|
|
|
|
উত্তেজনা মেদিনীপুরে |
প্রেমিকার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রেমিকার গলায় ছুরি চালিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের নজরগঞ্জে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেরই কারও সঙ্গেই কথা বলতে পারেনি পুলিশ। তবে মেয়েটির পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাটি ঘটে এ দিন সকাল সাতটা নাগাদ। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই যুবক-যুবতী হেঁটে আসছিলেন। তাঁদের মধ্যে কথাকাটি হচ্ছিল। আচমকাই বছর পঁচিশের যুবকটি পকেট থেকে ছুরি বের করে বছর উনিশের যুবতীর গলায় চালিয়ে দেন। পরে নিজের গলাতেও ছুরি দিয়ে আঘাত করেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই যুবক-যুবতীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার প্রশিক্ষণ নিতে গিয়েই ওই যুবতীর সঙ্গে ছেলেটির আলাপ হয়। ওই যুবক কম্পিউটার প্রশিক্ষক ছিলেন। মেয়েটি এখন বেলদা কলেজে প্রথম বর্ষের ছাত্রী। বেলদাতেই হস্টেলে থাকেন তিনি। টিউশনের জন্য মেদিনীপুর শহরে আসেন। এ দিন সকালে টিউশনের জন্যই মেদিনীপুরে এসেছিলেন ওই যুবতী। বাস থেকে নামার পর তাঁর সঙ্গে ওই যুবকের দেখা হয়। কিছুক্ষণ পর দু’জনে বচসা বাধে। তারপরই ঘটে এই ঘটনা। পুলিশের অনুমান, যুবকটির ধারণা হয়েছিল, ওই যুবতী ইদানীং তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। সে ভাবে সময় দিচ্ছেন না। সেই থেকেই এই হামলা। তবে ওই যুবক আগে থেকেই চক্রান্ত করেছিলেন কিনা এবং চক্রান্ত সফল করতে মেদিনীপুরেই থাকছিলেন কিনা, না এ দিন নয়াগ্রাম থেকে এসেছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই যুবক-যুবতীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করেন। ঘটনাস্থলে মিলেছে একটি বিষের শিশিও। অনুমান, প্রেমিকাকে ছুরি মেরে বিষ খেয়ে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন ওই যুবক। তবে শেষমেশ পরিস্থিতি দেখে নিজের গলায় ছুরি চালান তিনি। মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা জানিয়েছে, যুবকের আঘাত তুলনায় বেশি। আশঙ্কাজনক যুবতীও। খবর পেয়ে ওই যুবতীর পরিজনেরা হাসপাতালে এসেছিলেন। তবে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|