পদ থেকে সুকুমার ভুঁইয়াকে সরিয়ে দেওয়া হল। শুধু পদ থেকে সরিয়ে দেওয়া নয়, তাঁর সদস্যপদও খারিজ হয়েছে বলে দাবি করেছেন দলেরই জেলা সম্পাদক অশোক ভট্টাচার্য। রবিবার অশোকবাবু বলেন, “সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ওঁকে (জেলা সভাপতিকে) আগেই শো-কজ করা হয়েছিল। দলবিরোধী কাজের জন্য শো- কজ করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর না- আসায় সম্পাদকমন্ডলীর বৈঠকে আলোচনার প্রেক্ষিতে ওঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। ওঁর পার্টি সদস্যপদও খারিজ করা হয়েছে। এ নিয়ে সুকুমারবাবুর বক্তব্য, “আমি কিছু বলব না। যা বলার রাজ্য নেতৃত্ব বলবেন।” যদিও সুকুমারবাবুর অনুগামীদের বক্তব্য, এ ভাবে সদস্যপদ খারিজ করা যায় না। তা ছাড়া, রবিবারের বৈঠকে সম্পাদকমণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন না। ফলে এই সিদ্ধান্ত কেউ মানবেন না। বস্তুত, পশ্চিম মেদিনীপুর জেলায় ফরওয়ার্ড ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। আগে থেকেই রয়েছে। দলের জেলা সম্মেলনেও এর প্রভাব পড়ে। যার জেরে জেলা সম্মেলন থেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা যায়নি। তা পরে গঠন হয়। ওই সম্মেলনেও অশোকবাবুর অনুগামীদের সঙ্গে সুকুমারবাবুর অনুগামীদের বাদানুবাদ হয়। এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। শেষমেশ উপস্থিত রাজ্য নেতৃত্ব পরিস্থিতি সামাল দেন।

ছাত্রীদের শৌচালয় তৈরিতে অর্থ বরাদ্দ
স্কুলে স্কুলে ছাত্রীদের জন্য শৌচালয় তৈরির অর্থ পেল পশ্চিম মেদিনীপুর। ২০১২-১৩ অর্থবর্ষে মোট ৮২২টি শৌচালয়ের জন্য টাকা চাওয়া হয়েছিল। ৫৭৫টির জন্য ৩ কোটি সাড়ে ৫৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। প্রতিটির জন্য ৬২ হাজার টাকা করে। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের জেলা আধিকারিক শাশ্বতী দাস বলেন, “স্কুলগুলিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। ৩১ মার্চের মধ্যেই সকলকে শৌচালয়ের কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে।” গত আর্থিক বছরে ছাত্রীদের জন্য শৌচালয় তৈরির জন্য ১৩ কোটি ৯৮ লক্ষ টাকা পেয়েছিল জেলা। প্রতিটি শৌচালয়ের জন্য বরাদ্দ ছিল ৬০ হাজার ৯০ টাকা। ওই টাকায় ২৩২৭টি শৌচালয় তৈরির কথা। জেলা প্রকল্প আধিকারিক বলেন, “তার মধ্যে ২০২৫টি শৌচালয় তৈরির কাজ শেষ হয়েছে। যে ৩০২টি শৌচালয়ের কাজ এখনও হয়নি সেগুলি ৩১ মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে।” ভবিষ্যতে ৮০ জন ছাত্রী পিছু একটি করে শৌচালয় তৈরির চেষ্টা করা হবে।

