রাজ্যে ক্ষমতাচ্যুত হলেও পঞ্চায়েত ভোটের আগে মাথা চাড়া দিচ্ছে সিপিএম। এমনটাই তৃণমূল কর্মীদের জানিয়ে আরও সজাগ হওয়ার পরামর্শ দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে দলের কৃষক সংগঠন কিষান খেত মজুরের জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বেচারামবাবুর কথায়, “সিপিএম কেউটে সাপের মতো জমির আলে শুয়ে রয়েছে। সুযোগ পেলেই ছোবল মারবে। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।” কর্মীদের তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ব্লকে ব্লকে জনসভা করতে হবে। তিনি নিজে সেই সভায় থাকবেন। তাঁর অভিযোগ, বামপন্থী মনোভাবাপন্ন কিছু সরকারি আধিকারিক ও ব্যাঙ্ক কর্মী কিষান ক্রেডিট কার্ড দিতে কৃষকদের অহেতুক হয়রানি করছে। এমনটা চললে কর্মীদের তিনি ব্যাঙ্কের দরজায় বিক্ষোভ করতে বলেন।
|
চেকড্যাম গড়ার কাজে নিম্ন মানের বোল্ডার, সিমেন্ট ও বালি ব্যবহার করার অভিযোগ তুলল বিজেপি। ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের বরাদ্দ টাকায় ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামনাথপুর ও গোপীনাথডিহি জোড়বাঁধের উপরে দু’টি চেকড্যাম গড়ার কাজ শুরু হয়েছে। অভিযোগ তুলে সোমবার বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। ব্লক থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। |