যক্ষ্মার জীবাণু খুঁজে বের করলেন বিকুল
কেন নিরাময়ের পরেও ফিরে ফিরে আসে যক্ষ্মা? কোথায় ঘাপটি মেরে লুকিয়ে থাকে যক্ষ্মার নাছোড় জীবাণু? সেটাই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অসমের বৈজ্ঞানিক বিকুল দাসের নেতৃত্বে ক্যালেফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এই সাফল্য দাবি করেছেন। বিকুলবাবু জানান, অস্থি মজ্জার মধ্যে লুকিয়ে থাকা যক্ষ্মার জীবাণুর সন্ধান মেলায় রোগটি এ বার পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।
অরুণাচল প্রদেশের ইদু-মিসমি উপজাতির মধ্যে যক্ষ্মার প্রকোপ খুব বেশি। চিকিত্‌সায় আপাত ভাবে সারলেও ফের ফিরে আসে রোগ। ইদু-মিসমিদের মধ্যে যক্ষ্মার প্রাদূর্ভাব নিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মেলান বিকুলবাবুরা। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায়, শরীরের প্রতিরোধ ক্ষমতা, ওষুধের প্রভাব থেকে গা-বাঁচিয়ে, ‘মেসেনকাইমাল স্টেম সেল’ বা এমএসসি-কে হাইজ্যাক করে ‘সিডি২৭১+’ স্টেম সেল-এর ভিতরে লুকিয়ে পড়ে যক্ষ্মার জীবাণু।
গবেষণাগারে বিকুল দাস।—নিজস্ব চিত্র।
বিকুলবাবু ভিডিও কনফারেন্সে দাবি করেন, টিবি জীবাণুর সঙ্গে স্টেম সেল-এর সম্পর্ক নিয়ে আগে গবেষণা হয়নি। গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তবে জানা গিয়েছে, যক্ষ্মার জীবাণু দ্বারা আক্রান্ত ‘এমএসসি’ কোষ মজ্জার অন্তঃস্থলে গোপনে বাস করে। তাই ওষুধ সেখানে পৌঁছতে পারে না। বিকুলবাবু জানান, “এ বার জানতে হবে, যক্ষ্মার ব্যাকটেরিয়া কী ভাবে স্টেম সেলকে আক্রমণ করে দখল করে নেয় এবং কোন নিয়মে, চিকিত্‌সার পরে অদূর বা সুদূর ভবিষ্যতে সেই জীবাণু ফের মাথাচাড়া দেয়।
গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, বিকুলবাবু উপজাতি এলাকায় ওষধি গাছের চাষ করতে চান। তাঁর মতে, ওষধি গাছের চাষে রোগ নিরাময় ও অর্থাগম, দু’ভাবে ইদু-মিসমিদের উন্নতি সম্ভব। যক্ষ্মার উপরে এই গবেষণার রিপোর্টটি ৩০ জানুয়ারির ‘সায়েন্স ট্রান্সলেসন মেডিসিন’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। বিকুলবাবুর পাশাপাশি বিজয় স্বামী ও ইদু-মিসমি চিকিত্‌সক ইস্তা পুলু এবং গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‌সক দীপজ্যোতি কলিতা এই গবেষণায় অংশ নিয়েছেন।
আদতে শুয়ালকুচির বাসিন্দা বিকুল দাস দীর্ঘদিন ধরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্টেম সেল বিষয়ে গবেষণা করছেন। ইতিমধ্যে ক্যান্সারের ক্ষেত্রে স্টেম সেলের ভূমিকা নিয়ে তাঁর গবেষণা গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের অঙ্কোলজি ও প্যাথলজি বিভাগের অধ্যাপক, ডিন ফেলসার জানান, বিকুলবাবুর নেতৃত্বে গবেষকরা কেবল স্টেম সেলে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়াকেই চিহ্নিত করেননি, কোষ থেকে সক্রিয় ব্যাকটেরিয়াকে পৃথক করেও ফেলতে পেরেছেন। বিশ্বে দুই বিলিয়ন মানুষ বর্তমানে যক্ষ্মায় আক্রান্ত। তাদের স্থায়ী সুস্থতার ক্ষেত্রে বিকুলবাবুদের খোঁজ নতুন দিশা দেখাতে চলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.