জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তেহট্টের দেবনাথপুরে। ওই মহিলার নাম সুশীলা মণ্ডল (৪২)। তাঁকে বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধ অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহট্ট থানায় সুশীলাদেবীর স্বামী চন্দন মণ্ডল অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন তৃণমূলের কয়েকজন কর্মী-সমর্থক। তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। তেহট্ট-১ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দত্ত বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউই জড়িত নয়।” পুলিশ জানিয়েছে, ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই মহিলা আক্রান্ত হন।
|
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শহরের মধ্যে মাইক ও বাজনা বাজানোয় সিপিএমের জাঠাকে ঘিরে তৈরি হল বিতর্ক। খাদ্য ও কর্মসংস্থানের মতো বেশ কিছু দাবিতে ২৩ ফেব্রুয়ারি অসমের গুয়াহাটি থেকে দিল্লির উদ্দেশ্যে জাঠা বার হয়। বৃহস্পতিবার তা কৃষ্ণনগরে পৌঁছয়। জেলার প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ের পাবলিক লাইব্রেরীর মাঠে একাধিক বক্স বাজিয়ে সভাও হয়। অথচ সভাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে মৃণালিনী ও লেডি কারমাইকেল গার্লস হাইস্কুলে তখন চলছিল মাধ্যমিক পরীক্ষা। |
তৃণমূলের শিক্ষা সেলের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ রায় বলেন, “পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে সভা করা অত্যন্ত নিন্দনীয়।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদির অবশ্য সাফাই, “মাইকের বদলে ছোট বক্স বাজানো হয়েছে। তাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হয়নি।” মহকুমাশাসক সব্যসাচী সরকার বলেন, “গোটা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
|
এক মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর পালিত পুত্র গোবিন্দ বসাককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বসাকপাড়ার বাসিন্দা মায়ারানি বসাক (৬৫) গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এরপরে গোবিন্দবাবুর বিরুদ্ধে নবদ্বীপ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন মৃতার পরিজনেরা। অভিযোগের ভিত্তিতে এ দিনই পুলিশ তাঁকে গ্রেফতার করে। মায়ারানিদেবীর বোনপো সীতানাথ বসাক বলেন, “সম্পত্তির আত্মসাৎ করার জন্য অনেকদিন ধরেই গোবিন্দ মাসির উপর চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে এ দিন আত্মঘাতী হন তিনি।”
|
সম্মতিনগরে বুধবারের পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় ৪৫ জন হয়েছে। ধৃতদের মধ্যে এসইউসি’র রাজ্য কমিটির সদস্য অনুরাধা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এক জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছেন। বৃহস্পতিবার তাঁদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী বলেন, “ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, আগুন লাগানো ও খুনের চেষ্টা-সহ ১৬টি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে পলি হালদার (১৮) নামে এক কিশোরীর। বাড়ি সুতির বহুতালি গ্রামে। বৃহস্পতিবার সকালে বোনের সঙ্গে ঝগড়া হয় ওই কিশোরীর। পুলিশের অনুমান, অভিমানে কীটনাশক খেলে তার মৃত্যু হয়।
|
অবৈধ ভাবে মজুত করা ১৩টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে নবদ্বীপ শহরে। বুধবার অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল তেঘরিপাড়া কলাবাগান থেকে ওই অবৈধ গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করে।
|
হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নাম অরবিন্দকুমার গোয়েল (৫০)। পুলিশ জানায়, বুধবার রাতে ভাগীরথী এক্সপ্রেসে তিনি বহরমপুরে যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। |