সাংবাদিকদের সঙ্গে প্রীতি ম্যাচ |
পুলিশ সুপারের পায়ে যখন বল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাতে পিস্তলের বদলে পায়ে বল। রবিবার বিকেলে একেবারেই অন্য মেজাজে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরীকে। ফুটবল পায়ে অন্যকে পাস বাড়ালেন। সেই বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে এগোলেন তাঁর দলের ফুটবলার। কখনও বললেন, ‘সামনে খেলো’, ‘পাস বাড়াও’। কখনও বা ফুটবলারদের উৎসাহ দিলেন। শুধু পুলিশ সুপারই নন, মাঠে নেমে ফুটবল খেললেন জেলা পুলিশের আধিকারিকেরাও।
কে ছিলেন না দলে? অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেহেমুদ আখতার থেকে শুরু করে ডিএসপি (ডি এন্ড টি) মনোজিৎ সমাদ্দার, ডিএসপি (অপারেশন) সৌতম বন্দ্যোপাধ্যায়, ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী সকলেই। |
|
মাঝমাঠে পুলিশ সুপার। রবিবার সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। |
রবিবার বিকেলে মেদিনীপুর পুলিশ লাইনের মাঠে মিডিয়া একাদশের সঙ্গে পুলিশ সুপার একাদশের এক প্রীতি ফুটবল ম্যাচ হয়। সেই ম্যাচেই পুলিশ সুপার একাদশের হয়ে মাঠে নামেন পুলিশ আধিকারিকেরা। মিডিয়া একাদশের হয়ে খেলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ম্যাচ ঘিরে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। খেলা দেখতে উৎসাহীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। প্রথমে গোল করে এগিয়ে যায় মিডিয়া একাদশ। প্রথমার্ধেই অবশ্য পেনাল্টি থেকে সেই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় পুলিশ সুপার একাদশ। দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় পুলিশ সুপার একাদশ। ম্যাচ ২- ১ গোলের ব্যবধানেই শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। শুধু ফুটবলই নয়, শনিবার রাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টও হয়। সেই টুর্নামেন্টেও খেলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি’রা। এসপি বলেন, “বন্ধুত্বপূর্ণ ম্যাচে ভাল খেলা হয়েছে। সকলে নিজের সেরাটা তুলে ধরেছেন। খেলা ঘিরে উৎসাহও ছিল।” |
|