ট্রফি মহেশদের
সংবাদসংস্থা • দুবাই |
জিমোনজিচ-রবার্ট লিন্ডসটেডের জুটিকে ৭-৬(৬), ৭-৬(৬) হারিয়ে দুবাই ওপেন ডাবলস জিতলেন মহেশ ভূপতি এবং তাঁর নতুন ফরাসি পার্টনার মাইকেল লোদরা। নতুন মরসুমে এটাই মহেশের প্রথম ডাবলস খেতাব। এর আগে মহেশ আরও চার বার দুবাই ওপেন জিতেছেন। দুবাইয়ে মহেশের পাঁচটি খেতাব পাঁচ আলাদা জুড়িদারের সঙ্গে জেতা।
|
জিতল প্রয়াগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুব্রত ভট্টাচার্য দলের দায়িত্ব নেওয়ার পরেও ভাগ্য ফিরল না সাদার্ন সমিতির। প্রয়াগ ইউনাইটেডের কাছে এ দিন ৩-১ হারল তারা। বিরতির আগে র্যান্টির দুরন্ত জোড়া গোল আর দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনসেন্টের গোলে চাপে পড়ে যায় সাদার্ন। মার্কোস পেনাল্টি থেকে গোল শোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি সাদার্ন। |
আশাবাদী আরিফ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রিও অলিম্পিকে ভারত একাধিক পদক জিতবে এই স্বপ্নে মশগুল ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন কোচ দ্রোণাচার্য এসএম আরিফ। এ দিন বাংলা ব্যাডমিন্টন অ্যাকাডেমি আয়োজিত কর্ম শিবিরে বলেন, “সাইনার পদক জয়ের পর সবাই আরও বেশি উদ্দীপ্ত। ব্যাডমিন্টনে ভাল ফল হচ্ছে।” |