টুকরো খবর
বিয়েতে বাধায় দাদাকে খুন, ধৃত
প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেওয়ায় দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে ডুয়ার্সের কুমারগ্রাম থানার জয়দেবপুর টাপু গ্রামের ঘটনা। এরপরে গ্রামবাসীরা যোশেফ মুন্ডা নামে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, মৃতের নাম চৈতন্য মুন্ডা (৩০)। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “দাদাকে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিয়েতে আপত্তি জানানোয় ওই ঘটনা ঘটেছে।” গ্রামবাসীরা জানান, এলাকায় তেমন কাজ না মেলায় ছয় মাস আগে বাবা সুভাষ মুন্ডা, ছোট বোন ফুলিয়াকে নিয়ে যোশেফ দিল্লিতে যায়। বাবা সেখান থেকে অন্যত্র কাজে বার হয়ে আর ফিরে আসেনি। দিল্লিতে বোনকে নিয়ে একসঙ্গে থাকে যোশেফ। সেখানে এক তরুণীর প্রেমে পড়ে ওই যুবক। এক সপ্তাহ আগে বাড়িতে ফিরে তরুণীকে বিয়ের কথা জানালে দাদা চৈতন্য আপত্তি জানায় বলে অভিযোগ। ওই ঘটনা নিয়ে কয়েকদিন থেকে সংসারে অশান্তি চলছিল। শুক্রবার রাতে চৈতন্য নেশা করে বাড়িতে ফিরে গোলমাল শুরু করে। বাধা দিলে মাকে ধরে পেটাতে শুরু করে। যোশেফ বাড়িতে ফিরে ওই ঘটনা দেখে বাঁশের লাঠি দিয়ে দাদাকে পেটাতে শুরু করে। লাথি দিয়ে উঠানে ফেলে দিলে চৈতন্য মুর্ছা যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের মা সুশীলা দেবী বলেন, “চৈতন্য বাড়িতে আমার সঙ্গে থাকত। সে কোনও কাজ করত না। মদের নেশায় বুঁদ হয়ে থাকত। প্রতিবাদ করলে আশান্তি করত। ওই কারণে ওর স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছে। ছোট ভাই বাড়িতে ফিরে আসার পরে বিয়ের কথা জানানোর পর থেকে গোলমাল শুরু করে। শুক্রবার রাতে মারপিট শুরু করে। ওই সময় আঘাত পেয়ে মারা যায়।” স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আরতি মোদক জানান, শুনেছি কয়েকদিন ধরে ওই পরিবারে অশান্তি চলছিল। কিন্তু এত বড় ঘটনা ঘটবে তা ভাবতে পারেনি।

জামিন পেলেন অভিযুক্তেরা
জেনকিন্স স্কুলে শিক্ষকদের একাংশের মদের আসর বসানোর ঘটনা খতিয়ে দেখতে মহকুমাশাসকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার (সদর) মহকুমাশাসক ছাড়াও ওই কমিটিতে রয়েছেন জেনকিন্স স্কুলের প্রধান শিক্ষক কার্তিক পাত্র ও সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত বাজপেয়ী। সোমবার থেকে ওই কমিটি তদন্ত শুরু করবে। কোচবিহারের জেলাশাসক বলেন, “সোমবার কমিটি তদন্ত শুরু করবে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।” বৃহস্পতিবার রাতে কোচবিহারের জেনকিন্স স্কুলের টিচার্স রুমে মদের আসর বসানোর অভিযোগ স্কুলের শিক্ষক তথা তৃণমূল প্রভাবিত সরকারী স্কুল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি বিজন সাহা-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবারই অবশ্য ব্যক্তিগত জামিনে তাঁরা ছাড়া পেয়ে যান। তবে বিজনবাবুর সঙ্গে তৃণমূলের ওই সংগঠনের যোগাযোগ নেই বলে দাবি করেছে ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী। তাঁর দাবি, “বিজনবাবুকে ২০১০ সালে সংগঠন বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে।” এ দিকে, প্রদেশ কংগ্রসের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া কোচবিহারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে গিয়ে ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “দেড়শো বছরের প্রাচীন স্কুলের ভেতর শিক্ষকরা অনুষ্ঠান করে মদ্যপানে অভিযুক্ত হয়েছেন দেখেও পুলিশ তাঁদের ব্যক্তিগত জামিনে ছাড়ল। শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব!” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।

