আজ থেকেই সেট-টপ বক্সের দাম বাড়ল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ রাজ্যে বৃহস্পতিবার রাত ১২টা থেকে সেট-টপ বক্সের দাম বাড়ল ৭০-১২০ টাকা। শহরের বিপিএল কার্ডধারী পরিবারের জন্য বরাদ্দ ৪৫০ টাকার কম দামি যন্ত্রের দর একই হারে বাড়ছে। কেন্দ্রীয় বাজেটে এই যন্ত্রের আমদানি শুল্ক ৫% বাড়ায় দাম বাড়ছে, জানিয়েছে মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও) সংস্থাগুলি। মন্থন সংস্থার ডিরেক্টর সুদীপ ঘোষ বলেন, “কেন্দ্র আইন করে নতুন প্রযুক্তি আনল। মানুষকে বাধ্য করা হল সেট-টপ বক্স কিনতে। কিন্তু আচমকা শুল্ক বাড়ানোর যুক্তি কী?” কলকাতা মেট্রো এলাকার ৯টি এমএসও সংস্থার বক্তব্য, এত দিন চিন ও কোরিয়া থেকে আমদানি করা যন্ত্রগুলি গড়ে ৫০% ভর্তুকি দিয়ে ৭৯৯ ও ৯৯৯ টাকায় দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছিল। সিটি কেব্লের ডিরেক্টর সুরেশ শেঠিয়া জানান, ডিশ টিভি, টাটা স্কাইয়ের মতো ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এমএসও-রা সেট-টপ বক্সের দামে অর্ধেকেরও বেশি ভর্তুকি দিচ্ছিল। তাদের যুক্তি, এটা ‘এককালীন লগ্নি’। গ্রাহককে দীর্ঘ সময় পরিষেবা দিয়ে ভর্তুকির দাম তোলা সম্ভব। কেসিবিপিএল সংস্থার ডিরেক্টর বিজয় অগ্রবাল জানান, কেন্দ্র শুল্ক বাড়ানোয় ভর্তুকিও বাড়বে, যা এমএসওগুলির সাধ্যের বাইরে। তাই, দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস প্রকল্পে সুবিধা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাজেটে রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস প্রকল্পকে আরও আকর্ষণীয় করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এখন থেকে এই প্রকল্পে লগ্নি করলে এক বছরের বদলে টানা তিন বছর মিলবে করছাড়ের সুবিধা। সর্বোচ্চ ৫০ হাজার টাকার শেয়ার বা মিউচুয়াল ফান্ডে লগ্নি করলে করছাড় পাওয়া যাবে ২৫ হাজার টাকা। লগ্নিকারীর বার্ষিক আয়ের সীমাও ১০ লক্ষ থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এ জন্য প্রথম বছরে লগ্নিকারীকে শেয়ার বাজারে নতুন হতে হবে।
|
বিমান জ্বালানি এটিএফের দাম ৩.৮% বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বৃহস্পতিবার মাঝরাত থেকেই কলকাতায় তা কিলোলিটারে ২,৬৫১.৮৭ টাকা বেড়ে হল ৭৯,২৩৮.০৭ টাকা। |