টুকরো খবর |
বছর নষ্ট, দুই ছাত্রকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পরীক্ষা নিয়েও অ্যাডমিট কার্ড বা রেজাল্ট দিতে পারেননি কলেজ কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিল কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের দুই ছাত্র। বুধবার ওই ছাত্রদের ক্ষতিপূরণের নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। কলেজের অধ্যক্ষ ও উত্তরবঙ্গ বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগকারী ছাত্রদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। দুই ছাত্রের নাম মলয় বিশ্বাস এবং অমল দাস। অভিযোগকারীদের আইনজীবী মদনলাল গুপ্ত জানান, আলিপুরদুয়ার ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি মহম্মদ আবদুল জলিল কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উপাচার্যকে দুই ছাত্রের মানসিক হেনস্থা, মালার খরচ ও ক্ষতিপূরণ ওই টাকা এক মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১০ সালে ভাটিবাড়ির মলয় বিশ্বাস ও কামাক্ষাগুড়ির অমল দাস উচ্চমাধ্যমিক পাশ করে কামাখ্যাগুড়ির শহিদ ক্ষুদিরাম কলেজের কলা বিভাগের পাশ কোর্সে ভর্তি হন। তিন মাস পর অধ্যক্ষ ওই ছাত্রদের রাষ্ট্রবিজ্ঞানে অর্নাসে ভর্তি হতে পারেন বলে জানান। দুই ছাত্র অর্নাসে ভর্তি হন। ২০১১ সালে প্রথম বর্ষের পরীক্ষার আগে অন্য ছাত্রদের অ্যাডমিট কার্ড এলেও দুই জনের অ্যাডমিট কার্ড আসেনি। সেই সময় অধ্যক্ষ তাঁদের পরীক্ষায় বসবার অনুমতি দেন। পরে তাঁরা রেজাল্টও পাননি। কলেজের অধ্যক্ষ আবদুল কাদের সাফেলি জানান, ক্রেতা সুরক্ষা আদালতের রায়ের বিষয় জানি না। ওই ছাত্রদের বিষয় নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছি।
|
অভিযুক্ত শিক্ষাকর্মী
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। ক্ষুদ্ধ অভিভাবকেরা চতুর্থ শ্রেণির পদে কাজ করা ওই কর্মীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখিয়েছে যুব কংগ্রেস ও ডিওয়াইএফআই। ২৫ বছরেরও বেশি সময় স্কুলে কর্মরত ওই কর্মীর বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল বলে অভিভাবকেরা দাবি করেছেন। পদাধিকার বলে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি হলেন জেলাশাসক স্মারকী মহাপাত্র। তিনি বলেন, “খুবই স্পর্শকাতর বিষয়। স্কুল কর্তৃপক্ষকে তদন্ত কমিটি তৈরি করে দ্রুত রিপোর্ট দিতে বলেছি।” জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি তদন্ত হচ্ছে বলে জানান। পুলিশ সুপার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ২৫ ফেব্রুয়ারি টিফিনে পঞ্চম শ্রেণির ২ ছাত্রী স্কুলের পেছন দিকে ফুলবাগানে খেলা করছিল। সেই সময়ে ওই কর্মী তাদের গায়ে হাত দেন ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ। যে কর্মীর নামে অভিযোগ, বছর পঞ্চাশের তারাপদ লোহার কর্মকার বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। সে দিন বাগানে যখন ছাত্রীরা খেলছিল, সে সময়ে শৌচাগারে ছিলাম। কোনও ভাবে অভিভাবকদের আমার ওপর রাগ হয়েছে বলে অভিযোগ করেছেন।”
|
র্যাগিং, অভিযুক্ত ৫ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিং করার অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা প্রথম বর্ষের ওই পড়ুয়ার নাম অভিষেক মাঝি। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায়। তিনি প্রথম বর্ষে মেকানিকাল বিভাগের ছাত্র। অভিষেক অধ্যক্ষ পার্থ মিশ্রের কাছে র্যাগিং-এর অভিযোগ জানান। অধ্যক্ষ পার্থবাবু বলেন, “অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেন, “অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধ্যক্ষ জানান, অভিযুক্ত ৫ ছাত্রের নাম কৃষ্ণেন্দু পান্ডে, কৃষ্ণেন্দু কর্মকার, সোমনাথ দাস, পরিমল মাকাল ও পলাশ সরকার। নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন তাঁরা। অভিষেকের নালিশ, “দীর্ঘ দিন ধরে ওই পাঁচ ছাত্র বিনা কারণে অত্যাচার করছিল। প্রতিবাগ করায় প্রচণ্ড মারধর করা হয়েছে। অধ্যক্ষকে জানিয়েছি।”
|
অনুমোদনের আর্জি রিহ্যাব কাউন্সিলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতিবন্ধীদের নিয়ে কাজকর্মের জন্য পড়াশোনায় স্পেশাল এডুকেশনের ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের রেজাল্ট সঠিক সময়ে বার করতে না পারায় উদ্বিগ্ন রিহ্যাবিলিটেশন কাউন্সিলর অব ইন্ডিয়া। বৃহস্পতিবার শিলিগুড়িতে তাদের পূর্ব এবং উত্তর পূর্ব জোনের কো-অর্ডিনেটরদের নিয়ে কর্মশালায় যোগ দিতে এসে ওই অভিযোগ তুলেছেন কর্তৃপক্ষই। যে মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের ওই পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় তাদের গাফিলতিতেই এই দেরি বলে তারা অভিযোগ তুলেছেন। সে কারণে তাঁরা চান ‘জাতীয় পরীক্ষা বোর্ড’ গড়তে। এ দিন শিলিগুড়ি-সহ ওড়িশা, ঝাড়খণ্ড, অসম-সহ বিভিন্ন এলাকা থেকে কোর্সের কোঅর্ডিনেটরদের নিয়ে দু’দিন ব্যাপী কর্মশালা শুরু হয়।
