|
|
|
|
তমলুকে বিমা এজেন্টকে মারধর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পানীয় জলের কল বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে এক বিমা সংস্থার কর্মীর অফিস ভাঙচুর, মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চৌরাস্তা বাজার বাস স্টপেজের কাছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে মহিষদা গ্রামে জনস্বাস্থ্য কারিগরী দফতরের নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পে কয়েকটি কল বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন কংগ্রেস পঞ্চায়েত সদস্য অশোক হাজরার উদ্যোগে তাঁর বাড়ির কাছে একটি কল বসানো হয়েছিল কয়েক মাস আগে। কিন্তু ওই কলের জল ফেলা নিয়ে কয়েকজন প্রতিবেশী আপত্তি করায় দিন সাতেক আগে তা সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে অশোকবাবু নিজে টাকা খরচ করে বাড়ির চত্বরে একটি সাব-মারসিবল পাম্প বসিয়েছেন। ওই কল সরানো নিয়ে অশোকবাবুর সঙ্গে স্থানীয় কয়েকজন তৃণমূল সমর্থকদের বিরোধের জেরেই এ দিন দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে।
অশোকবাবির অভিযোগ, “গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উত্তম সাহুর নেতৃত্বে কয়েকজন তৃণমূল সমর্থক হলদিয়া-মেচেদা সড়কের ধারে আমার অফিসে হামলা চালায় । অফিসের নথিপত্র তছনছ করা হয়। আমাকে মারধরও করা হয়। এমনকী আমার ভাইপো বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।” স্থানীয় তৃণমূল নেতা তথা রঘুনাথপুর -১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উত্তম সাহু অভিযোগ অস্বীকার করে বলেন, “কল বসানোকে কেন্দ্র করে অশোকবাবুর সঙ্গে পাড়ার বাসিন্দাদের বিরোধ হয়েছিল। অশোকবাবুর কর্মীরা নিজেরাই অফিসের কাঁচ ভেঙ্গে আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। |
|
|
|
|
|