সিপিআইয়ের পর বাংলাদেশ নিয়ে এ বার পথে নামল আর এক বাম শরিক আরএসপি। বাংলাদেশের শাহবাগে সে দেশের তরুণ প্রজন্ম মৌলবাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তার প্রতি সহমর্মিতা জানাতে রবিবার নারকেলডাঙা এলাকায় মিছিল করে আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। সংগঠনের রাজ্য ও স্থানীয় নেতৃত্ব মিছিলের সামনের সারিতে ছিলেন। ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রতিবেশী দেশের যুবরা যে লড়াইয়ে নেমেছেন, তা থেকে এ দেশের বামপন্থী ছাত্র-যুবরা কেন শিক্ষা নিচ্ছেন না, কয়েক দিন আগেই সে প্রশ্ন তুলেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার জেরে আটটি ছাত্র-যুব সংগঠন কাল, মঙ্গলবার শাহবাগ আন্দোলনের সংহতিতে অ্যাকাডেমি চত্বরে কর্মসূচি নিয়েছে। |
জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত শাহনওয়াজ কাসুরি মালদহের বাসিন্দা। শনিবার মানিকতলা মেন রোডের একটি মোবাইলের দোকান থেকে ১২ লক্ষ টাকার জাল নোট-সহ তাকে ধরা হয়। এসটিএফ জানায়, শাহনওয়াজ ও তার এক সঙ্গী বাংলাদেশ থেকে জাল নোট এনে বিভিন্ন দোকানে ছড়িয়ে দিত। ধৃতকে রবিবার আদালতে তোলা হয়। শাহনওয়াজের সঙ্গী পলাতক। |
ঝিল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। শনিবার বিকেলে, ঠাকুরপুকুরে। মৃতের নাম দীপঙ্কর গুহ (৫৫)। তিনি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, শনিবার তিন নম্বর সরশুনা ঝিলে দীপঙ্করবাবুর দেহ ভাসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে মৃতের দেহে আঘাতের চিহ্ন মেলেনি। |
দক্ষিণেশ্বর আইল্যান্ড এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাস চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠল। পুলিশ জানায়, দক্ষিণেশ্বর-বাবুঘাট রুটের বেসরকারি বাসটি শনিবার রাতে অনুষ্ঠান বাড়িতে ভাড়া গিয়েছিল। সেটির মালিক গৌরদাস ভৌমিক বরাহনগর থানায় অভিযোগ জানান, চালক রাজকিশোর শর্মা গভীর রাতে আইল্যান্ডে বাসটি রেখে বাড়ি চলে যান। রবিবার ফিরে এসে দেখেন, বাস উধাও। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |
আগুন লাগল ট্যাংরার একটি প্লাস্টিক কারখানায়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ১৫ নম্বর কুলিয়া ট্যাংরা লেনে। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। |
গিরিশ পার্কের সরকার বাই লেনে স্টোভ ফেটে অগ্নিদগ্ধ গৃহবধূ কবিতা জয়সোয়ালের মৃত্যু হল। রবিবার হাসপাতালে তিনি মারা যান। গত বুধবার সরকার বাই লেনের একটি বহুতলে স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হন কবিতাদেবী এবং তাঁর স্বামী বেদপ্রকাশ। গত শুক্রবার বেদপ্রকাশবাবুর মৃত্যু হয়েছে। |