|
শিন্দেকে চিঠি রোহিত শর্মার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দার্জিলিঙে আধা সামরিক বাহিনী মোতায়েন করলে পাহাড়ে নতুন করে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দেকে চিঠি দিলেন কার্শিয়াঙের মোর্চার বিধায়ক রোহিত শর্মা। গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি পাঠিয়ে ওই কথা বলেছেন। রোহিত শর্মা জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে দার্জিলিঙে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলে শোনা যাচ্ছে। তা হলে পাহাড়ের সমস্যা হবে। বর্তমানে পাহাড় শান্ত। রাজ্যপালের সঙ্গে দেখা করে পাহাড়ের পরিস্থিতির কথা বলা হয়েছে। রাজ্যপালকে জানানো হয়, মোর্চা ভাল ভাবে জিটিএ চালাতে চায়। কিন্তু রাজ্যের হস্তক্ষেপ বন্ধ হওয়া প্রয়োজন। রাজ্যেরও ত্রিপাক্ষিক চুক্তি মেনে কাজ করা প্রয়োজন।
|
কর ছাড়ের প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বস্তিবাসী তথা গরিব বাসিন্দা যাদের ১০০ টাকা পর্যন্ত কর দিতে হয় তা ছাড়ের প্রস্তাব আনেন বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে তা নিয়ে আলোচনাও হয়। এর পর চেয়ারম্যান তথা ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা জানান, গত অক্টোবরে বোর্ড মিটিংয়ে তৃণমূল কাউন্সিলর তথা ৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানি বস্তিবাসীর কর মকুব করে ১ টাকা নেওয়ার প্রস্তাব এনেছিলেন। তা গৃহীত হয়েছে। বিরোধীরা সে সময় বোর্ড মিটিংয়ে ছিলেন না। সে কারণে আলোচনায় অংশ নিতে পারেননি বলেই এ দিন সেই সুযোগ করে দিয়েছেন। নুরুলবাবুরা এর প্রতিবাদ জানান।
|
বাড়ল পুরসভার ফি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নামজারি, হোল্ডিং, জলের ট্যাঙ্ক-সহ বিভিন্ন পরিষেবা পেতে আবেদনপত্রের ফি বাড়াল পুরসভা। বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আপত্তি জানিয়েছে বামেরা। বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদনে আবেদনপত্রের দাম ২০ থেকে হয়েছে ১০০ টাকা। বসত বাড়ির ক্ষেত্রে তা করা হল ৫০ টাকা। পানীয় জল, সেচপুলের গাড়ি, জন্মের শংসাপত্র, ফুড লাইসেন্সের আবেদন পত্রের দামও বাড়ানো হয়েছে।
|
দু’টি স্কুলবাসের সংঘর্ষে জখম পড়ুয়ারা |
|
ছবি: বিশ্বরূপ বসাক। |
একই স্কুলের দুটি বাসের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হল ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির কাছে চম্পাসারির দেবীডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনায় প্রতীশা চক্রবর্তী ও সঞ্জিত সরকার নামে চতুর্থ শ্রেণির দুই ছাত্রছাত্রীর কপাল কেটে গিয়েছে। জখম হয় অন্তত ১০ জন খুদে পড়ুয়া। একাধিক শিক্ষিকাও চোট পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাস দু’টি জোরে চলছিল। আচমকা একটি অন্যটির পেছনে ধাক্কা মারলে পড়ুয়ারা ছিটকে পড়ে। অভিভাবকদের অভিযোগ, পরিবহণ দফতরের একশ্রেণির অফিসারের যোগসাজশে বেহাল স্কুল বাস চালানোর সাহস পাচ্ছেন কিছু মালিক। শুধু তাই নয়, বাসের দশা নিয়ে মুখ খোলায় কিছু মালিক অভিভাবকদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর ভয়ও দেখান। জেলাশাসক সৌমিত্র মোহন, শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার, দুজনেই বেহাল বাসের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন। বাস্তবে কাজের কাজ কেন হচ্ছে না সে প্রশ্নে অভিভাবক মহলে জল্পনা বাড়ছে।
|
ট্রেনে কাটা |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে নাগরাকাটা স্টেশন এলাকায়। রেলপুলিশ জানায়, মৃতের নাম রঘুনাথ বাঁশফোড় (৪২)। তিনি নাগরাকাটারই বাসিন্দা। লাইন পার হওয়ার সময় আলিপুরদুয়ারগামী একটি মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
|
ধৃত পুলিশি-হাজতে |
ধর্ষণ, খুনে অভিযুক্তকে ৭ দিন পুলিশি হাজতের নির্দেশ দিল আদালত। মথুরা বাগানে ক্লাস সিক্সের ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে বৃহস্পতিবার পড়শি অ্যালবার্ট টোপ্পোকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হয়।
|
দেহ উদ্ধার |
অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার শিলিগুড়ির দক্ষিণ ভারতনগরে। বয়স ষাটের উপরে। একটি নিকাশি নালার মধ্যে দেহটি পড়ে ছিল। তাঁর মাথায় ও হাঁটুতে চোট ছিল বলে পুলিশ জানায়। |
|