টুকরো খবর |
পরচুলায় বিক্রয় কর ছাড়ের দাবিতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ছাড় দিতে হবে পরচুলার বিক্রয়করে। সেই দাবিতে সম্প্রতি জেলাশাসকের অফিসে পরচুলা সমিতির পক্ষ থেকে বিক্ষোভ ও স্মারকলিপিও দেওয়া হয়। তার জেরে মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসকের দফতরে রাজ্য সরকারের সেল ট্যাক্স বিভাগের জয়েন্ট কমিশনার রঞ্জন পণ্ডার উপস্থিতিতে বৈঠক হল। ছিলেন জেলা চুল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন রশিদ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার ও জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন-সহ অন্যান্যরা। বৈঠকে ব্যবসায়ীদের তরফে পরচুলার রপ্তানির উপর ১৩.৫ শতাংশ হারে বিক্রয়করে ছাড় দেওয়ার দাবি জানানো হয়। রাজ্য সরকারের সেল ট্যাক্স বিভাগের জয়েন্ট কমিশনার জানান, সরকারি নিয়মানুযায়ী প্রানিজ চুলের উপর বিক্রয় করে ছাড় থাকলেও মানুষের চুলের উপর বিক্রয় কর আদায় না করার বিষয়ে নিষেধ নেই।
|
টিএমসিপির বৈঠক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম মহকুমার অন্তর্গত সব কলেজের টিএমসিপির ইউনিট সভাপতিদের নিয়ে মঙ্গলবার এক বৈঠক হল ঝাড়গ্রামে। যে কলেজগুলোর ছাত্র সংসদে টিএমসিপি ক্ষমতায় রয়েছে, তার সাধারণ সম্পাদকেরাও বৈঠকে উপস্থিত ছিলেন। শহরের ফেডারেশন হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা সহ তৃণমূলের জেলা এবং ঝাড়গ্রাম শহর নেতৃত্ব। সভা থেকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়। যেমন, কলেজ ইউনিটগুলোকে সপ্তাহে অন্তত একদিন বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, কাপগাড়িতে একটি পদযাত্রা হবে। তবে পদযাত্রার দিন চূড়ান্ত হয়নি। টিএমসিপির জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “এটা আমাদের সাংগঠনিক বৈঠক। বৈঠক থেকে প্রয়োজনীয় কিছু নির্দেশ দেওয়া হয়েছে।”
|
৬ বছর জেল দুই ভাইয়ের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক ব্যক্তির মাথায় কাটারির কোপ মেরে আহত করার দায়ে অভিযুক্ত দুই ভাইকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক) চিন্ময়কুমার চট্টোপাধ্যায় শ্রীনিবাস আদক ও নিতাই আদককে এই নির্দেশ দেন। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, ময়না থানার দক্ষিণ হরকুলি গ্রামের বাসিন্দা দুই ভাই শ্রীবাস আদক ও নিতাই আদক। মাসমচক গ্রামের মাঠে তাঁদের পাশাপশি জমি রয়েছে দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা অতনু দাসের। এই জমি নিয়ে বিবাদ ছিল অতনুবাবুর সঙ্গে দুই ভাইয়ের। অভিযোগ, ২০০৩ সালের ২৪ নভেম্বর সকালে অতনু দাস মাসমচক গ্রামে মাঠে নিজের জমিতে কাজ দেখতে গিয়েছিলেন। সে সময় শ্রীবাস আদক, তাঁর ভাই নিতাই আদক-সহ তাঁদের কয়েকজন সঙ্গী অতনুবাবুর উপর আক্রমণ চালায়। অভিযোগ, তাঁরা অতনুবাবুর মাথায় কাটারির কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও চিকিৎসাধীন রয়েছেন অতনুবাবু। অতনুবাবুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ অভিযুক্ত শ্রীবাস আদক, নিতাই আদক-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সরকার পক্ষের আইনজীবী হিমাংশু শেখর সামন্ত জানান, অভিযুক্ত শ্রীবাস আদক, নিতাই আদককে বিচারক দোষী সাব্যস্ত করে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে তিন মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও চিকিৎসাধীন অতনুবাবুকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের কাছে সুপারিশও করেন বিচারক।
|
মৌলবি খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক মৌলবি খুনের ঘটনায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার হলদিয়া মহকুমা অতিরিক্ত জেলা দায়রা আদলত এই সাজা ঘোষণা করে। বিচারক সোনালী নন্দী চক্রবর্তী চার্জশিটে নাম থাকা শেখ হাসিবুল, শেখ হাবিবুল, জামাল খান, শেখ কুরবান নামে ওই চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ১৯ এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পূর্ব শ্রীরামপুর মসজিদে নমাজ পড়ছিলেন আনসার আলি মীর (২৪)। সেই সময়েই বেশ কয়েকজন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় আনসার আলি মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানায় চিকিৎসকেরা। ওই দিন রাতেই মহিষাদল থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের কাকা মনসুর আলি মীর। তদন্ত শুরু করে মহিষাদল থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করে চার্জশিট জমা দেওয়া হয় হলদিয়া আদালতে। সরকার পক্ষের আইনজীবী আশিসকুমার পাত্র বলেন, “চার্জশিটে নাম থাকা ১৬ জন অভিযুক্তের মধ্যে এই চারজনের বিরুদ্ধে খুনের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। বাকিদের বেকসুর খালাস করে ওই ৪ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।”
|
