টুকরো খবর
আল আমিনে পাঠ চালু রাখতে চিঠি
মিল্লি আল আমিনে স্বাভাবিক পরিবেশ ফেরানোর অনুরোধ জানিয়ে কলেজ-কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত ৩১ জানুয়ারি ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সাবিনা নিশাত ওমরের সঙ্গে হাতাহাতি হয় স্থায়ী শিক্ষিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও প্রবীণ কৌরের। অন্য স্থায়ী শিক্ষিকা জারিনা খাতুনও গোলমালে জড়িয়ে পড়েন। বৈশাখীদেবী, জারিনা ও প্রবীণকে সাসপেন্ড করে পরিচালন সমিতি। বৃহস্পতিবার উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “পরিস্থিতি পর্যালোচনা করে এ দিন সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে, কলেজে পঠনপাঠন চালু রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের অনেকের মতে, সোজাসুজি না-বললেও এই অনুরোধ আসলে ওই তিন শিক্ষিকাকে ফিরিয়ে নিতে বলারই নামান্তর। যদিও বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, “কলেজ চাইলে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করেও কাজ চালাতে পারে।” বৈশাখীদেবী জানান, তাঁদের অনুপস্থিতিতে ক্লাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাত্রীদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় যাতে একটা ব্যবস্থা নেয়, সেই আবেদন জানিয়ে ১৮ ফেব্রুয়ারি উপাচার্যকে চিঠি দেন তাঁরা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের আবেদনে সাড়া দিয়ে থাকলে ধন্যবাদ।” তবে কলেজ-কর্তৃপক্ষের দাবি, তাঁরা আংশিক সময়ের তিন জন শিক্ষিকা নিয়োগ করেছেন। ক্লাস চলছে স্বাভাবিক ভাবে।

মুন্না অধরা কেন, চুপ সিআইডি
গার্ডেনরিচের গোলমালে কংগ্রেস নেতা মোক্তার আহমেদকে দু’দিন আগে গ্রেফতার করা হলেও ওই ঘটনায় মূল অভিযুক্ত, তৃণমূলের বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না এখনও অধরা। ঘটনার দু’সপ্তাহ পরেও মুন্না কোথায়, তা নিয়ে গোয়েন্দারা অন্ধকারে। মুন্নাকে কেন এখনও গ্রেফতার করা গেল না, সেই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন সিআইডি-কর্তারা। ১২ ফেব্রুয়ারি গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদের নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে হাঙ্গামায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এসআই তাপস চৌধুরী। তার পর থেকেই মুন্না বেপাত্তা। চলতি সপ্তাহে মোক্তার গ্রেফতার হন। সিআইডির দাবি, হাঙ্গামার সময় মোক্তার ছিলেন নুটবিহারী দাস বালক বিদ্যালয়ের সামনে। ওই স্কুলটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে। মোক্তার সিআইডি-কে জানিয়েছেন, হরিমোহন ঘোষ কলেজে ছাত্রভোটে মুন্নার দলকে আটকানোর দায়িত্ব ছিল তাঁর উপরে। তাদের আটকে মনোনয়নপত্র তোলার ব্যবস্থা করেন তিনি।

আরও সহজ যাত্রাপথ
এ বার নিউ টাউনের আকাঙ্খা মোড় থেকে সরাসরি মধ্যমগ্রামে পৌঁছনো যাবে। বৃহস্পতিবার আকাঙ্খা মোড়ে ওই রাস্তা উদ্বোধন করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এর ফলে রাজারহাট নিউ টাউনের মানুষ সহজেই যশোহর রোডে পৌঁছতে পারবেন। এখান দিয়ে বাস চালানোর জন্য পরিবহণ দফতরকে বলব।” কাজ কিছু বাকি থাকলেও আপাতত গাড়ি চলতে অসুবিধা হবে না বলে জানান মন্ত্রী। এ দিন মন্ত্রী নিউ টাউনে একটি হেল্থ সেন্টার ও পার্ক উদ্বোধন করেন।

জাতীয় বিজ্ঞান দিবসে
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠান চলে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে (বিআইটিএম)। সকালে পার্ক সার্কাস থেকে মিউজিয়াম পর্যন্ত পদযাত্রার সূচনা করেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ডিন আর থম্পসন। ছিলেন অপ্রচলিত শক্তি বিশারদ শান্তিপদ গণচৌধুরী ও বিআইটিএম-এর অধিকর্তা শেখ এমদাদুল ইসলাম। ছিল ক্যুইজ, বক্তৃতা, সিনেমা প্রদর্শন।

মা খুন, ধৃত ছেলে
মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার গ্রিন পার্কের একটি আবাসনে। পুলিশ জানায়, নিহতের নাম মৌসুমী খিলাড়ি (৪৫)। তাঁর ছেলে সৌরভ দ্বাদশ শ্রেণির ছাত্র। সে এ বার উচ্চ মাধ্যমিকের টেস্টে পাশ করতে পারেনি। এ দিন দুপুরে ওই আবাসনের তেতলার ফ্ল্যাট থেকে চিৎকার শুনে পড়শিরা ছুটে যান। ধাক্কা দিয়েও দরজা না-খোলায় লক ভেঙে ফ্ল্যাটে ঢোকেন কয়েক জন। মেঝেতে পড়ে ছিল মৌসুমীদেবীর দেহ। গলায় দড়ির ফাঁসের চিহ্ন। পাশের ঘরে বসে ছিল সৌরভ। প্রতিবেশীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের সন্দেহ, ফেল করায় মায়ের সঙ্গে বচসার জেরে সে এই কাণ্ড ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মৌসুমীদেবীকে। মৃত্যু নিশ্চিত করতেই গলায় ফাঁস দেওয়া হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.