কাঁসার বাসনপত্র পালিশ করবে বলে বাড়িতে এসেছিলেন দুই যুবক। বাড়ির এক মহিলা কয়েকটি বাসন বের করে দেন। পালিশের মাঝে ওই দুই যুবক জানান, তারা সোনার গয়নাও পালিশ করেন। তা জানতে পেরে ওই মহিলা তাঁর হাতের আংটি এবং কানের দুল পালিশ করার জন্য দেন। পালিশ করার পর সমস্ত কিছু একটি কাপড়ের মধ্যে রেখে চলে যান যুবকেরা। পরে ওই মহিলা দেখেন কাপড়ের মধ্যে কাঁসার বাসনপত্র রয়েছে। তবে আংটি-দুল নেই। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে খড়্গপুর লোকাল থানার জাঙ্গিচক এলাকায় স্থানীয় জগন্নাথ মাইতির বাড়িতে। ওই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অপরিচিত ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
মেদিনীপুর সংশোধনাগারের ট্রেনিং ইনস্টিটিউটে পাসিং আউট প্যারেড হল। ১২১ জন যোগ দেন। যাঁরা শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৮০ জন পুরুষ। ৪১ জন মহিলা। এই উপলক্ষে শুক্রবার সকালে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আইজি (সংশোধনাগার) রণবীর কুমার, এআইজি কল্যাণ প্রামাণিক, ডিআইজি শোভন দীন, ইনস্টিটিউটের অধ্যক্ষা রেবা মাণ্ডি প্রমুখ। ওই ১২১ জন এ বার ওয়ার্ডার হিসেবে কাজ যোগ দেবেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যে অনুষ্ঠানে বন্দিরাও যোগ দেন।
|
আজ, শনিবার থেকে মেদিনীপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের (এমকেডিএ) উদ্যোগে শহরের পদ্মাবতী শ্মশানে চুল্লি গড়ে উঠেছে। বিকেলে উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী প্রমুখের। এমকেডিএ’র চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, “চুল্লির পাশে একটি পার্কও তৈরি করা হয়েছে। শবযাত্রার সঙ্গে আসা লোকজন পার্কে সময় কাটাতে পারবেন।”
|
ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির হল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে। শুক্রবারের এই শিবিরে ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকেরা। প্রধান শিক্ষক ননীগোপাল শিট জানান, দশম শ্রেণির ছাত্ররা শিবিরে যোগ দিয়েছে। |