শুনানি পিছোল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী সন্দেহে ধৃত অভিজিৎ মাহাতোর শুনানি ফের পিছিয়ে গেল। প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি বিনপুরের ডুরসাতোড়া গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ১৯ তারিখ তাঁকে এসিজেএম আদালতে হাজির করানো হলে তাঁর পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়। ২১ তারিখে ঝাড়গ্রামে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ভারতী ঘোষ অভিজিৎকে মাওবাদী বলে দাবি করেন। অভিজিৎ অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, সে মাওবাদী নয়। ঝাড়খণ্ড পার্টির কর্মী। এর পর ২৪ ফেব্রুয়ারি অভিজিতের আইনজীবী পুলিশের বিরুদ্ধে অভিযোগে বলেন, তাঁর মক্কেলকে মানসিক অত্যাচার করা হচ্ছে। তারপরই মঙ্গলবার শুনানির দিন ধার্য হয়। ওই দিন বিচারক অভিজিতের আইনজীবীকে ২৬ তারিখ আরও কিছু তথ্য প্রমাণ-সহ হাজির হতে নির্দেশ দেন।
|
সড়ক দুর্ঘটনায় আহত তিন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে গাড়ির চাকা পরিষ্কার করার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় আহত হলেন তিন জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায়। জাতীয় সড়কের বাইপাস রাস্তার একধারে লরি দাঁড় করিয়ে চাকা পরিষ্কার করছিলেন গাড়ির চালক-সহ তিন কর্মী। সকাল ৮ টা নাগাদ খড়্গপুরগামী এখটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে চলে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে পাঁশকুড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে , গাড়িটিকে ধরার জন্য তদন্ত শুরু করা হয়েছে।
|
বধূ নির্যাতন, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বধূ নির্যাতনের অভিযোগে দুটি পৃথক ঘটনায় গ্রেফতার হলেন দুই স্বামী। দুটি ঘটনাই দাঁতন থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর আড়বোনা গ্রামের বাসিন্দা চঞ্চলা বেসরা সোমবার থানায় অভিযোগে জানান, তাঁর স্বামী খোকন বেসরা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে নিয়ে অন্য গ্রামে থাকেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, ওই ঘটনায় প্রতিবাদ করলে চঞ্চলাদেবীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সোমবার রাতে খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য ঘটনাটি বেলমূলা গ্রামের। ওই গ্রামের বাসিন্দা কুন্তলা মাঝির অভিযোগ, তাঁর স্বামী নির্মল মাঝি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গত কয়েক বছর ধরে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। গ্রামে তা নিয়ে সালিশি করেও সমস্যা মেটেনি। দিন পনেরো আগে তাঁকে মারধর করে তাড়িয়ে দেন নির্মল। সোমবার তিনি থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই গ্রেফতার হন নির্মল। ধৃত দু’জনকে মঙ্গলবার মেদিনীপুরে আদালতে হাজির করানো হয়েছে।
|
পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পাট্টা বিলির অনুষ্ঠান করল হলদিয়া পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার পঞ্চায়েত ভবনের সভাগৃহে পাট্টা প্রদান-সহ নানা প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। এছাড়াও ছিলেন বিডিও অশোককুমার রক্ষিত, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনকুমার জানা, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমরেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। এ দিন পঞ্চায়েত সমিতির ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৫ জন দুঃস্থকে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে পাট্টা দেওয়া হয়। এ ছাড়াও ৩৩ জন চাষিকে কিষান ক্রেডিট কার্ড, ৬১ জন গ্রামীণ হস্তশিল্পীকে আর্টিজেন কার্ড ও ১৪ জন মৎস্যজীবীকে পরিচয়পত্র প্রদান করা হয়।
|
ধর্ষণের নালিশ, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ধর্ষণের অভিযোগে তারক দে নামে এক যুবককে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গত শুক্রবার ঝাড়গ্রামের বাছুরডোবায় এক নাবালিকা ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এ দিন এসএফআই ও ডিএসও বিক্ষোভ দেখায়।
|
অধিবেশন |
দুই মেদিনীপুরের ডিস্ট্রিবিউটারদের নিয়ে মেদিনীপুর জেলা ড্রিস্ট্রিবিউটার্স ফোরামের ১৪তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল সোমবার। শঙ্করপুরে আয়োজিত এই অধিবেশনের উদ্বোধন করেন গোকুল সাহা। সরকারি নিয়ম ও বিধিনিষেধের বেড়া জালে পড়ে দুই জেলার ডিস্ট্রিবিউটার্সদের অসুবিধার কথা জানানো হয়।
|
অস্ত্র ক্যারাটে |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
রাজ্য তথা দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রেক্ষিতে সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে এ বার মেয়েদের ক্যারাটে শেখানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৫টি ক্যাম্পের প্রতিটিতে ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার লালগড় সারদামঙ্গল বিদ্যালয়ে প্রশিক্ষণের সূচনা হয়। |
|