প্রশিক্ষণের হলে তালা ঝুলছে। কোথায় প্রশিক্ষণ হবে, তা জানাতে না পারায় ক্ষুব্ধ শিক্ষকদের হাতে মঙ্গলবার কার্যত দিনভর ঘেরাও ও তালাবন্ধ হয়ে রইলেন ঝালদা ৩ নম্বর চক্রের অবর স্কুল পরিদর্শক স্বপন সিংহ।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার থেকে ঝালদায় প্রাথমিক শিক্ষকদের বিপযর্য় মোকাবিলা ও শিশু সংসদ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার কথা ছিল। ঝালদা ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উজ্জ্বল চট্টরাজ জানান, প্রশিক্ষণের জন্য শিক্ষকেরা যথারীতি সকালে হাজির হন। কিন্তু দেখা যায়, যে হলে প্রশিক্ষণের কাজ হওয়ার কথা, তাতে তালা ঝুলছে। স্থানীয় স্কুল পরিদর্শককে বলা হলে তিনি জানান, ঝালদা ১ নম্বর চক্রের অবর স্কুল পরিদর্শকের কাছে চাবি রয়েছে। প্রশিক্ষণের প্রথম দিনই এই অব্যবস্থা দেখে তাঁকে ঘেরাও করা হয় বলে জানিয়েছেন এই চক্রের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
স্বপনবাবু বলেন, “শুধু আমি নই, আমার দফতরের সব কর্মীই তালাবন্দি অবস্থায় আটকে ছিলাম।” তাঁর দাবি, ঝালদা ১ চক্রের স্কুল পরিদর্শককে তিনি সময়মতোই জানিয়েছিলাম। কেন তিনি এ দিন উপস্থিত ছিলেন না, তা তিনি জানেন না। স্বপনবাবুর কথায়, “ওঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু মোবাইল বন্ধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি।” বিকেলে উজ্জ্বলবাবু জানান, শিক্ষকেরা এ দিনের মতো স্বপনবাবুকে মুক্ত করে চাবি প্রশাসনের কাছে জমা দিয়েছেন। পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বৃন্দাবন দাস বলেন, “সমস্যার কথা শুনলাম। সমাধানে কী করা যায় দেখছি।” |