টুকরো খবর
মহিলাকে কটূক্তি করায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মহিলাকে কটূক্তি করার অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বরুণহাটের কালুতলা গ্রামে। যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন পরিমল দাস নামে ওই বিজেপি নেতা। হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী জানান, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে ওই গ্রামের বাসিন্দা দুলালচন্দ্র দাস ও তাঁর ভাই বিশ্বনাথ দাসের পরিবারের মধ্যে। ঘটনাটি থানা-আদালত পর্যন্ত গড়িয়েছে। সোমবার বিকেলে স্থানীয় গোলমালের সূত্র ধরে দুলালবাবুর নাতির হাতের আঙুল মচকে দেয় স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ, তাঁর পক্ষ নিয়ে বচসা শুরু করেন পরিমলবাবু সেই সূত্রেই দুলালবাবুর মেয়ে শিখাদেবীকে তিনি কটূক্তি করেন দেন বলে অভিযোগ। হুমকিও দেন। সে কথা থানায় লিখিত ভাবে জানিয়েছেন শিখাদেবী। শিখার বক্তব্য, “জমিজমা নিয়ে বিবাদের জেরে আমাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। সোমবারের গোলমালের ঘটনায় বাবা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। ওঁকে টাকি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।” পরিমলবাবু পুলিশকে জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নাম পারিবারিক গণ্ডগোলে জড়িয়ে দেওয়া হয়েছে।

লরির ধাক্কায় মৃত
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার চৌমাথার টাকি রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম কারিবুল্লা গাজি(১৩)। তার বাড়ি বসিরহাটের সর্দারকাটি গ্রামে। দুর্ঘটনার পর ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা লরিটিতে ভাঙচুর চালায়। লরি মালিকের বাড়িতেও হামলা চালান হয়। মৃতকে ক্ষতিপূরণ ও লরি চালককে গ্রেফতারের দাবিতে দফায় দফায় বসিরহাটের চৌমাথা এবং ফাল্গুনি সিনেমা হলের পাশে টাকি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারিবুল্লা সাইকেলে করে বসিরহাটের সোনপুকুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বসিরহাটের চৌমাথার কাছে হাসনাবাদের দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বালকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরীক্ষায় না দিতে পারায় প্রধান শিক্ষককেই দায়ী করল পর্ষদ
অ্যাডমিট কার্ড না আসায় বসিরহাটের এমবিএস ন্যাওড়া হাইস্কুলের ছাত্রী আসমাতারা খাতুনের মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার জন্য প্রধান শিক্ষককেই দায়ী করলেন মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের যে তালিকা পাঠিয়েছিলেন, তা ভুল। সে জন্যই আসমাতারা খাতুন অ্যাডমিট কার্ড পায়নি। প্রধান শিক্ষক কেন ভুল তথ্য দিয়েছেন, সে জন্য তাঁকে শো-কজ করা হচ্ছে বলে প্রশাসক জানান। তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ও স্কুলশিক্ষা সচিবের সঙ্গে কথা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনছে রাজ্য সরকার।”

সেতু-বিতর্ক
দু’বছর আগে উদ্বোধন হয়েছিল সেতুর। চলাচলও শুরু হয়েছে সেখান দিয়ে। সরকারি অনুষ্ঠানে এসে সেই সেতুই ফের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফ্রেজারগঞ্জের বকখালিতে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পাথরপ্রতিমার গঙ্গাধরপুর-সপ্তপদী নদীর উপরে সেতুটির উদ্বোধন করেন। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় জানান, নাবার্ডের আর্থিক সহায়তায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালেই সুন্দরবন উন্নয়ন পর্ষদ সেতুটি তৈরি করেছিল। সে বছর সেতুর উদ্বোধনও হয়ে যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে ফের একই সেতুর উদ্বোধন করলেন বলে কটাক্ষ করেন কান্তিবাবু। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম অবশ্য বলেন, “সেতুর কাজ আগে সম্পূর্ণ হয়নি। কাজ শেষ করেই উদ্বোধন হয়েছে এ দিন।”

পলাতক অস্ত্র ব্যবসায়ী ৫ পিস্তল-সহ পাকড়াও
যেন চার বছর আগের দৃশ্যেরই ‘অ্যাকশন রিপ্লে’! কুশীলবও এক। চার বছর আগে বেআইনি অস্ত্রের কারবারি তালেব মণ্ডলকে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে বমাল গ্রেফতার করেছিলেন দুই সিআইডি অফিসার। সোমবার রাতে তালেবকে ফের অস্ত্র-সহ গ্রেফতার করলেন সেই দুই অফিসারই। এ বার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনারই নৈহাটি। তালেবের সঙ্গে সিআইডি ধরেছে সফিকুল নামে অন্য এক দুষ্কৃতীকেও। তাদের কাছে ১০ রাউন্ড কার্তুজ-সহ পাঁচটি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। পাঁচটি আগ্নেয়াস্ত্রের মধ্যে তিনটি নাইন এমএম এবং দু’টি সেভেন এমএম পিস্তল। গোয়েন্দারা জানান, তালেব যে জামালপুর থেকে অস্ত্র নিয়ে এ রাজ্যে ঢুকবে, তাঁদের কাছে সেই খবর ছিল। ঠিক ছিল, নৈহাটির একটি জায়গায় তার কাছ থেকে সেই অস্ত্র নেবে সফিকুল। তার পরে পিস্তল পৌঁছে দেওয়া হবে সীমান্ত এলাকার দুষ্কৃতীদের কাছে। সোমবার সকাল থেকে তালেবের পিছু নেন গোয়েন্দারা। নৈহাটির ডেরায় হানা দিয়ে তাকে এবং সফিকুলকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানান, আগের বার ধরা পড়ার পরে জামিনে মুক্তি পায় তালেব। তার পরে সে উধাও হয়ে গিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.