মারধরের অভিযোগ, ধৃত পঞ্চায়েত প্রধান
এক মহিলাকে মারধর ও তাঁর দুই ভাইয়ের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। জখম দু’জন বালুরঘাট হাসপাতালে ভর্তি। ধৃত অনিল রায় ধলপাড়া পঞ্চায়েতের আরএসপি প্রধান। ঘটনার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এ দিন তার বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশ, ধারাল অস্ত্র দিয়ে আঘাত এবং চুরির মামলা হয়েছে। বালুরঘাট আদালতের বিচারক শনিবার ধৃতকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করে অনিলবাবু বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে।” সরকারি আইনজীবী জানান, ব্যবসা নিয়ে বিবাদের জেরে অভিযুক্ত প্রধান দলবল নিয়ে প্রতিবেশীর বাড়িতে চড়াও হয়ে এক মহিলাকে মারধর করেন। সে সময় দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দুই ভাই। লাঠি ও লোহার রড দিয়ে তাঁদের আঘাত করা হয় বলে অভিযোগ। মিঠু মাহাতো নামে ওই মহিলা প্রধান-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।”

শ্লীলতাহানির নালিশ
এমএ পাঠরত ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা। শনিবার কুমারগ্রামের বারবিশা বাজারের ঘটনা। ধৃত যুবকের নাম রতন রায়। বাড়ি অসম সীমানার ভল্কা গ্রামে। পুলিশ জানায়, ওই যুবক সিকিমে সেনাবাহিনীতে অস্থায়ী শ্রমিকের কাজ করে। মেয়েটির বাড়ি কুমারগ্রামের পাখড়িগুড়ি গ্রামে। এ দিন সকালে বারবিশায় ব্যাঙ্কের কাজ সেরে পাশের একটি চায়ের দোকানে তাঁর দাদার সঙ্গে ঢোকেন ওই ছাত্রী। ওই সময় রতন দোকানে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মেয়েটির চিৎকারে লোকজন এসে ওই যুবককে ধরে মারধর শুরু করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবক জানায়, গত পাঁচ বছর ধরে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ইদানিং মেয়েটি তাকে তেমন পাত্তা দিচ্ছিল না। সেই ক্ষোভে সে এই কাজ করেছে। মেয়েটি অবশ্য সম্পর্কের কথা অস্বীকার করেছে।

দুই সংগঠনের সংঘর্ষ, জখম ১৫
রেল লাইনে আন্ডারপাস তৈরির কাজের ভাগাভাগি নিয়ে আইএনটিটিইউসি, আইএনটিইউসি ও সিটু সমর্থকদের সংঘর্ষে জখম হয়েছেন দুই পক্ষের ২ মহিলা শ্রমিক-সহ ১৫ জন। শনিবার আলিপুরদুয়ার ২ ব্লকের ভেলুরডাবরি গ্রামের ঘটনা। আহতদের মধ্যে আইএনটিইউসি’র ৩, সিটুর ৪ এবং আইএনটিটিইউসি’র ৮ জনকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, তিনটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল সূত্রের খবর, এক মাস আগে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনের ভেলুরডাবরি’তে তিনটি আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়। চুক্তি অনুসারে তিনটি শ্রমিক সংগঠনের সদস্যদের ওই কাজে নেওয়া হয়। বাম-সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি আইএনটিইউসি ও সিটুর কাজে যোগ দেয়নি। অভিযোগ, এর পরে আইএনটিটিইউসি ওই শ্রমিকদের কাজে যোগ দিতে দেয়নি। এ দিন দুই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আলাদা ভাবে ঠিকাদার সংস্থাকে দাবিপত্র দিতে যায়। সে সময় আইএনটিটিইউসি লাঠি তীর ধনুক নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। আইএনটিটিইউসি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

পরীক্ষা শান্তিপূর্ণ
শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক পরীক্ষা হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। শনিবার ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। অন্যদিনের মতো টুকলি সরবরাহের ঘটনা ঘটেনি। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ইসলামপুর, গোয়ালপোখর, চোপড়া, চাকুলিয়ায় শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়েছে।” এ দিন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের স্কুলগুলি ঘুরে দেখেন মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত, বিধায়ক গোলাম রাব্বানি-সহ অন্য আধিকারিকরা। মহকুমাশাসক বলেন, “এলাকার স্কুলগুলিতে ভাল ভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” বিধায়ক বলেন, “এ দিন এলাকা ঘুরে দেখেছি। স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলেছি। কোথাও গোলমাল হয়নি।” শুক্রবার নকল সরবরাহে বাঁধা দেওয়ায় পুলিশ ও নকল সরবরাহকারীদের বিবাদ হয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোমা ছোড়ে উত্তেজিত জনতা।

