গোপন ক্যামেরায় ধরা পড়ল বাঘ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বনরক্ষীদের চোখ এড়িয়ে পালিয়ে বেড়ালেও ক্যামেরার চোখে ধরা পড়ে গেল লাউখোচয়ার রয়্যাল বেঙ্গল। এই প্রথমবার লাউখোয়া-বুড়াচাপোড়ি অভয়ারণ্যে পাতা হয়েছিল গোপন ক্যামেরা। সেখানেই একটি পুরুষ ও একটি স্ত্রী রয়্যাল বেঙ্গলের ছবি মিলেছে। লাউখোয়া-বুড়াচাপোড়ির বণ্যপ্রাণ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন কাজ করা স্মরজিৎ ওঝা জানান, সম্ভবত কাজিরাঙা বা ওরাং জাতীয় উদ্যান থেকে বের হয়ে এসেছিল বাঘ-বাঘিনী। পরে, তাদের শাবকও হয়েছে। কালিয়াভোমরা সেতুর কাছে ভুরবান্ধা গ্রামে প্রথম বাঘগুলিকে দেখা গিয়েছিল। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা তাদের অরণ্যে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু বাঘেরা চলে আসে লাউখোয়ার দিকে। বাঘেদের সন্ধানে আরণ্যকের সাহায্য চাওয়া হয়। বাঘ বিশেষজ্ঞ ফিরোজ আহামেদ জানান, জানুয়ারি মাসে লাউখোয়ায় দু’টি ও বুড়াচাপোড়িতে তিনটি ক্যামেরা পাতা হয়। সেখানেই, গত সপ্তাহে বাঘের ছবি ওঠে। লাউখোয়ায় গন্ডার প্রতিস্থাপন হওয়ার সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। শীঘ্রই ১০টি গন্ডার আসবে এখানে। সেই সঙ্গে, এখানকার অরণ্যে বাঘের বসত গড়ে ওঠায় লাউখোয়া-বুড়াচাপোড়ির নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে বনবিভাগকে আরও সচেতন হওয়ার আবেদন জানান পশুপ্রেমীরা।
|
জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’টি হরিণকে ধরে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ওই হরিণ দু’টির চিকিৎসা করা হচ্ছে। দফতর সূত্রে খবর, রবিবার সকালে নয়াগ্রাম থানা এলাকার গোবিন্দপুর এবং শিরিষবণিতে এই হরিণ দু’টি উদ্ধার হয়। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। সেই সময় গ্রামবাসীরা ধরে ফেলে। কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ? বন দফতর জানাচ্ছে, জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার পিছনে শুধুমাত্র একটি কারন রয়েছে, এমনটা নয়। হতে পারে জঙ্গলে জলের অভাব রয়েছে। ইতিমধ্যে গরম পড়তে শুরু করেছে। রবিবার সকাল থেকেও সূর্যের তাপ ছিল। তাই জলের খোঁজে হরিণ দু’টি লোকালয়ে এসে পড়ে। আবার হতে পারে নিজেদের মধ্যে ঝগড়া করে হরিণ দু’টি লোকালয়ে চলে আসে। এ ক্ষেত্রে এক সঙ্গিনীকে নিয়েও ঝগড়া হতে পারে। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “নয়াগ্রাম থেকে দু’টি হরিণ উদ্ধার হয়েছে। পশু চিকিৎসক ওদের চিকিৎসা করছেন। হরিণ দু’টি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। আমরা ওদের শারীরিক অবস্থার উপর নজর রেখেছি।”
|
চোরাশিকারি সন্দেহে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চোরাশিকারি সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বন দফতর। শুক্রবার ডুয়ার্সের শামুকতলার নুরপুর ও চুনিয়া এলাকা থেকে ওই দু-জনকে ধরেন বনকর্মীরা। পুলিশ জানায়, তাদের কালচিনি থানায় জেরা করা হচ্ছে। সম্প্রতি বক্সার জঙ্গলে গুলিবিদ্ধ এক হাতির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। তবে তাঁরা পৌঁছনোর আগেই তার দাঁত দু-টি কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ-ক্ষেত্রঅধিকর্তা বিজয়কুমার সালিমাথ বলেন, “পানবাড়িতে মৃত হাতিটির দেহে ছররা গুলি মিলেছে। মারা যাওয়ার পরে হাতিটির দাঁত দুটো কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা।” বন দফতরের সন্দেহ, চোরাশিকারিরা অসমের। স্থানীয় কিছু গ্রামবাসীর সঙ্গে যোগসাজোশেই তারা এ কাজ করছে বলে অনুমান। গ্রামবাসীরা অবশ্য জানান, একটি অপরিচিত দল গত কয়েক দিন ধরেই এলাকায় ঘুরছিল। তারা প্রথমে হাতিটিকে গুলি করে। তারপর কয়েক দিন ধরে তার উপরে নজরদারি চালায়। পরে তার দাঁত হাতিয়ে সরে পড়ে তারা।
|
নতুন অতিথি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাজধানীর চিড়িয়াখানায় খুব শীঘ্রই আসছে দু’জোড়া পাহাড়ি সিংহ (পুমা)। তারা আসছে রাশিয়া থেকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, ওই বিশেষ প্রজাতির প্রাণীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও ওই চিড়িয়াখানায় বিদেশ থেকে ক্যাঙ্গারু ও জাগুয়ার আনা হয়েছিল।
|
শুঁড়ে তুলে এক হুলাকর্মীকে আছাড় মারল একটি হাতি। রবিবার সোনামুখীর বৃন্দাবনপুর বিটের স্বর্গবাতি গ্রামের ঘটনা। হাতি তাড়াতে গিয়েই এই দুর্ঘটনা। জখম হুলাকর্মী রঘুনাথ বাস্কে হাসপাতালে চিকিৎসাধীন। |