অনুমোদন নেই, বিক্ষোভ কাঁথির শিক্ষা প্রতিষ্ঠানে
অনুমোদন না থাকা সত্ত্বেও মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভর্তি করেছিল কাঁথির এক শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি তা প্রকাশ্যে আসায় বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, পঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি অনুমোদিত বলে বিভিন্ন কোর্সে মোটা টাকা দিয়ে ভর্তি নিয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠান। ন’মাস পরেও রেজিস্ট্রেশন করাতে না পারায় শনিবার ছাত্রছাত্রী ও অভিভাবকেরা ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখালে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের অভিযোগ, পঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির অনুমোদিত শাখা বলে কাঁথির ওই বেসরকারি প্রতিষ্ঠানটি ভর্তি ও বার্ষিক টিউশন ফি বাবদ ছাত্রছাত্রী পিছু প্রায় চল্লিশ হাজার টাকা করে নেয়। কিন্তু রেজিস্ট্রেশন করাতে না পারায় ছাত্রছাত্রীদের মনে শিক্ষা প্রতিষ্ঠানটির বৈধতা নিয়ে সন্দেহ জাগে। গত শনিবার তারা রেজিস্ট্রেশনের কথা জানালে কর্মকর্তারা জানান, পাঞ্জাব টেকনিকাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন জোগাড় না করতে পারলে, তাঁরা প্রয়োজনে মহাত্মা গাঁধী ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কর্তৃপক্ষের এই জবাবে সন্তুষ্ট না হয়ে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশের উপস্থিতিতে কর্মকর্তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে জমা নেওয়া টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় মারধর-গালি
নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন স্থানীয় এক দোকান কর্মী ও কয়েকজন পুলিশকর্মী। রবিবার দুপুরে এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডে কসবা এগরা এলাকায় ওই ঘটনার পর ছাত্রীর পরিবারের লোকেরা প্রতিবাদ করলে ওই যুবক ও পুলিশকর্মীরা উল্টে মারধর, গালিগালাজ করেন বলে অভিযোগ। পরে অভিযোগ জানাতে গেলে থানাও অভিযোগ নিতে অস্বীকার করে। এগরার পুরপ্রধান স্বপন নায়েক ঘটনার কথা মেনে বলেন, “আমার কাছে মেয়েটির বাড়ির লোকেরা এসেছিলেন। থানায় অভিযোগ জানাতে বলেছিলাম। পরে শুনলাম থানা অভিযোগ নিতে চায়নি। ওরা মহকুমা পুলিশ আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ জানাতে গিয়েছে।” বাড়ির কাছে পুরসভার একটি নলকূপে পানীয় জল আনার সময় প্রতিদিনই ওই ছাত্রীকে গ্রিল দোকানের কর্মী শেখ পাপু ও এগরা কমিউনিটি হলে বসবাসকারী কয়েকজন পুলিশকর্মী কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। রবিবার দুপুরে তাঁরা ফের কুকথা বলায় ওই ছাত্রী বাড়ি ফিরে দাদাকে এই ঘটনা জানায়। বিকেলে ওই ছাত্রীর বাড়ির লোকেরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাঁদের মারধর, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। মহিলাদের নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে, সেই পুলিশকে এই ভূমিকায় দেখে যারপরনাই ক্ষুব্ধ এগরাবাসী।

প্রতিবন্ধীদের মিলন মেলা
ছবি: পার্থপ্রতিম দাস।
স্বাধীনতা সংগ্রামী সুশীল ধাড়ার ১০৩তম জন্মদিবস স্মরণে নিমতৌড়িতে হল প্রতিবন্ধী মিলন মেলা। দু’দিন ব্যাপী এই মিলন মেলা শেষ হয় রবিবার। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি আয়োজিত এই মেলায় প্রতিবন্ধীদের নৈশ ক্রিকেট, ট্রাই-সাইকেল রেস-সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। হস্তশিল্প ও চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। উপস্থিত ছিলেন সাঁতারু মাসাদুর রহমান বৈদ্য, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ প্রমুখ।

