|
|
|
|
টুকরো খবর |
ন্যায্য মূল্যের ওষুধ দোকান নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
চালু হল দোকান। —নিজস্ব চিত্র। |
পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চালু হল ন্যায্য মূল্যের ওষুধের দোকান। মঙ্গলবার এই বিপণির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে আরও ভাল স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু হল।” চব্বিশ ঘণ্টাই এই বিপণি থেকে পরিষেবা মিলবে। এখানে ওষুধের মূল্যে অনেকটাই ছাড় পাওয়া যাবে। ছিলেন পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহদেও, জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার ঝরিয়াত।
|
আর্সেনিক নিয়ে আলোচনা নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কেন্দ্রীয় ভূমি জল পর্ষদের পূর্ব ক্ষেত্রের উদ্যোগে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হল মঙ্গলবার, পূর্বস্থলী এলাকায়। এখানে প্রশিক্ষণ নিচ্ছেন কৃষি দফতর, জন স্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী, বিডিওর কার্যালয়ের কর্মচারী, স্কুলের ছাত্রছাত্রী-সহ শতাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকায় কীভাবে জলস্তর নেমে যাচ্ছে সে বিষয়ে বলেন আলোকপাত করেন বিজ্ঞানীরা। জলের অপচয় রোধেও পরামর্শ দেন তাঁরা। ভূগর্ভস্থ জলস্তরের কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়। বিজ্ঞানী সুপ্রিয় ব্রহ্ম পরামর্শ দেন, পূর্বস্থলীর আর্সেনিক এলাকায় ১০০ মিটার বা আরও গভীর নলকূপের জল পান করা উচিত। আর্সেনিকোসিস থেকে বাঁচতে কুয়োর জল পান করারও পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন শশাঙ্ক শেঠি, পূর্বস্থলী ২ ব্লকের বিডিও মোদ্দাসার মোল্লা, পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মানসী দাস, সংস্থার আঞ্চলিক অধিকর্তা জে সি পেটি-সহ বিভিন্ন ব্যক্তি। |
|
|
|
|
|