নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নৈহাটিতে বন্ধ গৌরীপুর জুট মিলের শ্রমিকদের প্রতি মাসে রাজ্য সরকারকে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কল্যাণকর রাষ্ট্র কর্মচ্যুত শ্রমিকদের এই অবস্থায় উদাসীন থাকতে পারে না।
গৌরীপুর জুট মিল দীর্ঘদিন ধরেই বন্ধ। ৩০০-রও বেশি স্থায়ী শ্রমিক এখন বেকার। আইনজীবী কেদারনাথ যাদব ওই শ্রমিকদের দুর্দশার কথা জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এ দিন সেই মামলারই রায় দিয়েছে হাইকোর্ট। রাজ্যের শ্রমসচিব অমল রায়চৌধুরী জানান, কোনও কারখানা এক বছরের বেশি বন্ধ থাকলে শ্রমিকেরা রাজ্য সরকারের কাছ থেকে এমনিতেই ১৫০০ টাকা করে মাসিক ভাতা পান। গৌরীপুর জুটমিলের শ্রমিকেরা কেন সেই ভাতা পাচ্ছিলেন না, তা দেখতে হবে।
এ দিন শুনানির সময় রাজ্য সরকারের পক্ষে আইনজীবী তপন মুখোপাধ্যায় জানান, ওই চটকলটি বেসরকারি। কোম্পানি কোর্টে ওই মিল নিয়ে মামলাও চলছে। সরকারি আইনজীবীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, সরকারি না বেসরকারি, সেটা প্রশ্ন নয়। বিষয়টি শ্রমিক-কল্যাণের। কোনও সরকার শ্রমিক-কল্যাণের দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। ওই শ্রমিকেরা অভুক্ত থাকলেও সরকারের কোনও ভূমিকা থাকবে না, তা হতে পারে না। ডিভিশন বেঞ্চের কাছে আইনজীবী কেদারনাথ যাদব অভিযোগ করেন, গৌরীপুর জুট মিলের জমি বিক্রি হয়ে যাচ্ছে। শ্রমিকদের পিএফের টাকাও মেটানো হয়নি। কয়েক জন শ্রমিকের মৃত্যুও হয়েছে। রায়ে শ্রমিকদের এই দুর্দশার কথাও উল্লেখ করেছে ডিভিশন বেঞ্চ। বন্ধ কলকারখানার শ্রমিকদের জন্য সরকারের কী সুযোগ-সুবিধা আছে, সরকারি আইনজীবী ডিভিশন বেঞ্চকে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বোঝাতে পারেননি। |