আজ ভোররাতে পুরুলিয়ার রঘুনাথপুর দু’ নম্বর ব্লকে গুরুডি ঘাটের কাছে দামোদরে ডুবে যায় একটি যাত্রিবাহী নৌকা। নৌকাটি ঝাড়খণ্ডের বালিয়ায় যাচ্ছিল বলে জানা গিয়েছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন নৌকার যাত্রীরা। গুরুডি ঘাটের কাছে হঠাত্ই নৌকার পাটাতন খুলে ১২ জন জলে পড়ে যান। প্রশাসনসূত্রে খবর, ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বেলার দিকে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল। মৃতেরা হলেন অদ্বৈত মালাকার(২৪) ও তারাপদ মালাকার(১৮), মৃত্যুঞ্জয় মালাকার। বাকি এক জনের খোঁজ চালানো হচ্ছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী শান্তিরাম মাহাতো ও আই জি পশ্চিমাঞ্চল।
|
পার্ক স্ট্রিট কাণ্ড: পরবর্তী শুনানি ১৩ ও ১৪ মার্চ |
দীর্ঘ এক বছর এক মাস পর ব্যাঙ্কশাল কোর্টে আজ থেকে শুরু হল বহুল চর্চিত পার্ক স্ট্রিট মামলার বিচারপর্ব। মোট ৪৬ জনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গিয়েছে। বিচারপতি মধুছন্দা বসুর এজলাসে হবে এই মামলার শুনানি। এ বিষয়ে ফাস্ট ট্র্যাক আদালতের নির্দেশ, শুনানি হবে সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে। একমাত্র সরকারি পক্ষের আইনজীবী ও অভিযুক্তের আইনজীবী-সহ অভিযুক্ত স্বয়ং শুনানিতে হাজির থাকবে। এমনকী অভিযুক্তের পরিবারের লোকজনদেরও ঢুকতে অনুমতি দেওয়া হবে না, থাকতে পারবে না কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আজ এক জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৩ ও ১৪ মার্চ। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ চার্জ গঠন করে। তাদের মধ্যে তিনজনকে পুলিশ ধরতে পারলেও এখনও অধরা মূল অভিযুক্ত কাদের খান-সহ মহম্মদ আলি নামের আরও এক অভিযুক্ত। তাদের নামে হুলিয়া জারি করেছে পুলিশ।
|
হাওড়ায় ব্যবসায়ী অপহরণ, চাঞ্চল্য |
এক ব্যবসায়ী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায়। স্থানীয় ব্যবসায়ী অজয় সিংহকে এক দল দুষ্কৃতী অপহরণ করেছিল বলে স্থানীয় সূত্রে খবর। অপহরণে এক প্রোমোটিং চক্রের মদতের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকরা। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময় একটি গুদাম ঘর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উদ্ধারের পর অজয়বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
|
সূর্য সেন মার্কেট অগ্নিকাণ্ড: মৃত আরও ১ |
কলকাতার সূর্য সেন মার্কেট অগ্নিকাণ্ডে আজ ভোররাতে মৃত্যু হল আরও এক জনের। মৃতের নাম দীনেশ চ্যাটার্জী। তিনি আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তাঁর মৃত্যুর পর এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ২১।
|
আজ সকাল ৭টা নাগাদ মাঝারি ভূমিকম্প অনুভূত হয় দক্ষিণ অসমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল করিমগঞ্জ এলাকা। ভূমিকম্পের ফলে শিলচর এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি বাড়ি। কোন প্রাণহানির খবর নেই। কম্পন অনুভূত হয়েছে অসমের ভারত-বাংলাদেশ সীমান্তে।
|