টুকরো খবর
অসমে ভূমিকম্প, উৎস করিমগঞ্জ
তীব্র কম্পনের ধাক্কায় বরাক উপত্যকার ঘুম উড়ল। আজ সকাল সাতটা নাগাদ বরাক উপত্যকা-সহ সমগ্র অসম ও ত্রিপুরার একাংশে ভূকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৫.২। অসমে নিয়মিত ভূমিকম্প হলেও, সিংহভাগ ক্ষেত্রে কম্পনের উৎসস্থল থাকে ভারত-মায়ানমার সীমান্তে। দু’বার নগাঁও জেলায় ছিল কম্পনকেন্দ্র। তবে আজকের কম্পনের কেন্দ্র স্থল ছিল করিমগঞ্জ জেলা। ১৯৮৪ সালে সোনাইয়ের পরে বরাক উপত্যকা কখনও ভূমিকম্পের উৎস কেন্দ্র হয়নি। তাই সকালে কম্পনপ্রাবল্যে মানুষের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। গুজব রটে যায়, বহু বাড়িতে ফাটল ধরেছে। তবে বিকেল অবধি ক্ষয়ক্ষতির নিশ্চিত খবর মেলেনি। গুরুচরণ কলেজের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক পার্থসারথি দেব জানান, গত দেড় বছরের কম্পনের সংখ্যা ও কম্পনকেন্দ্রের প্রকৃতি বিশ্লেষণ করে বিষয়টি ক্রমশ এই অঞ্চলের পক্ষে চিন্তার কারণ হয়ে উঠছে।

জেটলিকে তোপ দাগলেন সুধাংশু
অরুণ জেটলির ফোন-কল রেকর্ড হাতানোর পিছনে নাম উঠে এসেছে বিজেপিরই নেতা সুধাংশু মিত্তলের বিরুদ্ধে। যদিও গতকাল তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, তিনি নিজেই জেটলির মতো শিকার। তাঁর ফোন-কল রেকর্ডও হাতানো হয়েছে। আজ বহু বছর পর জাতীয় পরিষদের বৈঠকে দেখা গেল মিত্তলকে। সেখানেও তিনি জেটলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে জানান, তাঁকে আডবাণী একসময় আমন্ত্রিত অতিথি করেছিলেন। অথচ জেটলির চাপেই দীর্ঘদিন আসতে পারেননি এই বৈঠকে। কালও মিত্তলের আসা না আসা নিয়ে আডবাণী-সুষমা ও জেটলির মধ্যে মতবিরোধ হয়েছে। মিত্তল বলেন, “আজ আমি যে আসতে পেরেছি, সেটি বিজেপির মধ্যেই পালাবদলের ইঙ্গিত।”

বাজেটের সমালোচনায় মুখর সুশীল
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলে জোট ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই প্রেক্ষিতে চিদম্বরমের বাজেটের ভূয়সী প্রশংসা করে নীতীশ নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন। আজ বিজেপির জাতীয় পরিষদের মঞ্চে চিদম্বরমের বাজেটের কড়া সমালোচনায় মুখর হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। তাঁর মতে, বিভিন্ন খাতে বরাদ্দ কমিয়ে চিদম্বরম রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি আরও অস্থির করে দিচ্ছেন।

ক্ষতিপূরণ ফেরানোর হুমকি মায়ের
ভন্ডারা মামলায় দু’দিনের মধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে সরকারের দেওয়া ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন ধর্ষিতা এবং নিহত তিন নাবালিকার মা। সেই সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবেন বলেও জানিয়েছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি তিন বোন নিখোঁজ হয়ে যায়। দু’দিন পরে তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। তিন জনকেই ধর্ষণ করে খুন করা হয়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। বিতর্ক আরও বাড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। শুক্রবার রাজ্যসভায় তিনি তিন নাবালিকার নাম প্রকাশ করে দিয়েছেন।

স্বস্তি কুরিয়েনের
কিছুটা স্বস্তি পেলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন। সূর্যনেল্লি ধর্ষণ মামলায় তাঁর বিরুদ্ধে ফের তদন্তের আর্জি খারিজ করল কেরলের একটি আদালত। ১৯৯৬ সালে সূর্যনেল্লিতে এক কিশোরীকে ৪২ দিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগ থেকে আগে মুক্তি পান কুরিয়েন। সম্প্রতি এই মামলায় ৩৫ জন অভিযুক্তের মুক্তি সংক্রান্ত কেরল হাইকোর্টের নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তার পরেই কুরিয়েনের ভূমিকা নিয়ে ফের তদন্তের জন্য পুলিশকে অনুরোধ করেন ধর্ষিতা।

আদালতে চানু
আফস্পা প্রত্যাহারের দাবিতে বারো বছর ধরে অনশনরত সমাজকর্মী শর্মিলা চানু রবিবার দিল্লি যাবেন, আদালতে হাজিরা দেওয়ার জন্য। ভারতীয় দণ্ডবিধি ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ২০০০ সালে আসাম রাইফেলস কর্মীদের হাতে ১০ জন সাধারণ মানুষ খুন হওয়ার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তর এলাকায় আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন শর্মিলা। এখন মণিপুরের জেলে বন্দি।

নদীতে বাস
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেল বাস। কপালজোরে কোনও যাত্রীই মারা যাননি। আজ সকালে শোণিতপুর জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ডব্লিউবি ৭৩ বি ১২৯১ নম্বরের বাসটি লখিমপুরের উদ্দেশে যাচ্ছিল। গোহপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেলেঙি নদীতে গিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামেন। ঘটনায় কেউ মারা না গেলেও বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন।

বচ্চন চান
পরের জন্মে অবশ্যই সাংবাদিক হতে চান অমিতাভ বচ্চন। শনিবার টুইটারে এ কথা জানালেন সত্তর বছরের বলিউড অভিনেতা। কোনও ভয় ছাড়া নিজের বক্তব্য প্রকাশ করতে পারার জন্যই এই পেশাকে সম্মান করেন তিনি।

দূরদর্শনে আগুন
শনিবার রাতে মধ্য দিল্লির দূরদর্শনের অফিসেআগুন লাগল। মান্ডি হাউসের ছ’তলার আগুন নিয়ন্ত্রণে আনতে ২০টি ইঞ্জিন পাঠিয়েছিল দমকল। হতাহতের খবর পাওয়া যায়নি।

নিহত দুই পুলিশ
জঙ্গি গোষ্ঠীর গুলিতে নিহত ২ পুলিশ। শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় এলাকায় মোতায়েন ছিলেন তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.