|
|
|
|
রাস্তার সংস্কারে তদারক কমিটি |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রাস্তা সম্প্রসারণের কাজে কারচুপি ঠেকাতে তৈরি হল তদারক কমিটি। অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলের (বিআরজিএফ) কেন্দ্রীয় প্রকল্পের টাকায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ ঘাটাল-পাঁশকুড়া সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ যাতে সরকারি নিয়ম মেনে যথাযথ ভাবে হয়, তার জন্য ঘাটালের মহকুমাশাসকের উদ্যোগে গঠিত হল ওই কমিটি। কমিটিতে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার বিধায়ক, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান, পুর চেয়ারম্যানরা।
প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি রাস্তার কাজ শুরু হয়েছে। চলছে রাস্তার দু’ধারে গাছ কাটা, পূর্ত দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ। ৩২ কিলোমিটার রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে ৩২ কোটি টাকা।
কিন্তু কেন তদারক কমিটি?
ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “নিয়ম মেনে রাস্তার কাজ করার জন্য এই উদ্যোগ। এতে এলাকার মানুষও জানতে পারবেন কত টাকায় কী কাজ হওয়ার কথা।”
রেল যোগাযোগ না থাকায় ঘাটাল মহকুমার বাসিন্দাদের ভরসা সড়ক পথ। ঘাটাল থেকে কলকাতা-সহ রাজ্যের যে কোনও জেলায় যেতে হলে অন্যতম ভরসা এই ঘাটাল-পাঁশকুড়া সড়ক। ২০১২ সালের গোড়ায় সড়কটি সংস্কার হয়েছিল। কিন্তু কিছু দিন পরই ফের খারাপ হয়ে যায়। সম্প্রতি সুলতাননগর-গোপীগঞ্জ রাস্তাটি কয়েক কোটি ব্যায়ে সংস্কার হয়। সম্পূর্ণ হওয়ার আগেই রাস্তায় বড় বড় ফাটল দেখা দেওয়ায় ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পূর্ত দফতরের এবং প্রশাসনের লোকেরা গিয়ে এলাকার মানুষকে ফের রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় দু’দিন পর অবরোধ ওঠে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তদারক কমিটি গড়া হয়েছে বলে অভিমত প্রশাসনের। তাঁরা ওই সড়ক ১৫ দিন অন্তর দেখভাল করবেন। দফতরের মহকুমা বাস্তুকার লক্ষ্মীকান্ত মণ্ডল বলেন, “আমরা নজর রাখছি, যাতে সঠিক ভাবে কাজ হয়।”
এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। খুশি বাস মালিকেরাও। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডল, দাসপুর জোনাল সম্পাদক সুনীল অধিকারীরা জানান, “সরকারি কাজে সাধারণ মানুষ নজর রাখার সুযোগ পেলে উন্নয়ন খুব ভাল ভাবে হবে।” ঘাটালের বিধায়ক প্রতিনিধি দিলীপ মাঝি এবং দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া বলেন, “আমরা নজর রাখছি। এত টাকার কাজ যাতে ঠিক ভাবে হয়।” |
|
|
|
|
|