কাবুলের ব্যস্ত বাজারে এই সে দিন পর্যন্ত আফগানিস্তানের মানচিত্র বিক্রি করেছে ফাওয়াদ মহম্মদি। কিন্তু ‘বুসকাশি বয়েজ’ অস্কারে মনোনয়ন পাওয়ার পর বদলে গেল জীবনের ছবিটাই। হলিউড জুড়ে শুরু হল হইচই। কিশোর অভিনেতা ফাওয়াদ অবশ্য মগ্ন সানি দেওলের অভিনয়ে। আর তার সহ-অভিনেতা জওয়ানমর্দ পাইজের পছন্দ শাহরুখ খানকে।
এ বছর অস্কারের ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্মে’ মনোনয়ন পেয়েছিল ‘বুসকাশি বয়েজ’। আফগানিস্তানের দুই কিশোর-বন্ধুর কাহিনি। বা বলা ভাল, সমাজের নিচুতলার দুই কিশোরের কাহিনি। এক জন দরিদ্র কামারের ছেলে, অন্য জন আক্ষরিক অর্থেই ‘রাস্তার ছেলে’। শেষমেশ অবশ্য আঠাশ মিনিটের এই ছবিটি বিজয়ীর শিরোপা পায়নি। তবে তাতে আনন্দের বাঁধ থামেনি এই দুই কিশোর অভিনেতার। বিশেষত ফাওয়াদের। কাবুলের রাস্তা থেকে অস্কারের রেড কাপের্ট এই পুরো অভিযানটাকেই যে তার কাছে একটা সুখছবি। |
তবে ফাওয়াদ-জওয়ানমর্দ দুজনেরই বড় হওয়ার পথে অনুপ্রেরণা দুই ভারতীয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জওয়ানমর্দের অকপট মন্তব্য, “আমি শাহরুখ খানের জন্যই ভারতীয় ছবি দেখি।” আর ফাওয়াদের দাবি, “ওঁর(সানি দেওল) অভিনয় অসাধারণ। উনি যা-ই করেন, অসাধারণ।” এমনকী সুযোগ পেলে ভবিষ্যতে বলিউডে কাজও করতে চায় এই দুই কিশোর অভিনেতা। তা-ও কিছুটা সানি দেওল এবং শাহরুখ খানের আকর্ষণেই। যদিও দর্শক-প্রতিক্রিয়া সাফ বলছে, এই মুহূর্তে তাদের আকর্ষণও কিছু কম নয়। বৃহস্পতিবারই এক ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে ‘বুসকাশি বয়েজের’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ছবি শেষে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় গোটা প্রেক্ষাগৃহ। বিদেশের দর্শকদেরও মন কেড়েছে ফাওয়াদ-জওয়ানমর্দের অভিনয়। অন্তত প্রাক-অস্কার, অস্কার এবং অস্কার পরবর্তী তাদের অভিজ্ঞতা সে রকম ইঙ্গিতই দিচ্ছে। তাই বোধহয় পুরস্কার না পাওয়ার দুঃখকে আমলই দিচ্ছে না ফাওয়াদরা। অস্কারের থেকেও বড় পুরস্কার যে ইতিমধ্যেই তাদের ঝুলিতে। আর তাতে ভরসা রেখেই ফাওয়াদের আশা, কাবুলে চিকেন স্ট্রিট মার্কেটে ফুটিফাঁটা ইংরেজি বলে মানচিত্র বিক্রির দিন বোধহয় ঘুচল। জীবনটাই চলচ্চিত্র যে। |