রাত পোহালে বৃহস্পতিবার বিধানসভার উপনির্বাচনের গণনা শুরু হবে মালদহ পলিটেকনিক কলেজে। বুধবার রির্টানিং অফিসার পুষ্পেন্দু মিত্র বলেছেন, “পরীক্ষার জন্য কোনও রাজনৈতিক দলকে বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হবে না। বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।” তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূল প্রার্থীর নিবার্চনী এজেন্ট দেবপ্রিয় সাহা বলেন, “বিজয় মিছিলের জন্য অনুমতি নেওয়া হবে না। বিজয় মিছিল বার হলে প্রশাসন যদি ব্যবস্থা নেয় নেবে। আমাদের প্রার্থী জিতলে কেউ যদি বিজয় মিছিল বের করে কাউকে বারণ করব না। বিজয় মিছিল করার জন্য যদি জেলে যেতে হয় যাব।” সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, তাঁরা প্রশাসনের নির্দেশ মেনে চলবেন। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রার্থী নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, “কংগ্রেস জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার জন্য আগেই বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন।”
|
বাগানে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হল। মঙ্গলবার সকালে চা বাগানের উপর লাইনের বুধনি ওঁরাও (৪৫) মারা যান। তিনি অনেক দিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন। বীরপাড়া হাসপাতালে চিকিত্সা করানোর পর মাস খানেক আগে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বুধনি দেবীর স্বামী ছাড়া দুই ছেলে রয়েছে। ২০০২ সাল থেকে বন্ধ ওই বাগানে ইতিমধ্যে শতাধিক সদস্যের মৃত্যু হয়েছে।
|
দুর্ব্যবহারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সভাধিপতি, বিধায়ক ও এক জেলা পরিষদের সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করে অফিস ঘর থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে মালদহের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর এলিস ভাজের বিরুদ্ধে। মালদহ জেলা পরিষদের সভাধিপতি উজ্জল চৌধুরী লিখিত অভিযোগে সে কথা জানান জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অমরেন্দ্র সিংহের কাছে। তিনি বলেন, “সভাধিপতির অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছি। সভাধিপতির অভিযোগ যদি সত্যি হয় অতিরিক্ত জেলাশসাকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, “আধিকারিক ব্যস্ত থাকতেই পারেন। তা বলে দুর্ব্যবহার করে জনপ্রতিনিধিদের চেম্বার থেকে বের করে দেবেন, এটা মেনে নেওয়া যায় না।” পাশাপাশি, আগেও মালদহের অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে তিনি একই অভিযোগ শুনেছেন বলে কমিশনার জানান। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই অতিরিক্ত জেলাশাসক আর এলিস ভাজ বলেছেন, “কে, আমার বিরুদ্ধে কী অভিযোগ করেছে তার উত্তর আমি কাউকে দেব না।”
|
সপ্তম শ্রেণিক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তার প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। খুনের ঘটনায় সাহায্য করার অভিযোগে ধৃতের মাকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তুফানগঞ্জ থানার চিলাখানা এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদের নাম রাজু আলি এবং মীনা বিবি। ২২ ফেব্রুয়ারি চিলাখানার ছাট ভেলাকোবার বাড়ির থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। |