প্রচারে গিয়ে আক্রান্ত পুলিশ
কয়েক মাসের মধ্যে টাকা দ্বিগুণ করার প্রতারণা-চক্র থেকে গ্রামবাসীকে সতর্ক করতে প্রচারে বেরিয়েছিল পুলিশ। গাড়িতে মাইক বেঁধে চলছিল প্রচার। তখনই পুলিশের গাড়ির উপর চড়াও হল জনতা। পুড়িয়ে দেওয়া হল পুলিশের জিপ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ফালাকাটা থানার জটেশ্বর হাটে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকর্মীরা পালিয়ে যান। পরে দগ্ধ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা দ্বিগুণ করার প্রলোভনে যে সব গ্রামবাসী আমানত করেছেন, মূলত তাঁরাই এ দিন পুলিশের উপর চড়াও হয়। প্রতারণা-চক্রের লোকজনও এতে জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এমনকী পুলিশের একাংশেরও এই চক্রের সঙ্গে যোগসাজশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “সব দিক খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে।” এ দিকে, এই ঘটনার পরেই ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেনকে ‘ক্লোজ’ করা হয়েছে।

সার্কিট বেঞ্চের কাজ এগোচ্ছে
হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ শুরুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। শনিবার জলপাইগুড়িতে এসে বেঞ্চের অস্থায়ী ভবনে ৬ মাসের মধ্যে আরও একটি অফিস বাড়ি তৈরির নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র সহ বিচারপতিদের প্রতিনিধি দল। অস্থায়ী ভবনের ঘরগুলিকে কেমন করে ব্যবহার করা হবে তা সমীক্ষা করে দেখার জন্য হাইকোর্টের রেজিস্টার জেনারেল এবং সচিবকে আরও একদিন জলপাইগুড়িতে থেকে যাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পূর্ত দফতরের প্রধান বাস্তুকারকেও বুধবার কলকাতায় বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “৫৭ কোটি বরাদ্দ হয়েছে। দু’বছরের মধ্যে শেষ করতে হবে। ১৬ জন বিচারপতির এজলাস থাকবে। বিচারপতিদের আবাসনও তৈরি হবে। সব মিলে প্রায় ৮০ কোটি টাকা খরচ হবে।” সকাল স্থায়ী ভবনের নির্মাণ কাজের সূচনার কিছু পরে জলপাইগুড়িতে পৌঁছে যান হাইকোর্টের প্রতিনিধি দল। প্রধান বিচারপতির নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ বসু, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের রেজিস্টার জেনারেল এবং সচিব।

ছাত্র-সংঘর্ষ, জখম ৫
তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন এসএফআই কর্মী ও একজন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী জখম হয়েছে। জখমদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। শনিবার দুপুরে মালদহ কলেজের ঘটনা। এসএফআইয়ের জেলা সম্পাদক অভিজিত দে তৃণমূল ছাত্র পরিষদের ৬ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “তদন্ত শুরু হয়েছে। কলেজে পুলিশ নজর রেখেছে।” পুলিশ জানায়, মালদহ কলেজে বিভিন্ন ছাত্র সংগঠনদের বসার জায়গা নিদির্ষ্ট রয়েছে। শনিবার কলেজে ঢোকার মুখে গাছতলায় এসএফআইয়ের ১০-১২ জন সমথর্ক বসে ছিল। সেই সময় দুউই সংগঠনের সমর্থকদের হাতাহাতি হয়।

শংসাপত্র না দেওয়ার আশঙ্কা
দলের নেতা-কর্মীদের প্রার্থী হওয়া আটকাতে পঞ্চায়েত নির্বাচনের আগে তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের শংসাপত্র না দেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া। শনিবার কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে জেলা মহিলা পঞ্চায়েত রাজ সম্মেলনে তিনি বলেন, “এসসি, এসটি ও ওবিসিরা যাতে শংসাপত্র না পান তার চেষ্টা হচ্ছে। জেলা নেতারা নজর রাখুন। এ নিয়ে ডিএম ও এসডিওদের সঙ্গে বৈঠক করবেন।” নারী নির্যাতনের অভিযোগে বাম জমানাকেও বর্তমান সরকার ছাপিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন মানসবাবু।

পরীক্ষার্থীর মৃত্যু
ট্রাকের ধাক্কায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার মাথাভাঙার অশোকবাড়ি এলাকার ঘটনা। মৃতার নাম শম্পা ডাকুয়া। বাড়ি গোপালপুরের ইছাগঞ্জে। সুকুরচাঁদ হাইস্কুলের ওই ছাত্রী মোহনপুরে পরীক্ষা দিয়ে এক আত্মীয়ের সঙ্গে বাইকে ফিরছিলেন। ট্রাক বাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়। কোচবিহারের এসপি অনুপ জয়সওয়াল বলেন, “চালককে আটক করা হয়েছে।”

জখম ৪ পরীক্ষার্থী
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ভ্যান উল্টে জখম হয়েছেন মাদ্রাসার ৪ পরীক্ষার্থী। শনিবার চাঁচলের ইমামনগরে ৮১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। সামসি থেকে জালালপুর সিনিয়র হাই মাদ্রাসায় যাওয়ার সময় ওই দুর্ঘটনা হয়। মালতিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.