হদিস মিলল নিখোঁজ যুবকের
নিখোঁজ হওয়ার ৫০ দিন পর হদিস মিলল চন্দ্রকোনার পলাশচাবড়ি সংলগ্ন বোলঘাটার যুবক বিদ্যুৎ কারকের। পুলিশ সূত্রের খবর, গত শনিবার কোলাঘাট থেকে বিদ্যুৎ কারককে উদ্ধার করা হয়। বর্তমানে ওই যুবক চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিসাধীন। গত ১২ জানুয়ারি পেশায় রাজমিস্ত্রি বিদ্যুৎবাবু দিদির বাড়ি চন্দ্রকোনার ঝাঁকরা সংলগ্ন ঘনরামপুর থেকে সাইকেলে করে বাড়ির উদ্দেশ্য বেরিয়েছিলেন। পর দিন সকালে বাড়ির অদূরে বৈদ্যনাথপুরের কাছে তাঁর সাইকেল, মানিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই দিনই যুবকের দাদা উত্তম কারক থানায় নিখোঁজ ডায়েরি করেন। এত দিন তাঁর খোঁজ পাওয়া যায়নি। শনিবার কোলাঘাটের এক রাস্তার ধারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে তাঁরই এক আত্মীয় বাড়ির লোক ও পুলিশকে জানান। এরপর তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় পুলিশ। এত দিন কোথায়, কী ভাবে তিনি ছিলেন তা এখনও জানা যায়নি।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাঁথি ৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস উপপ্রধান শ্যামল দাস-সহ দু’শো জন কংগ্রেস কর্মী-সমর্থক। কাঁথির তৃণমূল সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর উপস্থিতিতে ওই দলবদল হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সম্পাদক ও জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্ধেন্দু পণ্ডা ও দুরমুঠ পঞ্চায়েত প্রধান স্বপন মাইতি। অন্য দিকে শনিবার সন্ধ্যায় দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বরে কংগ্রেস নেতা অসীম রায়-সহ আরও দুশো জন কংগ্রেস কর্মী শিশির অধিকারীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

চুরির অভিযোগ
সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ উঠল। রবিবার এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় সুতাহাটার হাঁদিয়া পূর্বপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার বাসিন্দা পেশায় ভোজ্যতেলের কারখানার কর্মী গোরাচাঁদ বেরা কাজে গিয়েছিলেন। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে শান্তিদেবী দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো, দরজা খোলা। সন্দেহ হলে খোঁজ করে দেখেন বেশ কিছু কাগজপত্র ও মোবাইল-সহ প্রায় লক্ষাধিক টাকার গয়না খোওয়া গিয়েছে।

ট্রাকের ধাক্কায় মৃত ভ্যান চালক
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ভ্যান চালকের। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের কাস্টখালিতে। মৃত ভ্যান চালক পিন্টু মাইতির (৩১) বাড়ি ওই এলাকাতেই। এ দিন জাতীয় সড়ক ধরে হলদিয়ার দিকে আসছিলেন ওই যুবক। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ চালককে গ্রেফতার করেছে ও ট্রাকটিকে আটক করেছে।

আলোচনাসভা
ব্যাঙ্ক পরিষেবায় গ্রাহকদের অভিযোগ ও তার প্রতিকার নিয়ে ব্যাঙ্ক লোকপাল বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হল শনিবার কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কে। আলোচনায় যোগ দেন ব্যাঙ্ক লোকপাল আধিকারিকের এস রয়, জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সহ অধিকর্তা দীপক সামন্ত, ইউনাইটেড ব্যাঙ্কের তাপস মাইতি, ইউকো ব্যাঙ্কের কাঁথি শাখা আধিকারিক দীপক হোতা প্রমুখ।

পঞ্চায়েত রাজ সম্মেলন
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার তমলুক ব্লক তৃণমূলের পঞ্চায়েত রাজ সম্মেলন হল তমলুকের নিমতৌড়িতে। সম্মেলনে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে ‘নরখাদক’ বলে আক্রমণ করেন তমলুকের তৃণমূল সাংসদ। তিনি ছাড়াও ছিলেন জেলা সভাধিপতি গান্ধী হাজরা, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে প্রমুখ।

প্রহৃত বিজেপি কর্মী
বিজেপির এক অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রহৃত স্বপন দাস সবংয়ের ভেমুয়া অঞ্চল সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে মেরেছে। পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। তাদের বক্তব্য, এমন ঘটনা ঘটেনি। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।

দলবদল
কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন কাঁথি ৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস উপপ্রধান শ্যামল দাস-সহ দু’শো জন কংগ্রেস কর্মী-সমর্থক। সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর উপস্থিতিতে ওই দলবদল হয়। শনিবার দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বরে কংগ্রেস নেতা অসীম রায়-সহ আরও দুশো জন কংগ্রেস কর্মী শিশির অধিকারীর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.