বৃদ্ধির চাকায় গতি আনতে ফের রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর আর্জি জানালেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, “আমি শীর্ষ ব্যাঙ্ককে নির্দেশ দিতে পারি না। শুধু এটা বলতে পারি যে, আগামী ঋণনীতিতেও যদি তারা সুদ কমায়, তা হলে আমাদের উপকার হবে। আগামী অর্থবর্ষে ৬.৫% বৃদ্ধির লক্ষ্য ছুঁতে পারব।” চিদম্বরমের আশা, শীর্ষ ব্যাঙ্কের গভর্নর সব কিছু বিচার করে সঠিক সিদ্ধান্তই নেবেন।
এ দিকে, ভারতের মতো অর্থনীতির পক্ষে ৫-৬% বৃদ্ধির হার ‘যথেষ্ট নয়’ বলে এ দিনই মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। তাঁর কথায়, “এই মুহূর্তে ওই হারে আমরা খুশি। কিন্তু যে অর্থনীতি ১০%-এর উপর বৃদ্ধির ক্ষমতা রাখে, তার পক্ষে এটা খুব কম। আর লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রের কবল থেকে বার করও ১০% বৃদ্ধি জরুরি।”
|
এ বার সহারা গোষ্ঠীর দুই সংস্থা ও তার শীর্ষ কর্তাদের সঙ্গে ব্যবসা চালানোর ক্ষেত্রে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি দফতরগুলিকে সতর্ক হতে বলল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। কিছু দিন আগে একই ভাবে তারা সতর্ক করেছিল সাধারণ লগ্নিকারীদের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগেই সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট, সহারা হাউজিং ইনভেস্টমেন্ট এবং সুব্রত রায় সহারা-সহ গোষ্ঠীর শীর্ষ কর্তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সেবি। এ দিন তারা জানায়, সেই কারণেই এদের সঙ্গে কোনও ধরনের লেনদেনে জড়ালে, তা আইন লঙ্ঘনের সামিল বলে ধরা হতে পারে।
|
ব্যাঙ্কিং শিল্পে পা রাখার ইঙ্গিত দিল ভিডিওকন ইন্ডাস্ট্রিজ। চেয়ারম্যান বেণুগোপাল ধুত জানান, তাঁরা ব্যাঙ্ক খুলতে আবেদনপত্র জমা দেবেন। এ জন্য সরিয়ে রাখা হয়েছে ১,০০০ কোটি টাকা। কোনও বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে তারা এগোতে পারে বলেও ইঙ্গিত সংস্থার।
|
শনিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, রান্নার গ্যাসের ভর্তুকিহীন সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম কমেছে ৩৭.৫০ টাকা। নয়া দাম ৯০৪.৫০ টাকা। কিন্তু রবিবার ইন্ডেন জানিয়েছে, কলকাতার ক্ষেত্রে এটি ঠিক দাম নয়। এখানে তা কমেছে ৩৮ টাকা। নতুন দর ৯৩৩ টাকা। আগে তা ছিল ৯৭১ টাকা।
|
টাটা সাম্রাজ্যের রাশ হাতে নেওয়ার পরে রবিবার প্রথম জনসমক্ষে এলেন সাইরাস মিস্ত্রি। জামশেদপুরে টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার ১৭৪তম জন্মবার্ষিকী উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে এ দিন এখানে আসেন তিনি। সঙ্গে ছিলেন গোষ্ঠীর প্রাক্তন কর্ণধার রতন টাটা এবং টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর এইচ এম নেরুরকর-সহ টাটা গোষ্ঠীর বেশ কয়েক জন শীর্ষকর্তা। এখানে সংস্থার কর্মীদের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। আগামী দিনে টাটা গোষ্ঠী যে তার পূর্ব আদর্শ বজায় রেখেই কাজ করবে, এ দিন তা ফের স্পষ্ট করে দিয়েছেন সাইরাস। |